২০২২ সালেই, আরো নির্দিষ্ট করে বললে ২০২২ এর শেষের দিকে ইন্টেল 13 th gen desktop processor লঞ্চ করবে এটা মোটামুটি জানাই ছিল। দিন যত যাচ্ছে এই নতুন প্রজন্মের প্রসেসর লাইনআপ সম্পর্কে বিভিন্ন নিত্যনতন তথ্য জানা যাচ্ছে,বিভিন্ন সুত্র থেকে বিভিন্ন leaks,rumors আসছে। সর্বশেষ তথ্য অনুযায়ী অক্টোবরে লঞ্চ হতে পারে Intel 13th Gen Raptor Lake Desktop Processor Lineup।আজকের আর্টিকেলে আমরা মুলত 13th gen সম্পর্কিত সকল leaks, rumors কে এক জায়গায় করেছি যাতে পাঠকবৃন্দ 13th gen সম্পর্কিত সকল তথ্য জানতে পারেন।
অক্টোবরে বাজারে প্রবেশ 13th Gen এর;K Series ও Z790 এর মাধ্যমে
Bilibili প্লাটফর্মে ECSM_Official নামের একজন leaker এর মতে অক্টোবরে Xeon বা Sapphire Rapids এর সাথে লঞ্চ হবে Intel 13th Gen Raptor Lake Desktop Processor Lineup। প্রাথমিকভাবে 12th Gen এর মতই শুধুমাত্র K series এর প্রসেসর গুলো অর্থাৎ 13900k,13700k ও 13600k প্রসেসরগুলো লঞ্চ করা হবে ও এর পাশাপাশি Z790 চিপসেট এর মাদারবোর্ড গুলো ও লঞ্চ করা হবে।
এরপর Non-K Series অর্থাৎ 13th gen এর বাকি প্রসেসর গুলো ২৩ এর প্রথম কোয়ার্টার (Q1) এ বাজারে প্রবেশ করবে।সময়টা জানুয়ারি ও হতে পারে, নাও হতে পারে। একই সময়ে বাজেট চিপসেট এর অর্থাৎ H770, B760 মাদারবোর্ড গুলোও এভেইলেবল হয়ে যাবে।
backward compatible and ddr4 support
ইতিমধ্যেই জানা গিয়েছে যে H610,B660 সহ 12th gen এর মাদারবোর্ড গুলোতে 13th gen এর প্রসেসর গুলো চালানো যাবে।আরো একটি উল্লেখযোগ্য খবর হচ্ছে 13th gen এও থাকবে DDR4 এর সাপোর্ট। এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো মডেলের specs জানা না গেলেও অনেক গুলো সোর্স থেকে সম্পুর্ণ লাইনআপ সম্পর্কে অনেকগুলো তথ্য জানা গিয়েছে যার উপর ভিত্তি করে এই লাইনআপ এর সম্ভাব্য স্পেসিফিকেশন এর সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। নিচে এখন পর্যন্ত জানা তথ্যের ভিত্তিতে 13 Th Gen এর সম্ভাব্য স্পেসিফিকেশন দেওয়া হলো।
Intel 13Th Gen এর সম্ভাব্য specification:
- সর্বোচ্চ ২৪টি কোর ও ৩২ টি থ্রেড ( থাকবে হাইব্রিড আর্কিটেকচার, অর্থাৎ P-cores,E-Cores এর উপস্থিতি থাকবে)
- Intel 7 আর্কিটেকচারে প্রস্তুত (10nm)।
- 12 Th Gen এর মতই LGA 1700 Socket ব্যবহার করায় 12th Gen এর মাদারবোর্ড গুলো দিয়ে চালানো যাবে।
- পুর্বের জেনারেশনের থেকে ৮-১৫% পর্যন্ত Single core এ বেটার পারফর্মেন্স ও মাল্টিকোরে ৩০-৪০% পর্যন্ত বেটার পারফর্মেন্স।
- PCIe Gen5 এর সাপোর্ট (GPU+Storage for 700 series motherboards)
- ৩৬ মেগাবাইট L3 ও ৩২ মেগাবাইট L2 Cache মিলিয়ে মোট ৬৮ মেগাবাইট এর ক্যাশ মেমোরি। (up to)
- 710 চিপসেট এর মাদারবোর্ড নাও থাকতে পারে।
- E-cores গুলো gracemont আর্কিটেকচারেরই থাকবে।
- DDR4 3200 ও DDR5 5200 Mhz এর র্যাম সাপোর্ট।
- সর্বোচ্চ 5.8 Ghz পর্যন্ত ক্লক স্পিড হওয়ার সম্ভাবনা।
- ১২৫ ওয়াট PL1 TDP, 240W+ PL2 TDP