Search

Intel 11th Gen: রিলিজডেট,দাম,specs,benchmarks

কিছুদিন এর মধ্যেই লঞ্চ হবে ও বাজারে আসবে ইন্টেল এর বহুল আলোচিত ও আকাঙ্খিত 11th Gen Desktop Lineup. চলুন লঞ্চের আগ দিয়ে জেনে নি এই লাইনআপ এর প্রাইস,স্পেকস,পারফর্মেন্স সম্পর্কে অনলাইনে যা যা তথ্য বেরিয়ে এসেছে সেগুলো নিয়ে।

11600kf,11400f Benchmarks: 

11600KF এর TDP 125 W, 11400F এর TDP 65 W। 11600KF এর base clock 3.9 GHz ও বুস্ট ক্লক 4.9 GHz। অন্যদিকে অপেক্ষাকৃত বাজেট ফ্রেন্ডলি প্রসেসর 11400F এর base clock 2.6 Ghz ও বুস্ট ক্লক 4.4 Ghz। দুটি প্রসেসরই ৬-১২ কোর-থ্রেড এর সাথে আসবে। এখন পর্যন্ত অনেকগুলো লিকে একই ধরণের ইনফরমেশন পাওয়ায় মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে এই স্পেসিফিকেশনগুলোই কনফার্ম করবে Intel।

তো যাই হোক, Chiphell প্রকাশ করেছে বেশ কিছু testing এর রেজাল্ট। সাথে CPU-Z এর স্ক্রিনশট ও। এই টেস্টগুলো গিগাবাইট এর Z490 AORUS Ultra মাদারবোর্ডে 16 জিবি ZADAK-SPARK 3600MHz র‍্যামে করা হয়েছিল ও কুলিং সিস্টেম হিসেবে ব্যবহ্বত হয়েছিল  PCCooler এর  ‘GI-CX360 ARGB’ triple-fan AIO kit। টেস্টটিতে stock এর পাশাপাশি 11600KF এর 1.325V এ 4.8GHz OC করে তার পারফর্মেন্স ও উল্লেখ করা হয়েছে।

Cinebench R15, R25

উপরের গ্রাফগুলো থেকে আমরা মোটামুটি একটি ধারণা পাচ্ছি যেন 11600 এবং 11400 এর মধ্যে পারফর্মেন্স এর পার্থক্য কিরকম হতে পারে।

CPU-Z:

AIDA64

AIDA64 এর দুটি চার্ট থেকে আমরা প্রসেসর দুটির Power Consumption এবং Temperature দেখতে পাচ্ছি। 11600k ওভারক্লক ও স্টক অবস্থায় ২০৫-২১০ ওয়াট পাওয়ার Draw করেছে , তার বিপরীতে 11400F এর পাওয়ার consumtion ছিল ১৪৫ ওয়াট।

11400F এর তাপমাত্রা ছিল ৭০ ডিগ্রী। 11600k এর ক্ষেত্রে তা ছিল ১৩ ডিগ্রী বেশি।

Intel 11th Gen processor Specs: 

গত কয়েক মাস যাবত বিভিন্ন সময় বিভিন্ন সোর্সের মাধ্যমে একটি থেকে শুরু করে সম্পুর্ণ লাইনআপ এর ই স্পেসিফিকেশন লিক হয়েছে।। প্রথমের দিকে আমরা বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন মডেলের যেমন 11900k/11700/k ইত্যাদি প্রসেসর এর আংশিক স্পেকস এর লিকস পাচ্ছিলাম।। ক্রমে তা আরো স্পষ্টভাবে আরো বেশি তথ্যের সাথে মিডিয়াতে আসতে থাকে। সর্বশেষ লিক অনুসারে স্পেকস এখানে তুলে ধরা হলোঃ 

 

এই স্লাইডগুলো চাইনিজ সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম Weibo তে পোস্ট করা হয়েছে কয়েকদিন আগে। এখানে Intel Core i7 11Th Gen Specs, Intel Core i9 11th Gen Specs সম্পুর্ণটাই তুলে দেওয়া হয়েছে তবে লিস্টে i5, i3 অনুপস্থিত।

লিক এর তথ্যগুলো আগে থেকে পাওয়া leakগুলোর তথ্যের সাথে মোটামুটি মিলেই যায়।। স্লাইডগুলোর মধ্যে gaming benchmarks ও রয়েছে।

Pre-Launch Review(s):

লঞ্চের আগ দিয়ে বেশ কিছু বড় বড় রিভিউ কিন্ত ঠিকই পাবলিশ হয়ে গেছে গত দুই তিন সপ্তাহে। এগুলোর মাঝে গেমিং পারফর্মেন্স এর পাশাপাশি প্রোডাক্টিভিটির বেঞ্চমার্ক ও রয়েছে।

Intel Core i7-11700 non-K Qualification Sample tested

গত ২২শে ফেব্রুয়ারি Odd Tech Review এর Intel Core i7-11700 non-K এর টেস্টিং রেজাল্ট অনলাইনে পাবলিশ হয়। সেখানে Cinebench,CPU-Z,Blender সহ বেশ কিছু প্রোডাক্টিভিটি বেঞ্চমার্ক এবং বেশ কিছু গেমিং বেঞ্চমার্ক ছিল। চলুন সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক।

Cinebench,CPU-Z,GeekBench (Gallery-Tap to change pictures)

রেজাল্টগুলো মোটামুটি একই রকম (সাংখিক মান ভিন্ন হলেও )। CPU-Z বাদে বাদবাকি টেস্টগুলোতে আমরা Intel ইউনিট এর স্কোর Ryzen 7 5800x এর নিচেই দেখতে পাচ্ছি। বিশেষ করে Multi-core রেজাল্টে। এবং প্রতি ক্ষেত্রেই ইন্টেল প্রসেসরগুলো উল্লেখযোগ্য ব্যবধানে পিছিয়ে রয়েছে।

AIDA64 Level 1,2,3 Cache Benchmarks(gallery: tap to change pictures)

Blender এবং Handbrake performance: 

ব্লেন্ডার,হ্যান্ডব্রেকেও রেজাল্ট মোটামুটি আগের টেস্টগুলোর মতই দেখা যাচ্ছে।

3DMark TimeSpy, Night Raid

Games: Hitman 2,Horizon Zero Dawn, Shadow of The Tomb Raider- (Gallery: tap to see all pictures) 

গেমিং এও আমরা মোটামুটি আইডেন্টিকাল রেজাল্ট দেখতে পাচ্ছি ৩টি AAA গেম এ। সবার উপরে অবস্থান করছে Ryzen 7 5800X

Review By AnandTech

মোটামুটি প্রথম মেগা রিভিউ পাবলিশ করে AnandTech। ৮ টি গেম এর বেঞ্চমার্ক প্রকাশ করে তারা।

8 games Tested:(Gallery, tap to see all the pictures) 

একটি গেম বাদে বাদবাকি সবগুলোতেই 720p তে টেস্টগুলো করা হয়েছে যেটি ২০২১ সালে এসে সেরকম অর্থ বহন করে না। তারপরেও যদি আমরা রেজাল্টগুলোর দিকে লক্ষ রাখি,1080p তে টেস্ট করা F1 2020 ছাড়া বাদবাকি সবগুলো টাইটেলেই রাইজেন থেকে পিছিয়ে রয়েছে Intel Core i7 11700k

Review By HardwareLuxx:

সর্বশেষ HardwareLuxx তাদের রিভিউ পোস্ট করে কয়েকদিন আগে। সেখান থেকে আমরা 1080p তে ৪টি গেম এর পারফর্মেন্স এর গ্রাফ দেখতে পাচ্ছি।

Intel 11Th Gen Launch Date 

HardwareLuxx কে ইন্টেল মেইল করে জানায় যে Sales Embargo বলবৎ থাকবে ৩০ মার্চ পর্যন্ত। অর্থাৎ এর মানে দাড়াচ্ছে ৩০ তারিখ থেকেই কনজিউমারদের জন্য উন্মুক্ত হয়ে যাবে ইন্টেল এর 11th gen processors. সেদিন থেকেই কিনতে পারবেন কনজিউমাররা। অর্থাৎ ৩০ মার্চ লঞ্চ হতে যাচ্ছে 11th Gen Processors।

পুর্বে আমরা একাধিক পোস্টে ইন্টেলের 11th gen সংক্রান্ত লিক সমুহ,rumors, খবরাখবর কভার করেছিলাম। সেগুলো দেখে নিতে পারেন ইংরেজিতে ও বাংলাতে। 

All Of The Leaks About The Upcoming Intel 11th Generation Processors! Specs, Performance And More…

এবার CPU-Z এও Ryzen কে হারালো Intel: Latest 11th Gen Leaks

 

Share This Article

Search