দেশের বাজারে ইন্টেলের দশম জেনারেশনের প্রসেসর। পাওয়া গেলো মুল্য তালিকা !!

বেশ কিছুদিন হয়ে গিয়েছে ইন্টেলের দশম জেনারেশনের প্রসেসরগুলোর বাজারে আসা। যদিও আমাদের দেশে অপেক্ষার পালা যেন একটু দীর্ঘই ছিল। তবে অবশেষে দেশের বাজারেও চলে এসেছে ইন্টেলের দশম জেনারেশনের প্রসেসর। যারা অপেক্ষায় ছিলেন ইন্টেলের এই নতুন প্রসেসরগুলোর জন্য তাদের জন্য স্বস্তির সংবাদ। আই থ্রি এর একটি ও আই ফাইভের ৩টি , আই সেভেন এর ২টি এবং সর্বশেষ আই নাইনের একটি সহ মোট ৭টি প্রসেসর একযোগে চলে এসেছে দেশের মার্কেটে।

এক নজরেঃ

core i3 10100:

দশম জেনারেশনের সবথেকে ছোট সদস্য কোর আইথ্রি এবার এসেছে একটি ভ্যারিয়েন্টেই। IGPU সহ Core i3 10100 এর দাম রাখা হয়েছে ১২৫০০টাকা। চার কোর আট থ্রেডের এই প্রসেসরের স্পেকস ও পারফর্মেন্স সম্পর্কে বিস্তারিত জানতে পড়তে পারেন আমাদের আর্টিকেলটিঃ

core i3 10100: পারফর্মেন্স ,স্পেকস এবং অন্যন্য

Core i5 10400:

কোর আই ফাইভের দুটি ভ্যারিয়েন্ট থাকলেও আমাদের দেশে IGPU সহ ভার্সনটিই এসেছে এবং এটি কিনতে আপনাকে গুনতে হবে ১৯০০০টাকা। রাইজেন ৫ ৩৬০০ এর সমান দামে আসা প্রসেসরটির আদ্যপান্ত জানতে পারবেন আমাদের আর্টিকেলটি থেকেঃ

Core i5 10400:রাইজেন কিলার??

Core i5 10500:

কোর আই ফাইভের আরো একটি প্রসেসর 10500, যেটি 10400 এর বুস্টেড ভার্সন ও বলা যেতে পারে । এটিও চলে এসেছে এবং এটির মুল্যও 10400 থেকে সামান্য বেশি রাখা হয়েছে। ২০৫০০টাকায় পাওয়া যাবে প্রসেসরটি।

Core i5 10600:

সেরা গেমিং প্রসেসর খেতাবপ্রাপ্ত i5 10600k এর লকড ভার্সন বলা যেতে পারে core i5 10600 প্রসেসরটিকে। এটির দাম রাখা হয়েছে ২৪০০০টাকা।

Core i7 10700:

কোর আই সেভেনের 9700 এর উত্তরসূরি হিসেবে এসেছে 10700 । মোটামুটি হাই বাজেটের প্রসেসরটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে ৩৩০০০টাকা।

 

Core i7 10700k:

৪০ হাজারের কাছাকাছি বাজেটের অন্যতম সেরা প্রসেসর বলা যায় এটিকে।10700 এর আনলকড ভার্সনটি দেশে এটি এসেছে ৩৮০০০টাকায়।

Core i9 10900k:

আল্টিমেট পারফর্মেন্স বিস্ট কোর আই নাইন 10900k এর দামটাও সেরকম লেভেলেরই রাখা হয়েছে। এই দামে ছোটখাট একটি পিসিই বানিয়ে ফেলতে পারেন আপনি কেননা এটি কিনতে হলে খরচ করতে হবে ৪৯০০০টাকা।

*আপাতত বাইনারি লজিক নিয়ে এসেছে প্রসেসরগুলো, ক্রমেই অন্যন্য শপগুলোতেও চলে আসবে*

 

 

 

 

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot
monperatoto monperatoto monperatoto monperatoto