অনলাইনে গতকাল লিক হয়ে গেল ইন্টেলের আপকামিং ১০ম জেনারেশনের প্রসেসর সিরিজের সকল তথ্য। আর ইনিশিয়াল স্পেসিফিকেশন দেখে যা ধারণা করা যাচ্ছে এ এম ডিকে টক্কর দেয়ার জন্য বেশ ভালো মানের লাইন আপ নিয়েই বাজারে নামতে যাচ্ছে ইন্টেল। তবে ১০ ন্যানোমিটার আর্কিটেকচারে না গিয়ে আগের কয়েক জেনারেশনের মতই ১৪+++ ন্যানোমিটার জেনারেশনেই সীমাবদ্ধ থাকছে ইন্টেলের ১০ম জেনারেশনের সিপিউ। প্রতিটি প্রসেসরে থাকছে হাইপারথ্রেডিং, এন্ট্রি লেভেল চার কোর আট থ্রেডের i3 সিপিউ থেকে শুরু করে একেবারে ৫০০ ডলারের প্রিমিয়াম রেঞ্জে থাকছে ১০ কোর / ২০ থ্রেডের i9 সিপিউ।
এছাড়া, i7 পর্যন্ত সকল সিপিউতে আপগ্রেডেড ইন্টেল UHD 730 ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকলেও i9 এর F সিরিজের প্রসেসরের মধ্যে থাকছে না কোন ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। মেমোরি সাপোর্টেও আনা হয়েছে অনেক বড় ধরণের উন্নতি। ১০ম জেনারেশনের i3 প্রসেসর ডিফল্ট সাপোর্ট করবে ২৯৩৩ মেগাহার্টজ স্পীডের র্যাম। অপরদিকে i5 থেকে i9 পর্যন্ত সকল প্রসেসর
এছাড়া, চিরচায়িত প্রথা বজায় রেখে এই সিরিজের প্রসেসর আনা হচ্ছে সম্পূর্ণ নতুন FCLGA1159 সকেটে। অর্থাৎ নেক্সট জেন ইন্টেল সিপিউ চালানর জন্য আপনাকে নতুন জেনারেশনের মাদারবোর্ড কিনতে হবে। তবে ইন্টেলের নেক্সট জেনারেশন মাদারবোর্ড কি 400 সিরিজের হবে নাকি অন্য কিছু হবে সেই সম্পর্কে কোন খবর পাওয়া যায় নি।
ইন্টেল কমেট লেক সিপিউ স্পেসিফিকেশন
Model | Base Clock (GHz) | All Core Boost (GHz) | Sngle Core Boost (GHz) | Core / Thread Count | Intel Smart Cache | TDP (Watt) | MSRP (USD) |
i3 10100 | 3.7 | 4.2 | 4.4 | 4/8 | 7 MB | 65W | 129$ |
i3 10300 | 3.8 | 4.3 | 4.5 | 4/8 | 9 MB | 65W | 149$ |
i3 10320 | 4.0 | 4.5 | 4.7 | 4/8 | 9 MB | 95W | 159$ |
i3 10350K | 4.1 | 4.6 | 4.8 | 4/8 | 9 MB | 95W | 179$ |
i5 10400 | 3.0 | 4.2 | 4.4 | 6/12 | 12 MB | 65W | 179$ |
i5 10500 | 3.1 | 4.4 | 4.6 | 6/12 | 12 MB | 65W | 199$ |
i5 10600 | 3.2 | 4.6 | 4.8 | 6/12 | 12 MB | 65W | 229$ |
i5 10600K | 3.7 | 4.7 | 4.9 | 6/12 | 12 MB | 95W | 269$ |
i7 10700 | 3.1 | 4.6 | 4.9 | 8/16 | 16 MB | 65W | 339$ |
i7 10700K | 3.6 | 4.8 | 5.1 | 8/16 | 16 MB | 95W | 389$ |
i9 10800F | 2.7 | 4.2 | 5.0 | 10/20 | 20 MB | 65W | 409$ |
i9 10900F | 3.2 | 4.4 | 5.1 | 10/20 | 20 MB | 95W | 449$ |
i9 10900KF | 3.4 | 4.6 | 5.2 | 10/20 | 20 MB | 105W | 499$ |
সব কিছু ঠিক থাকলে এই অক্টোবরে আমরা দেখতে যেতে পারি ইন্টেলের ১০ম জেনারেশনের কমেন্ট লেক প্রসেসরের রিলিজ। বাংলাদেশে আসলে প্রসেসরগুলোর দাম কেমন হবে তা জানতে ফলো করুন পিসি বিল্ডার বাংলাদেশ ওয়েবসাইট।