আসছে GTX 1660 ti, কাস্টম কার্ডের প্যাকেজিং ও স্পেসিফিকেশন লিক

বেশ কিছুদিন আগেই বলা হয়েছিল রিলিজ হতে যাচ্ছে এনভিডিয়ার GTX সিরিজের টিউরিং আর্কিটেকচারের GTX 1660 ti এবং GTX 1660 জিপিউ। এমনকি বেশ কিছুদিন আগে লিক হয়ে যায় একটি টিজার টাইপের ছবি যেখানে জিপিউটির কথা উল্লেখ করা হয়। আজ videocardz.com হতে পাওয়া গিয়েছে GTX 1660 ti এর তিনটি কাস্টম কার্ড ভ্যারিয়ান্টের ছবি।

Galax GTX 1660 ti প্যাকেজিঙ্গের ছবি লিক

videocardz.com এর কাছে একজন রিটেইলার তাদের কাছে আসা Galax ভ্যারিয়েন্টের প্যাকেজিঙ্গের ছবি পাঠায়। সেখান থেকে দেখা যায়, অন্যান্য গেমিং ফিচার থাকলেও কোন প্রকার রে ট্রেসিং ফিচারের কথা উল্লেখ করা হয় নি। যেহেতু নামের মধ্যে RTX এর বদলে GTX রয়েছে তাই এই কার্ডে কোন প্রকার রে ট্রেসিং সুবিধা পাওয়া যাবে না। এছাড়াও প্যাকেটের মধ্যে Galax ও এনভিডিয়ার এক্সক্লুসিভ ফিচারের কথা উল্লেখ করা ছিল।

বাংলাদেশে কবে নাগাদ এই কার্ডটি আসতে পারে তা এখনো জানা যায় নি। তবে আসলে অবশ্যই আপনাদের জানানো হবে।

EVGA & Palit GPU Pictures

এছাড়াও রিলিজ করা হয়েছে PNY এবং EVGA ভ্যারিয়েন্ট জিপিউর প্যাকেজিঙ্গের ছবি। EVGA এর মডেলটি হচ্ছে EVGA GeForce GTX 1660 Ti XC এবং Palit এর মডেলটি হচ্ছে PALIT GTX 1660 Ti StormX। দুটি মডেলই হচ্ছে সিঙ্গেল ফ্যান কুলিং ডিজাইনের জিপিউ। কার্ডগুলোর সাইজ অনেকটাই ছোট। যার ফলে যে কোন চ্যাসিসেই খুব সহজে এটে যাবে জিপিউগুলো। EVGA কার্ডের স্পেসিফিকেশন জানা না গেলেও Palit কার্ডটির বেইজ ক্লক বুস্ট স্পীড হবে ১৮১৫ মেগাহার্টজ।

Leaked Specification

Model GeForce RTX 2060 FE GeForce GTX 1660 Ti 6GB
GeForce GTX 1660 6GB
GeForce GTX 1660 3GB * (TBC)
Architecture (GPU)
TU106 TU116-400 TU116-300 TU-116-300
CUDA Cores
1920 1536 * 1280 * 1280 *
Tensor Cores
240 N / A N / A N / A
RT cores
30 N / A N / A N / A
Texture Units
120 96 * 80 * 80 *
Base Clock
1365 MHz 1500 MHz 1530 MHz 1530 MHz
GPU Boost
1680 MHz 1770 MHz 1785 MHz 1785 MHz
Memory
6GB GDDR6 6GB GDDR6 6GB GDDR5 3GB GDDR5
memory
192-bit 192-bit 192-bit 192-bit
Memory Clocks
7000 MHz 6000 MHz 4000 MHz 4000 MHz
ROPs
48 ? ? ?
L2 cache
3 MB ? ? ?
PCB Number PG161 PG161 PG165 PG165
TDP
160 W ? ? ?
Transistors
10.8 billion ? ? ?
Die Size
445 mm² ? ? ?
SLI
No No No No

স্পেসিফিকেশন দেখে যতটুকু বোঝা যাচ্ছে এটির পারফর্মেন্স হতে পারে প্রায় GTX 1070 এর থেকে সামান্য বেশি। তবে পারফর্মেন্স যদি সত্যিই এমন হয়ে থাকে তাহলে এটি বাজারে থাকা বর্তমান প্রতিযোগী RX 590 জিপিউকে সহজেই হারিয়ে দিতে সক্ষম হতে পারে। মূলত আপকামিং গেমগুলো 1080p রেজোল্যুশনে আল্ট্রা সেটিংসে 60fps এ খেলার জন্যই কার্ডটিকে বানানো হয়েছে। এছাড়াও, GTX 1660 এর 6GB এবং 3GB ভার্শন আসতে পারেও বলে ধারণা করা হচ্ছে যা রিপ্লেস করবে GTX 1050 ti এবং GTX 1060 3GB কার্ডকে।

GTX 1660 ti কার্ডটি অফিসিয়ালি রিলিজ করা হবে এই মাসের ২২ তারিখ। এর সম্ভাব্য এমএসআরপি হতে পারে ২৭০ থেকে ২৮০ ইউএস ডলার। তবে বাংলাদেশে কাস্টম ভ্যারিয়েন্টের কার্ডগুলোর দাম হতে পারে ২৬ থেকে ৩০ হাজার টাকা। তবে একেবারে প্রিমিয়াম কুলিং ডিজাইনের কার্ডগুলোর দাম আরো বেশি হতে পারে।

Share This Article

Search