এপ্রিলের শেষে আসছে GTX 1650! দাম শুরু হতে পারে ১৪ হাজার টাকা থেকে

এ এম ডির নতুন জেনারেশনের অনুপস্থিতিতে এনভিডিয়া ইতিমধ্যে প্রিমিয়াম গেমিং মার্কেট থেকে শুরু করে মিড বাজেট মার্কেট নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে। ইতিমধ্যে মাত্র ২০ হাজার টাকা বাজেটে RX 590 কিলার GTX 1660 রিলিজ হয়েছে। এখন শুধু বাকি রয়েছে এন্ট্রি লেভেল মার্কেট নিজেদের কাছে টেনে নেবার। তাই যারা ১৫/১৬ হাজার টাকা বাজেটে নিজের পরবর্তী আপগ্রেড খুজছেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে আগামি মাস অর্থাৎ এপ্রিলের ২২ তারিখ আসছে এনভিডিয়ার বাজেট অরিয়েন্টেড GTX 1650 জিপিউ।

GTX 1650 Reportedly Faster Than RX 570

রিলিজ হবার আগেই ইতিমধ্যে লিক হয়েছে GTX 1650 এর বেঞ্চমারক স্কোর। সেখানে দেখা গিয়েছে এ এম ডির ভ্যালু অরিয়েন্টেড RX 570 জিপিউ থেকে খানিকটা এগিয়ে আছে জিপিউটি। তবে প্রায় RX 580 এবং GTX 1060 3GB ভার্শনের কাছাকাছি পারফর্মেন্স দিতে সক্ষম হয়েছে এই জিপিউ।

তবে বেঞ্চমারক রেজাল্ট যদি সত্যি হয় তাহলে নতুন জেনারেশনের জিপিউ রিলিজ করা হলেও হারানো মার্কেট ফিরে পেতে বেশ কষ্ট করতে হবে এ এম ডিকে।

দুটো GTX 1650 জিপিউ?

videocardz.com এর মতে এই নতুন GTX 1650 এর দুটি ভ্যারিয়েশন বের হবে। একটি নন ti ভার্শন যা প্রথমে রিলিজ করা হবে। পরবর্তীতে সর্বশেষ একটি ti ভার্শন বের করা হতে পারে। Non ti ভার্শনের MSRP 150 USD এবং ti ভার্শনের MSRP 180 USD থেকে শুরু হতে পারে। অবশ্য এটি কেবল ধারণামাত্র। জিপিউ রিলিজের সময়ই এর প্রকৃত দাম সম্পর্কে জানা যাবে।

Turing GTX GPU Specification

Model GeForce GTX 1660 Ti 6GB
GeForce GTX 1660 6GB
GeForce GTX 1650 4 GB
Architecture (GPU)
TU116-400 TU116-300 TU-117
CUDA Cores
1536 1408 896-1024~
Tensor Cores
N / A N / A N / A
RT cores
N / A N / A N / A
Texture Units
96 80 ~
Base Clock
1500 MHz 1530 MHz 1395MHz~
GPU Boost
1770 MHz 1785 MHz 1560 MHz~
Memory
6GB GDDR6 6GB GDDR5 4GB GDDR5
memory
192-bit 192-bit 128-bit
Memory Clocks
12 Gbps 8 Gbps 8 Gbps
ROPs
48 48 ~
L2 cache
1.5 MB 1.5 MB ~
PCB Number PG161 PG165 ~
TDP
120W 120W 75W
Transistors
6.6 billion 6.6 billion ~
Die Size
284m2 284m2 ~
SLI
No No No

অরিজিনাল জিপিউ রিলিজের খবর

Share This Article

Search