Search

আসছে ১৮ হাজার টাকা বাজেটের GTX 1650, থাকছে 4GB GDDR5 মেমোরি

Videocardz.com থেকে জানা গিয়েছে যে এনভিডিয়া সত্যিই লোয়ার মিড রেঞ্জের মধ্যে GTX 1650 রিলিজ করার পরিকল্পনা করছে। এখন পর্যন্ত 1660 কার্ড সম্পর্কে কোন প্রকার কনফার্মেশন পাওয়া না গেলেও GTX 1650 সম্পর্কে কনফার্ম হয়েছে videocardz.com। তবে কিছু থার্ড পার্টি লিক থেকে জানা গিয়েছে, ভবিষ্যৎ প্রতিযোগিতাকে কাউন্টার করার জন্য 1660 বাজারে আসতে পারে।

Turing GTX Is GTX 16 Series

ইতিমধ্যে আমরা GTX 1660 ti এর রিলিজ সম্পর্কে কনফার্মড হয়ে গিয়েছি। আর কিছুদিনের মধ্যেই এই জিপিউ আমরা বাজারে দেখতে যাচ্ছি। আর এখন কনফার্মেশন পাওয়া গেল GTX 1650 কার্ডের। অদুর ভবিষ্যতে হয়ত বা GTX 1660 আসবে। এনভিডিয়ার এই নেমিং স্কিম দেখে নিশ্চিত হওয়া গিয়েছে তাদের নন রে ট্রেসিং সাপোর্ট গ্রাফিক্স কার্ড অর্থাৎ Turing GTX সিরিজের কার্ডের নাম্বারিংগুলো 16 দিয়েই শুরু হবে।

GTX 1650 Estimated Specs & Price

ধারণা করা হচ্ছে এই জিপিউর প্রসেসর তৈরি করা হবে এনভিডিয়ার টিউরিং TU117 আর্কিটেকচারে। এছাড়া, এই জিপিউতে থাকছে 4GB GDDR5 মেমোরি। এটি ব্যাতিত আর কোন প্রকার তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি। তবে, ১৮০ ডলার এম এস আরপি করা এই জিপিউ বর্তমান 10 সিরিজের GTX 1050 ti কে রিপ্লেস করতে যাচ্ছে যা অনেক গেমারের কাছে ব্যাং ফর দা বাক জিপিউ হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। এটির সম্ভাব্য লঞ্চ টাইমলাইন হচ্ছে মার্চ মাসের শেষের দিকে। GTX 1650 নিয়ে সকল প্রকার তথ্যের জন্য চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Nvidia GTX 16 Series Specification

Model GeForce GTX 1650 GeForce GTX 1660 GeForce GTX 1660 Ti GeForce RTX 2060
GPU 12nm FF TU117 (TBC) 12nm FF TU116 12nm FF TU116 12nm FF TU106
CUDA Cores ?
1280
1536
1920
Memory
4GB GDDR5 (TBC)
6GB/3GB GDDR5
6GB GDDR6
6GB GDDR6
Memory Bus
128-bit (TBC)
192-bit
192-bit
192-bit
MSRP
179 USD (TBC)
229 USD (TBC)
279 USD
349 USD
Launch Date Late March (TBC) Early March (TBC) February 22nd January 7th

Subscribe to PC Builder Bangladesh YouTube Channel

Share This Article

Search