আসুস নিয়ে আসছে বিশ্বের সবথেকে হালকা বিজনেস ল্যাপটপ ExpertBook B9450

ওর্য়াক ল্যাপটপ কেনার ক্ষেত্রে বর্তমানে সবাই পাওয়ারফুল ল্যাপটপ খুঁজে থাকে। কারণ কাজের বেলায় ল্যাগ বা দেরি করাটা বেশ বিরক্তিকর। একই সাথে পাওয়ারফুল এবং ওজনে হালকা ও লং ব্যাটারি লাইফ এর সবকিছুরই একটি ওয়ার্ক ল্যাপটপে কনজিউমাররা খুঁজে থাকেন। ২০১৭ সালে আসুস বিশ্বের সবথেকে ওজনে হালকা ১৪ ইঞ্চির কর্মাশিয়াল ল্যাপটপ Asus Pro B9440 বাজারে রিলিজ করেছিলো যেটার ওজন ছিল মাত্র ১.০৫ কেজি। আর এবারের CES 2020 ইভেন্টের আসুস তার নিজেরই করা রেকর্ড ভেঙ্গে দিয়ে ExpertBook B9450 নিয়ে এলো; ল্যাপটপটি পরবর্তীতে আসুসের APAC মিডিয়া সামিটেও প্রদর্শন করা হয়। এই বিজনেস কেন্দ্রিক ল্যাপটপটির ওজন মাত্র ৮৭০ গ্রামস! মানে এক কেজির থেকেও হালকা!

তবে APAC মিডিয়া সামিটে দেখানো মডেলটির ওজন আরো কমে গিয়ে ৮৫৩ গ্রামস দেখাচ্ছিলো

প্রথমবার ExpertBook B9450 কে দেখলে আপনার অনান্য সাধারণ মর্ডান ল্যাপটপের মতোই মনে হবে; এর বিল্ড কোয়ালিটি বেশ ভালো, হাতে হোল্ড করাও সহজ এবং দেখতেও সুন্দর। কিন্তু ল্যাপটপটি হাতে উঠিয়ে নেবার পরেই আপনাকে চমকে উঠতে হবে এর অতি হালকা ওজনের জন্য। ১৪ ইঞ্চির ডিসপ্লে, ব্যাটারি সহ এই ল্যাপটপকে এত হালকা করতে এতে আসুস ব্যবহার করেছেন নতুন ম্যাগনেসিয়াম-লিথিয়াম অ্যালয়। এই নতুন Alloyকে ট্রাডিশনাল magnesium-aluminium Alloys গুলোর থেকে তুলনামূলক হালকা এবং ৩৮% বেশি শক্তিশালি বলা হচ্ছে।

আর ওজনে হালকা হলেও ল্যাপটপটি টেকসই কিনা সেটার কোনো চিন্তা নেই কারণ ডিভাইসটি ML-STD 810G স্ট্যান্ডার্ডের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। ডিভাইসটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে ১৪ ইঞ্চির FHD (1920×1080) Anti-glare ডিসপ্লে। বেজেল গুলো মর্ডান স্ট্যান্ডার্ড হিসেবে বেশ চিকন এবং তাই এতে রয়েছে 94% ‍screen-to-body রেশিও। দেখতে সুন্দর এবং ওজনে হালকা হলে ল্যাপটপটির মধ্যে রয়েছে পাওয়ারফুল লেটেস্ট 10th জেনারেশনের ইন্টেল কোর আই ৫ এবং আই ৭ প্রসেসর সিরিজ। মডেল ভেদে ১৬ গিগাবাইট পর্যন্ত র‌্যাম এবং ২ টেরাবাইট পর্যন্ত SSD আর ইন্টিগ্রেটেড Intel UHD Graphics 620 । ব্যাটারি সেকশনেও থাকছে চমক। একবার ফুল চার্জে ডিভাইসটিকে আপনি সর্বোচ্চ ২৪ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর সাথে থাকছে ফাস্ট চার্জের ফিচার। ডিভাইসটি ১ থেকে ৬০% চার্জ হতে সময় নেবে মাত্র ৪০ মিনিট।

ছবিঃ technews.tw (CES)

বিস্তারিত স্পেসিফিকেশনঃ

Operating System:
Windows 10 Pro
(ASUS recommends Windows 10 Pro)
Windows 10 Home
Processor:
Intel® Core i7-10510 processor
1.8GHz quad-core with Turbo Boost (up to 4.9GHz) and 8MB cache
Intel® Core i5-10210 processor
1.6GHz quad-core with Turbo Boost (up to 4.2GHz) and 6MB cache
Graphics:
Integrated Intel® UHD Graphics 620
Display:

14” LED-backlit, IPS Full HD (1920 x 1080), 16:9 aspect, anti-glare screen, 300nits brightness display

4mm-thin bezel with 94% screen-to-body ratio
Wide 100% sRGB color gamut (NTSC: 72%)
178° wide-view technology
Memory:
8GB / 16GB 2133MHz LDDR3 onboard (dual channel support)
Storage:

Dual M.2 NVMe PCIe® 3.0 x4
512GB / 1TB / 2TB SSD (up to dual 2TB)

Interfaces:

2 x Thunderbolt™ 3 USB-C™ (up to 40Gbps, DisplayPort and power delivery support)
1 x USB 3.1 Gen 2 Type-A
1 x HDMI
1 x RJ45 LAN via micro HDMI port
1 x Kensington® lock slot
1 x Audio combo jack

Thunderbolt™ 3 USB-C™
LAN via micro HDMI
USB 3.1 Gen 2
HDMI
Kensington® lock slot

Wi-Fi
Wi-Fi 6 (802.11ax)
Bluetooth®
Bluetooth 5.0
LAN chip onboard with fixed Mac address
Battery and Power

Up to 24 hours battery life

65W AC adapter with fast charging support
66Wh, 4-cell lithium-polymer battery
33Wh, 2-cell lithium-polymer battery
65W AC adapter
Plug Type: USB Type-C
Output: 20V DC, 3.25A, 65W
(Input: 100-240V AC, 50/60Hz universal)

Security:
Trusted Platform Module TPM 2.0 embedded security chip
Windows Hello with facial recognition software (requires IR camera)
Fingerprint sensor
Webcam shield
Kensington lock slot
ASUS Business Manager with secure drive setting and lock control to USB storage devices
Keyboard:
Full-size, backlit, spill-resistant, with 1.5mm key travel
Fingerprint sensor with Windows Hello support
TouchPad:
127 x 65mm
Glass-covered with integrated NumberPad; intelligent palm-rejection
Precision Touchpad (PTP) technology supports up to four-finger smart gestures
Keyboard
NumberPad
Fingerprint sensor
Audio:

Array microphone with Cortana and Alexa voice-recognition support

Quad 360° far-field microphones (support noise cancellation)
2 integrated stereo speakers
Certified by Harman Kardon
Camera:

720p HD camera with microphone; IR camera

Height:

1.49cm (0.59 inches)

Width:

32.0cm (12.60 inches)

Depth:

20.3cm (7.99 inches)

Weight:

0.870kg (1.92 pounds) with 33W battery
0.995kg (2.19 pounds) with 66W battery

 

Share This Article

Search