লঞ্চ হলো Core Ultra 100 “Meteor Lake” series

Core i এর পরিবর্তে নতুন Core Ultra নামকরণে প্রথম প্রসেসর সিরিজ লঞ্চ করলো ইন্টেল।Mateor Lake এর অধীনে মোবাইল প্লাটফর্মের জন্য  14th Gen Core Ultra 100 সিরিজে তারা লঞ্চ করেছে মোট ১১টি প্রসেসর। চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রসেসর গুলোর নাম,স্পেসিফিকেশন ,ফিচারস ও পারফর্মেন্স।

Intel Mateor Lake Core Ultra 100 Series Architecture

কোর আল্ট্রা সিরিজে  ইন্টেল আর্কিটেকচারগত বেশ অনেকগুলো নতুনত্ব এনেছে। প্রথমবারের মত তারা তাদের প্রসেসরে ব্যবহার করেছে TSMC এর চিপ। এছাড়া ইন্টেল নতুন একটি প্রযুক্তি ব্যবহার করেছে যেটার নাম তারা দিয়েছে Intel Foveros। এই টেকনোলোজিতে একাধিক Die উল্লম্বভাবে, একটি আরেকটার উপরে সন্নিবেশিত থাকে। বোঝার সুবিধার্থে সম্পুর্ণ প্রসেসরটিকে একটা বিল্ডিং কল্পনা করলে প্রতিটি ডাই কে এক একটা ফ্লোরের সাথে তুলনা করা যায়। এই ব্যবস্থার বেশ কিছু সুবিধাজনক দিক রয়েছে, প্রসেসরগুলোকে compact আকারে তৈরী করা সম্ভব হয়, একই জায়গার মধ্যে বেশি পরিমাণ প্রসেসিং ক্ষমতা পাওয়া সম্ভব হয়,যেটা ল্যাপটপ,ট্যাবলেট বা মোবাইলের জন্য অনেক বেশি গুরুত্বপুর্ণ ও কার্যকরী। রেডউড কোভ এর পি কোর ও ক্রেস্টমন্ট কোভ ই কোর ব্যবহার করছে প্রসেসরগুলো।

দ্বিতীয়ত, Foveros Technology এর আরেকটি সুবিধার দিক হচ্ছে এর পাওয়ার এফিশিয়েন্সি বা কর্মদক্ষতা, কম পাওয়ার ব্যবহার করে বেশি পারফর্মেন্স পাওয়া যায় এই ডিজাইনের ডিভাইসগুলোতে।  Core i7 1370P থেকে 2.5x AI processing efficiency, zoom video call এ ৩৮% কম পাওয়ার ব্যবহার করবে এই প্রসেসরগুলো।

যাই হোক, চারটি ছোট ডাই এর সাথে বড় সিপিইউ ডাই, মোট ৫টি ডাই রয়েছে ইন্টেলের এই প্রসেসরগুলোতে , প্রত্যেকটির আবার ভিন্ন ভিন্ন নাম রয়েছে। সিপিইউ ডাই হিসেবে Intel 4 আর্কিটেকচার, 3D Foveros Base die রয়েছে Intel 16 Architecuture এর ও GPU ,SoC ডাই হিসেবে TSMC N5,N6 এবং সর্বশেষ LP বা SoC Die হিসেবে ব্যবহ্বত হয়েছে TSMC N6 Die।

উল্লেখযোগ্য যত ফিচার

আরেকটি সংযোজন এর কথা না বললেই নয়, AI Processing এর জন্য রয়েছে আলাদা NPU বা Neural Processing Unit (২টি করে Gen3 NPU)। AI তে ৭০% পর্যন্ত বেশি পারফর্মেন্স পাওয়া যাবে ,এমনটাই দাবী ইণ্টেলের।  রয়েছে Thunderbolt 4, Wifi 7 এর সাপোর্ট । এই প্রসেসরগুলো ইন্টেল ৪ আর্কিটেকচারে আসা প্রথম লাইনআপ।প্রসেসরগুলোকে  Ultrathin Form factor এ রাইজেন থেকে ১১% পর্যন্ত ফাস্ট হওয়ার দাবী করছে ইন্টেল।

  • চারটি পর্যন্ত থান্ডারবোল্ট ৪ পোর্ট সাপোর্ট।
  • ডিসপ্লেপোর্ট 2.1 USB C ও HDMI 2.1
  • Bluetooth 5, ৩টি PCIe4 SSD ও ১২টি PCIe4 লেন।
  • ৮টি PCIe5 লেন ।
  • ১০টি USB2, 2টি USB3 পোর্ট।
  • DDR5 5600 MHz ও LPDDR5/5X 7467 MHz র‍্যাম সাপোর্ট।
  • GPU তে DX12 Ultimate, Advanced Media Engine ও AI Acceleration এর জন্য DP4A Engine এর সাথে XeSS ও রয়েছে।

এক নজরে সবগুলো প্রসেসর এর মডেল ও স্পেসিফিকেশনঃ

U বা পাওয়ার সেভিং ভ্যারিয়েন্ট রয়েছে ৬টি ও H বা হাই পারফর্মেন্স ভ্যারিয়েন্টের প্রসেসর রয়েছে ৫টি। লাইনআপে সর্বনিম্ন ১২ কোর ১৪ থ্রেড ও সর্বোচ্চ ১৬ কোর ২২ থ্রেডের প্রসেসর রয়েছে।আবার ১১টি প্রসেসরের মধ্যে ৫টি প্রসেসর Ultra 5 সাবফ্যামিলির অন্তর্গত, বাকি প্রসেসরগুলোর মধ্যে রয়েছে একটি Ultra 9 H ও ৫টি Ultra 7 U/H প্রসেসর।

এই লাইনআপে পি কোর ও ই কোরের পাশাপাশি প্রতিটি প্রসেসরেই আছে ২টি করে Low power core বা SoC কোর।

চলুন এক এক করে সংক্ষেপে জেনে নেওয়া যাক প্রসেসরগুলোর মডেল অনুসারে স্পেসিফিকেশনঃ

Core Ultra 5 134U

  • ১২ কোর ১৪ থ্রেড। ২টি পারফর্মেন্স কোর+৮টি এফিশিয়েন্সি কোর+SoC Cores।
  • P core boost:4.4 GHz, E core boost: 3.6 GHz
  • ১২ মেগাবাইট ক্যাশ মেমোরি।
  • 1.75 GHz এর Intel GPU Clock speed ,4x xe coress.
  • বেস পাওয়ার ৯ ওয়াট, সর্বোচ্চ টার্বো পাওয়ার ৩০ ওয়াট।

Intel Core Ultra 7 164U

  • ১২ কোর ১৪ থ্রেড। ২টি পারফর্মেন্স কোর+৮টি এফিশিয়েন্সি কোর+SoC Cores।
  • P core boost:4.8 GHz, E core boost: 3.8 GHz
  • ১২ মেগাবাইট ক্যাশ মেমোরি।
  • 1.8 GHz এর Intel GPU Clock speed ,4x xe coress.
  • বেস পাওয়ার ৯ ওয়াট, সর্বোচ্চ টার্বো পাওয়ার ৩০ ওয়াট।

Core Ultra 9 185H

  • ১৬ কোর ২২ থ্রেড। ৬টি পারফর্মেন্স কোর+৮টি এফিশিয়েন্সি কোর+SoC Cores।
  • P core boost:5.1 GHz, E core boost: 3.8 GHz
  • ২৪ মেগাবাইট ক্যাশ মেমোরি।
  • 2.35 GHz এর Intel GPU Clock speed ,8x xe coress.
  • বেস পাওয়ার ৪৫ ওয়াট, সর্বোচ্চ টার্বো পাওয়ার ১১৫ ওয়াট।

Intel Core Ultra 5 125U

  • ১২ কোর ১৪ থ্রেড। ২টি পারফর্মেন্স কোর+৮টি এফিশিয়েন্সি কোর+SoC Cores।
  • P core boost:4.3 GHz, E core boost: 3.6 GHz
  • ১২ মেগাবাইট ক্যাশ মেমোরি।
  • 1.85 GHz এর Intel GPU Clock speed ,4x xe cores.
  • বেস পাওয়ার ১৫ ওয়াট, সর্বোচ্চ টার্বো পাওয়ার ৫৭ ওয়াট।

Core Ultra 5 135U

  • ১২ কোর ১৪ থ্রেড। ২টি পারফর্মেন্স কোর+৮টি এফিশিয়েন্সি কোর+SoC Cores।
  • P core boost:4.4 GHz, E core boost: 3.6 GHz
  • ১২ মেগাবাইট ক্যাশ মেমোরি।
  • 1.9 GHz এর Intel GPU Clock speed ,4x xe cores.
  • বেস পাওয়ার ১৫ ওয়াট, সর্বোচ্চ টার্বো পাওয়ার ৫৭ ওয়াট।

Intel Core Ultra 5 155U

  • ১২ কোর ১৪ থ্রেড। ২টি পারফর্মেন্স কোর+৮টি এফিশিয়েন্সি কোর+SoC Cores।
  • P core boost:4.8 GHz, E core boost: 3.8 GHz
  • ১২ মেগাবাইট ক্যাশ মেমোরি।
  • 1.95 GHz এর Intel GPU Clock speed ,4x xe cores.
  • বেস পাওয়ার ১৫ ওয়াট, সর্বোচ্চ টার্বো পাওয়ার ৫৭ ওয়াট।

Intel Core Ultra 7 165U

  • ১২ কোর ১৪ থ্রেড। ২টি পারফর্মেন্স কোর+৮টি এফিশিয়েন্সি কোর+SoC Cores।
  • P core boost:4.9 GHz, E core boost: 3.8 GHz
  • ১২ মেগাবাইট ক্যাশ মেমোরি।
  • 2 GHz এর Intel GPU Clock speed ,4x xe cores.
  • বেস পাওয়ার ১৫ ওয়াট, সর্বোচ্চ টার্বো পাওয়ার ৫৭ ওয়াট।

Core Ultra 5 125H

  • ১৪ কোর ১৮ থ্রেড। ৪টি পারফর্মেন্স কোর+৮টি এফিশিয়েন্সি কোর+SoC Cores।
  • P core boost: 4.5 GHz,E core boost 3.6 GHz ।
  • ১৮ মেগাবাইট ক্যাশ মেমোরি।
  • 2.2 GHz GPU boost clock,7x GPU Cores।
  • ২৮ ওয়াট বেস পাওয়ার, ৬৪-১১৫ ওয়াট টার্বো পাওয়ার।

Core Ultra 5 135H

  • ১৪ কোর ১৮ থ্রেড। ৪টি পারফর্মেন্স কোর+৮টি এফিশিয়েন্সি কোর+SoC Cores।
  • P core boost: 4.6 GHz,E core boost 3.6 GHz ।
  • ১৮ মেগাবাইট ক্যাশ মেমোরি।
  • 2.2 GHz GPU boost clock,7x GPU Cores।
  • ২৮ ওয়াট বেস পাওয়ার, ৬৪-১১৫ ওয়াট টার্বো পাওয়ার।

Intel Core Ultra 7 155H

  • ১৬ কোর ২২ থ্রেড। ৬টি পারফর্মেন্স কোর+৮টি এফিশিয়েন্সি কোর+SoC Cores।
  • P core boost: 4.8 GHz,E core boost 3.8 GHz ।
  • ২৪ মেগাবাইট ক্যাশ মেমোরি।
  • 2.25 GHz GPU boost clock,8x GPU Cores।
  • ২৮ ওয়াট বেস পাওয়ার, ৬৪-১১৫ ওয়াট টার্বো পাওয়ার।

Intel Core Ultra 7 165H

  • ১৬ কোর ২২ থ্রেড। ৬টি পারফর্মেন্স কোর+৮টি এফিশিয়েন্সি কোর+SoC Cores।
  • P core boost: 5.0 GHz,E core boost 3.8 GHz ।
  • ২৪ মেগাবাইট ক্যাশ মেমোরি।
  • 2.3 GHz GPU boost clock,8x GPU Cores।
  • ২৮ ওয়াট বেস পাওয়ার, ৬৪-১১৫ ওয়াট টার্বো পাওয়ার।

পারফর্মেন্সঃ 

AI,GPU ও CPU ৩টি সেকশনেই বেশ অনেকগুলো পারফর্মেন্স স্লাইড প্রদর্শন করেছে ইন্টেল।সিঙ্গেল থ্রেডে একই পরিমাণ পাওয়ারে  AMD 7840U থেকে Ultra 5 165H ১২% ব্যবধানে এগিয়ে রয়েছে। মাল্টিকোর বা মাল্টিথ্রেডে এই ব্যবধান ১১%। একই সাথে i7 1370P থেকে প্রসেসরটির পারফর্মেন্স এর পার্থক্য ৯% ।

ইন্টেলের স্লাইড অনুসারে নতুন এই প্রসেসরগুলো Procyon,Premiere Pro  ও Lightroom এর মত প্রোডাক্টিভ এপ্লিকেশনগুলোতেও AMD প্রসেসর থেকে বেশ ভালো ব্যবধানে এগিয়ে থাকবে।

২৮ ওয়াটে গেমিং এ 13th Gen Intel core i7  প্রসেসর থেকে সর্বনিম্ন ৯% থেকে সর্বোচ্চ ১০০% এর পারফর্মেন্স এর পার্থক্য গড়ে তুলতে পেরেছে এই নতুন প্রসেসর। গড়ে AMD 7840U এর সাথে Ultra 7 155H একই অবস্থানে আছে কিন্ত Ultra 7 165H অবশ্য ৫% ব্যবধানে এগিয়ে রয়েছে। Raw performance এর পাশাপাশি XeSS Upscaling এর কার্যক্ষমতা ও দেখিয়েছে ইন্টেল।

 

এছাড়াও AI Engine এ তাদের প্রসেসর কিরকম কাজ করতে পারে তার বেশ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছে ইন্টেল।

Share This Article

Search