Core i5 12400: 5600X থেকে বেটার পারফর্মেন্স?

ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে ইন্টেলের 12 Th gen এর ছয়টি প্রসেসর। তবে গত ৪ই নভেম্বর লঞ্চ হওয়া প্রতিটি প্রসেসরই ছিল মিড/হাই-ফ্লাগশিপ রেঞ্জের ও আনলকড। 12th gen এর বেঞ্চমার্ক থেকেও আমরা এরই মধ্যে ধারণা পেয়ে গিয়েছি ।সিঙ্গেল থ্রেডেড ওয়ার্কলোড থেকে শুরু করে মাল্টিকোর dependent tasks কিংবা গেমিং, সবক্ষেত্রেই রাইজেন প্রসেসরগুলোকে এক প্রকার উড়িয়ে দিয়েছিল Intel 12th gen desktop processors লাইনআপ। ইন্টেলের সম্পুর্ণ লাইনআপ এর এখনো অনেকগুলো প্রসেসরই লঞ্চ হওয়া এখনো বাকি। সেগুলো সম্পর্কেও তথ্য পাওয়া যাচ্ছে অহরহ। এই unreleased processors গুলোর মধ্যে যেমন সবথেকে জনপ্রিয় SKU Core i5 12400 নিয়ে মিলেছে তথ্য।। লিক হয়েছে বেশ কয়েকটি বেঞ্চমার্কস। এর সাথে কানাডায় লিস্টেড হওয়া i5 12400 এর দাম ও জানা গিয়েছে।

 

5600X এর অর্ধেক দামে পাওয়া যাবে 5600x এর সমান বা বেটার পারফর্মেন্স?

শুনতে অনেকটা অবাস্তব লাগতে পারে তবে 12900k,12700k বা বিশেষ করে 12600k এর বেঞ্চমার্ক দেখলে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না যে এবারের 6 cores এর locked core i5 ও অনেক বেশি শক্তিশালী হবে।

অন্তত লিক হওয়া বেঞ্চমার্ক দেখে আশায় কিছুটা বুক বাধা যেতেই পারে। Comptoir Hardware এর প্রকাশ করা বেঞ্চমার্ক গুলো নিচে দেওয়া হলোঃ (এই টেস্টটিতে DDR5 র‍্যাম ব্যবহার করা হয়েছিল)।

সিনেবেঞ্চের multi thread ওয়ার্কলোডে 11546 স্কোর করেছে যা 11600k থেকে সামান্য বেশি ও 11400 থেকে প্রায় ২০০০ বেশি।। এবং একই সাথে Ryzen 5 5600x থেকেও সামান্য বেশি।

তবে পারফর্মেন্স এর মুল বুস্টটা মুলত সিঙ্গেল কোর টেস্টে দেখা যাচ্ছে।। ১৭২১ স্কোর করে লিস্টের বড় বড় অনেক প্রসেসরকেই পেছনে ফেলেছে core i5 12400।। Core i9 11900k থেকে শুরু করে রাইজেনের 5900x,5950x,5800x ইত্যাদি প্রসেসর কে পেছনে ফেলেছে এই মিডরেঞ্জের প্রসেসরটি।।

তবে কিছু ক্ষেত্রে এই টেস্টটি ফেক মনে হতে পারে কারণ বেশ কিছু অসঙ্গতি চোখে পড়ছে এই স্ক্রিনশটে, যেমন core i5 11400 ও core i9 11900k এর স্কোর প্রায় সমান।

এবার একটু CPU-Z এর স্কোরগুলোর দিকেও চোখ ফেরানো যাক। মাল্টিকোরে স্কোর Ryzen 5 5600x এর প্রায় সমান ও সিঙ্গেল কোরে Core i9 11900k,10900k ও Ryzen 5000 সিরিজের সবগুলো প্রসেসরকেই পেছনে ফেলছে core i5 12400.

Gaming and power consumption:

গেমিং এ ১২টি গেমের এভারেজ স্কোর ও দেওয়া হয়েছে এই লিকে। এখানেও বাজিমাত করতে দেখা যাচ্ছে core i5 12400 কে। core i9 10900k,11900k,11600k থেকে বেটার ও Ryzen 5800x এর কাছাকাছি এফপিএস দিচ্ছে এই ছয় কোরের বাজেট প্রসেসর। যদিও ১২টি গেম এর নাম ,রেজুলুশন কিছু বোঝা যাচ্ছে না এই বেঞ্চমার্ক থেকে।

তার নিচের স্ক্রিনশটে রয়েছে পাওয়ার ড্র এর বিবরণ ও।

কানাডাতে ইতিমধ্যে লিস্টেড হয়ে গিয়েছে Core i5 12400:

12400 সহ অন্যন্য upcoming প্রসেসর গুলোও লিস্টেড হয়ে গিয়েছে কানাডাতে। এখান থেকে দাম সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেতে পারি।

12400f এর দাম এখানে লেখা রয়েছে ২৪৯ কানাডিয়ান ডলার ,আমেরিকান ডলার হিসেবে যার মান ২০০ ডলার।

আই ফাইভের গ্রাফিক্স সহ ভার্সনটির দাম দেখা যাচ্ছে ৩০ ডলার বেশি। এ ছাড়া core i3 12100f এর দাম ১১৮ ডলার।

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot