দেশের বাজারে বাজেট বিল্ডের জন্য core i3 10100 অনেক দিন আগেই এসেছে।। এবার চলে আসলো প্রসেসরটির f ভ্যারিয়েন্ট বা IGPU ছাড়া Core i3 10100f ভ্যারিয়েন্টটি। অপেক্ষাকৃত কম মুল্য হওয়ায় বাজেট বিল্ডারদের জন্য এটি আশির্বাদ হিসেবেই এসেছে।
বাজারে 10th gen এর i3 এসেছে বেশ অনেক মাস আগে। কিন্ত প্রসেসরটির মাত্র একটি ভ্যারিয়েন্টই এসেছিল।গ্রাফিক্স সহ ভ্যারিয়েন্টটি। এটির দাম ছিল পুর্বের core i3 হতে বেশ অনেকটাই বেশি।বর্তমানে ১০৬০০ টাকা এবং বেশ কিছু সময় তা ১১ হাজারের ও বেশি দামে পাওয়া যাচ্ছিল।
বাজেট বিল্ডারদের মধ্যে বেশিরভাগেরই বাজেট থাকে অনেক টাইট,৫০০/১০০০ /১৫০০টাকা বাচাতে পারলেও তাদের জন্য সেটা অনেক গুরুত্বপুর্ণ। আবার আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পিসিতে আলাদা গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিতে চান এন্ট্রি লেভেলের,সেক্ষেত্রেও তাদের জন্য IGPU এর জন্য ২/৩ হাজার টাকার দামের ব্যবধানটা অতিরিক্ত খরচ ছাড়া আর কিছুই নয়। এতদিন IGPU ছাড়া ভার্সনটি না থাকায় অনেকেই core i3 10100 বাজেট সমস্যার কারণে নিতে চাচ্ছিলেন না। এবার তাদের জন্য বাজারে অবশেষে চলে এসেছে Core i3 10100f ।
specs:
এটির স্পেসিফিকেশন হুবহ 10100 এর মতই। চারটি কোর, আটটি থ্রেড , ক্লক স্পিড 3.6Ghz থেকে 4.3Ghz পর্যন্ত TDP মাত্র ৬৫ ওয়াট। ডুয়াল চ্যানেলে 2666 বাসের সর্বোচ্চ ১২৮ জিবি পর্যন্ত র্যাম চালানো যাবে।
এর সকেট FCLGA1200, অর্থাৎ 10th Gen এর 460,410,490 চিপসেটে চালানো যাবে। তবে অধিকাংশ ইউজারই 410 চিপসেটের দিকেই ঝুকবেন কারণ এটি বাজেট ফ্রেন্ডলি।
পুর্ববর্তী জেনারেশনের core i3 9100f ও ছিল বাজেট বিল্ডারদের মধ্যে তুমুল জনপ্রিয়। এক নজরে দেখে নেওয়া যাক দুটি প্রসেসরের মধ্যে স্পেসিফিকেশন এ কি কি পার্থক্য রয়েছে।
features | 9100f | 10100f |
base clock | 3.6 Ghz | 3.6 Ghz |
boost clock | 4.2 Ghz | 4.3 Ghz |
cores/threads | 4/4 | 4/8 |
TDP | 65 W | 65 W |
Memory | 2400 Mhz DDR4 64gb max |
2666 Mhz DDR4 128gb max |
socket | FCLGA1151 | FCLGA1200 |
lithography | 14nm | 14nm |
price | 110$(Amazon, Newegg) |
100$ (Newegg) |
দেখা যাচ্ছে যে বর্তমানে 9100f এর মুল্য ১০ ডলার বেশি , আর স্পেকস এর দিকে তাকালে দেখা যাচ্ছে যে র্যাম স্পিড ও ক্যাপাসিটির পার্থক্য এর সাথে সবথেকে বড় পার্থক্য হলো এবারের i3 প্রসেসরটিতে রয়েছে Hyperthreading এর সুবিধা।
দেশের বাজারে মুল্যঃ
বর্তমানে এই প্রসেসরটি পাওয়া যাচ্ছে মাত্র 8000 টাকায়।