Search

এক নজরে Computex 2021 এর মেজর Announcements

শুরু হয়ে গিয়েছে এবারের Computex। করোনাভাইরাস এর প্রকোপের কারণে এবারের কম্পিউটেক্স ও অনুষ্ঠিত হচ্ছে ভার্চুয়ালি। ইতিমধ্যেই NVIDIA ও AMD তাদের Keynote ডেলিভার করেছে। AMD এর পক্ষ থেকে থাকছে DLSS এর মত প্রযুক্তি এর Demonstration,V-Cache technology, ডেস্কটপ মার্কেটে  Ryzen 5 5600G, Ryzen 7 5700G এর এনাউন্সমেন্ট,ল্যাপটপ এর জন্য 6000M সিরিজের GPU,  NVIDIA লঞ্চ করেছে  RTX 3080 Ti,RTX 3070 Ti ।

AMD আনলো নিজেদের “DLSS” FidelityFX Super Resolution:জেনে নিন বিস্তারিতঃ

বিশ্বের অন্যতম শীর্ষ টেক সম্মেলনে নজর কেড়েছে AMD। এনভিডিয়ার DLSS তাদের RTX সিরিজের গ্রাফিক্স কার্ডগুলোকে অপ্রতিরোধ করে তুলেছিল। cost free performance boost এর সাথে Hardware based Ray Tracing সাপোর্ট বাজারে তাই এনভিডিয়াকে অনেকটাই এগিয়ে রেখেছিল।

AMD এর পক্ষ থেকে তাই অনেকদিন আগে থেকেই প্রতিশ্রতি ও হিন্ট আমরা পেয়েছিলাম যে এরকম কিছু একটার উপরে তারা কাজ করছে। অবশেষে AMD সামনে আনলো FidelityFX Super Resolution। মোটা দাগে এর কাজ বা উপকারিতার সাথে এনভিডিয়ার DLSS এর মিল থাকলেও প্রকৃতপক্ষে বেশ পার্থক্য রয়েছে।

একই রেজুলুশনে সামান্য কোয়ালিটির বিনিময়ে একটি উল্লেখযোগ্য পরিমাণ পারফর্মেন্স বুস্ট, এটি হচ্ছে এক কথায় সারমর্ম। কিন্ত এনভিডিয়ার DLSS এর কাজ করার Technique, Ability, FidelityFX থেকে ভিন্ন, এনভিডিয়ার DLSS কাজ করে তাদের নির্দিষ্ট কিছু গ্রাফিক্স কার্ড এর মধ্যে থাকা ডেডিকেটেড Tensor Cores এ। লোয়ার রেন্ডার রেজুলুশন থেকে হায়ার আউটপুট রেজুলুশনে আপস্কেল করাই হবে FidelityFX এর কাজ।

সেখানে এএমডি এর এই ফিডেলিটিএফএস সুপার রেজুলুশন মুলত সফটওয়্যার নির্ভর। সেজন্যই এএমডি আমাদের দিচ্ছে সুখবর, কেননা শুধুই AMD এর গ্রাফিক্স কার্ডে নয়, এই বিশেষ প্রযুক্তি কাজ করবে এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডেও। শুধুই RX 6000 সিরিজ নয়, এএমডির ঘোষণা অনুসারে এটি সাপোর্ট করবে RX 5000 সিরিজ এমনকি পুরাতন RX 500 সিরিজেও। শুধু তাই নয়, RX Vega GPU তেও কাজ করবে এটি। অর্থাৎ যারা Ryzen এর APU গুলো ব্যবহার করেন তারাও সুযোগ পাবেন এই প্রযুক্তি ব্যবহারের।

এনভিডিয়ার GTX 1060 দিয়ে এই প্রযুক্তিটি Demonstrate করেছে AMD। অর্থাৎ প্যাসকেল সিরিজের GPU ও সাপোর্ট করবে FidelityFX। এএমডির OpenGPU প্রোজেক্টের আওতাভুক্ত হওয়ায় এই প্রযুক্তি সমর্থন করবে ১০০টির ও বেশি গ্রাফিক্স কার্ড ও CPU .১০টির ও বেশি গেম ডেভেলপিং ইঞ্জিনে সাপোর্ট ,চারটি কোয়ালিটি সেটিংস এ এএমডির মতে গড়ে 4k তে 2x বেটার পারফর্মেন্স পাওয়া যাবে এই প্রযুক্তি ব্যবহার করে।

আপাতত এই প্রযুক্তির আদ্যপান্ত সম্পর্কে সেরকম কিছু জানা যায়নি, AMD একটি লঞ্চ ডেট দিয়েছে ও তাদের কনফারেন্সে বেশ কিছু স্ক্রিনশট দেখিয়েছে side by side quality comparison এর সাথে পারফর্মেন্স এর।

কাস্টম পিসি বিল্ডারদের জন্য আসছে Ryzen 5 5600G এবং Ryzen 7 5700G

একই সাথে AMD এনাউন্স করেছে DIY পিসি মার্কেটের জন্য APU; Ryzen 5 5600G, Ryzen 7 5700G। মিডরেঞ্জ বিল্ডারদের জন্য 260 ডলারের Ryzen 5 APU টিতে থাকছে ৬টি কোর ১২ টি থ্রেড, 3.9 Ghz থেকে 4.4 Ghz পর্যন্ত ক্লক স্পিড, 16 মেগাবাইট এর L3 Cache, ৭টি Execution Units  বা Computing Units (1.9 Ghz GPU Clock)।

হাই বাজেট বিল্ডারদের জন্য লঞ্চ হওয়া Ryzen 7 5700G তে থাকছে 2.0 Ghz এর ৮টি Computing units, ৮টি কোর ও ১৬টি থ্রেডের এই APU তেও ১৬ মেগাবাইট L3 Cache ও 4.6 Ghz পর্যন্ত বুস্ট ক্লক স্পিড পাওয়া যাবে।

দূটি APU এর TDPই ৬৫ওয়াট। Ryzen 5 5600G এর দাম ২৬০ ডলার ও Ryzen 7 5700G এর দাম ৩৬০ ডলার। উভয় APU কেই বাজারে পাওয়া যাবে আগস্টের ৫ তারিখ থেকে।

Announced  হয়েছে ল্যাপটপ মার্কেটের জন্য Mobile GPU সিরিজ ওঃ 

অবশেষে ল্যাপটপ মার্কেটেও এএমডি এনাউন্স করলো RX 6800M,RX 6700M ও RX 6600M GPU। 4K,1440P ও আল্টিমেট 1080p গেমিং কে টার্গেট করে বাজারে লঞ্চ হবে এই ৩টি GPU সম্বলিত ল্যাপটপ। এর মধ্যে 6600M, 6800M সম্বলিত ল্যাপটপগুলো ইতিমধ্যেই বাজারে লঞ্চ হয়েছে ও 6700M এর মডেলগুলো Coming Soon।

এর মধ্যে সবথেকে হায়ার ভ্যারিয়েন্ট 6800M এর মেমোরি ১২ গিগাবাইট, ৯৬ মেগাবাইট এর Infinity Cache এর সাথে ৪০টি Computing Units ও 2.3 Ghz এর Game Clock Speed। সবথেকে ছোট সদস্য 6600M এর Computing Units 28টি, ৮ গিগাবাইট মেমোরি ও ৩২ মেগাবাইট L3 Cache এর সাথে ক্লক স্পিড 2.2 Ghz এর কাছাকাছি।

ঠিক এই দুটি ভ্যারিয়েন্টের মাঝামাঝি অবস্থানে রয়েছে RX 6700M, ৩৬টি CU,80 MB Cache ও ১০ গিগাবাইট মেমোরি। এই হচ্ছে সারাংশ। পারফর্মেন্স এর কিছু গ্রাফি AMD আমাদের দেখিয়েছে সেখান থেকে মনে হচ্ছে 6800M, RTX 3080 ও 6600M RTX 3060 এর সাথে Compete করবে।

AMD এর 3D V-Cache Technology 

Computex এ প্রোডাক্ট লঞ্চ ও FidelityFX এর পাশাপাশে AMD আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে আরেকটি বিশেষ প্রযুক্তির। একটি প্রোটোটাইপ Ryzen 9 5900x এর সাথে একটি DRAM Stack যুক্ত করে এর পারফর্মেন্স ডেমো দেখানো হয়, মুলত অতিরিক্ত ৬৪ মেগাবাইট ক্যাশ মেমোরি এর সুবিধা পাওয়া যাবে এই DRAM টির মাধ্যমে। ৫টি গেমের পারফর্মেন্স গ্রাফে AMD এর মতে গড়ে ১৫% বেশি পারফর্মেন্স পাওয়া সম্ভব হয়েছে এটির মাধ্যমে।

NVIDIA লঞ্চ করলো RTX 3080 Ti ও RTX 3070 Ti 

RTX 30 সিরিজে আরো দুটি গ্রাফিক্স কার্ড যুক্ত করলো NVIDIA। তারা লঞ্চ করেছে RTX 3080 Ti ও RTX 3070 Ti। 3080 Ti এর MSRP ধরা হয়েছে 1200 USD ও RTX 3070 Ti এর দাম ধরা হয়েছে ৬০০ ডলার।দুটি GPU ই জুনের ৩ তারিখ থেকে বাজারে পাওয়া যাবে।

RTX 3080 Ti এ রয়েছে 34 Shader-TFLOPS, 67 RT-TFLOPS, 273 Tensor TFLOPS ও ১২ গিগাবাইট GDDR6X মেমোরি। ৮ গিগাবাইট এর GDDR6X মেমোরির RTX 3070 Ti এ ২২ Shader, 42 RT, 174 Tensor TFLOPS রয়েছে।

একই সাথে Colorful,ASUS, MSI তাদের RTX 3080 TI,3070 Ti এর কাস্টম SKU গুলো ও লঞ্চ করেছেঃ 

এনভিডিয়ার সাথে সাথে বোর্ড পার্টনারগুলো ও কিন্ত দেরি করেনি, ইতিমধ্যেই MSI, Colorful,ASUS কিন্ত তাদের নিজ নিজ RTX 3070 TI, 3080 TI এর শো অফ করে ফেলেছে।

আসুস লঞ্চ করেছে ROG STRIX LC,ROG STRIX,TUF Gaming সহ বেশ কয়েকটি মডেলের RTX 3080 Ti ও RTX 3070Ti

গ্যালারি(ডানে বামে সুইপ করুন) 

 

কালারফুল লঞ্চ করেছে তাদের iGame series এর Advanced OC V, NB-V,Vulcan OC-V মডেলগুলো। (গ্যালারিঃডানে বামে সুইপ করুন ) 

 

MSI লঞ্চ করেছে RTX 3080 TI এর SUPRIM X,SUPRIM, Gaming X TRIO, Gaming Trio ও RTX 3070 TI এর SUPRIM X,SUPRIM, Gaming X TRIO, Gaming Trio মডেলগুলো।

Gallery MSI RTX 3070ti/3080ti cards(ফেসবুক ব্রাউজারে ডানে বামে সুইপ করুন ছবি চেঞ্জ করতে) 

Inno3D লঞ্চ করলো Frostbite ,Ichill X4, Ichill X3 মডেলের RTX 3080 TI, 3070 TI কার্ড

 

 

Share This Article

Search