Search

RTX 3050 6GB আসছে ২৪ এর শুরুতে?

শোনা যাচ্ছে যে দেরিতে হলেও RTX 3050 8GB কে টক্কর দিতে বাজারে আসবে Intel Arc A580 8GB। একই সময়ে এরকম খবর ও শোনা যাচ্ছে যে এনভিডিয়া তাদের RTX 3050 এর আরো একটি cheap version, RTX 3050 6GB আনতে যাচ্ছে।

 

6GB মেমোরির সাথে Lower Spec এর RTX 3050 আসতে যাচ্ছে

Wccftech এর দাবী অনুসারে এনভিডিয়া নতুন যে RTX 3050 এর নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করতে পারে তাতে থাকবে ৬ গিগাবাইট ভির‍্যাম। WCCFTECH প্রায় সবগুলো স্পেসিফিকেশনই উল্লেখ করেছে তাদের নিউজে, তবে এগুলোর কোনোটাই শতভাগ নিশ্চিত নয়।  স্পেসিফিকেশন গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-

  • RTX 3050 8GB এ ব্যবহ্বত GPU এর পরিবর্তে অন্য GPU ব্যবহার করা হবে এখানে । 3050 8GB এর Ampere GA106-150 এর পরিবর্তে থাকতে পারে GA106-325 ভ্যারিয়েন্ট এর GPU ।
  • RTX 3060, 3050 8GB এর 276mm2 ডাই এর পরিবর্তে এটার Die size হবে 200mm2।
  • অবধারিতভাবেই ট্রাঞ্জিস্টর সংখ্যা ও থাকবে 3050 8GB থেকে ৩০-৩৫% কম। 13.2 Billion reduced to 8.7 Billion।
  • মেমোরি ইন্টারফেসেও কিছুটা অবনতি দেখা যাবে, ১২৮ বিটের পরিবর্তে ৯৬ বিটের মেমোরি বাস ফিচার করবে 6GB RTX 3050।
  • ১৭৭৭  মেগাহার্জ বুস্ট ক্লকের স্থলে ১৪৭০ মেগাহার্জ পর্যন্ত স্পিড achieve করতে পারবে এটা।
  • ২৫% কমানো হতে পারে Memory Bandwidh, 224GBps এর স্থলে 168GBps।
  • প্রত্যাশিতভাবেই এই GPU টির TDP ও হবে বেশ কম। মাত্র ৭০ ওয়াট TDP হতে পারে RTX 3050 6G এর।
  • সম্ভাব্য রিলিজ ডেট ২০২৪।

দাম সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে ২৫০ ডলারে লঞ্চ হওয়া RTX 3050 এর দাম Amazon বা অন্যান্য অনলাইন শপ গুলোতে ২১৫-২২০ ডলারের আশেপাশে। সেক্ষেত্রে এই নতুন ভ্যারিয়েন্টটির দাম সব কিছু বিবেচনায় ১৫০-১৬০ ডলারের বেশি হওয়া উচিত নয়। আর পারফর্মেন্স কেমন হবে তা সম্পর্কেও এখনো কোনো ধারণা পাওয়া যায়নি, তবে RTX 3050 8G এর পারফর্মেন্স GTX 1660 Ti এর কাছাকাছি ছিল। সেক্ষেত্রে RTX 3050 6G যদি ১৫০-১৬০ ডলারের আশেপাশে GTX 1660 Super এর মত পারফর্মেন্স দিতে পারে, তাহলে অনেক দিন পর বাজেট বিল্ডাররা বেশ ভালো একটা গ্রাফিক্স কার্ডের আশা করলেও করতে পারে।

 আসছে Arc A580

এনাউন্সমেন্ট,রিভিল এর প্রায় দেড় বছর হয়ে গেছে, ২০২৩ সাল প্রায় শেষ হওয়ার পথে কিন্ত এখনো দেখা মিলেনি Intel Arc A580 8GB এর। এটার স্পেসিফিকেশন আমরা সবাই জানি, কিন্ত অফিশিয়ালি Intel বা অন্য কোনো AIB পার্টনার কোনো ধরনের announcement, teaser,reveal কিছুই করেনি এটার। তবে গেলো এক দুই সপ্তাহ যাবত কিছু খবর নতুন করে আসছে Arc A580 কে নিয়ে।

Geizhals ওয়েবসাইটে লিস্টেড হয়েছে Asrock এর Arc A580 এর Challenger OC মডেলটি। একটি HDMI ও 3টি DP রয়েছে এটায়। একই সাথে momomo_us নামের একজন Tipstar,Insider এর টুইটে দেখা মিলেছে Sparkle এর Arc A580 এর ছবি। এটা একটি 256bit-2.0 Ghz কার্ড ।

একই Leaker এর দাবি, Arc A580 এর পারফর্মেন্স ও প্রাইসিং হবে RTX 3050 ও Radeon RX 6600 কে লক্ষ করে। যেহেতু এদিকে অনলাইন স্টোর গুলোতে ২১৫-২২০ ডলারের আশেপাশেই বিক্রি হচ্ছে Arc A750 ও বিভিন্ন সময় স্বল্প সময়ের সেল এ তা ২০০ ডলারেও নেমে যায়, এটা বিবেচনায় বাজারে আধিপত্য বিস্তার করতে হলে ইন্টেলের A580 এর দাম ১৭০-১৮০ ডলারের বেশি হওয়া উচিত নয়। এরকম সম্ভাবনা ও উড়িয়ে দেওয়া যায় না যে ২০০ ডলারে লঞ্চ করার পর পরবর্তীতে দাম কমিয়ে দেওয়া হবে।

source:wccftech, momomo_us, geizhals

 

Share This Article

Search