bKash হচ্ছে বাংলাদেশের মোবাইল ফ্যাইন্যান্সিয়াল সার্ভিস ডোমেইনে বহুল ব্যবহৃত একটি সার্ভিস। সম্প্রতি তাঁরা তাঁদের সেন্ড মানি চার্জে বিশাল পরিবর্তন নিয়ে আসে। যেখানে ৫টি প্রিয় নাম্বার বাদে অন্য নাম্বারে যেকোনো এমাউন্টের টাকা সেন্ড করতে সর্বনিম্ম ৫ টাকা চার্জ ধরা হয়েছিল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পরে কিছুটা পিছু হটে বিকাশ। তারপর তাঁরা সিদ্ধান্ত নেয় ১০০ টাকা পর্যন্ত সেন্ড মানিতে তাঁরা চার্জ ফ্রি করে দেয়। এই দুইটি নিউজের আমরা আমাদের ওয়েব সাইটে বিস্তারিত তুলে ধরেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে bKash আবারও তাঁদের সেন্ড মানি ট্যারিফে কিছুটা পরিবর্তন এনেছে। তাই এই বিষয়টিরও বিস্তারিত তুলে ধরতে আরো একটি আর্টিকেল নিয়ে হাজির পিসি বিল্ডার বাংলাদেশ-
আমরা জানি যে, bKash এ প্রতিমাসে ২ লাখ টাকা সেন্ড মানি করা যায় সর্বোচ্চ ১০০টি ট্রান্সজেকশানে। প্রথমে দেখে নেওয়া যাক, ৫টি প্রিয় নাম্বারের ক্ষেত্রে কি হারে চার্জ প্রযোজ্য হবে-
অর্থাৎ প্রতি মাসে
১। মোট ০-২৫,০০০ টাকা পর্যন্ত ফ্রি
২। মোট ২৫,০০১-৫o,০০০ টাকা পর্যন্ত ৫ টাকা
৩। মোট ৫০,০০০ টাকার বেশি হলে ১০ টাকা
অর্থাৎ প্রিয় নাম্বারের ক্ষেত্রে সেন্ড মানি চার্জে কোনো পরিবর্তন আসে নি। অন্যদিকে নন-প্রিয় নাম্বারের ক্ষেত্রে দেখে নেওয়া যাক চার্জ প্রযোজ্য হবে-
প্রতি মাসে
১। মোট ০-১০০ টাকা পর্যন্ত ফ্রি
২। মোট ১০১-২৫,০০০ টাকা পর্যন্ত ৫ টাকা
৩। মোট ২৫,০০০ টাকার বেশি হলে ১০ টাকা
মূলত এইখানেই চার্জ বাড়ানো হয়েছে। আগে মোট ৫০,০০০ টাকার হলে বেশি হলে ১০ টাকা চার্জ করা হত কিন্তু এখন থেকে একমাসে যদি মোট ২৫,০০০ টাকা বেশি সেন্ড মানি করা হয়ে যায় সেক্ষেত্রে থেকে প্রতিবার সেন্ডি মানিতে ৫ টাকার পরিবর্তে দ্বিগুন অর্থাৎ ১০ টাকা চার্জ করা হবে। উপরের বর্ণিত চার্জ bKash অ্যাপ ও USSD ব্যবহারকারি উভয়ের জন্য একই।
এই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে bKash এর হেড অফ পাবলিক রিলেশনস, শামসুদ্দিন হায়দার ডালিম জানিয়েছেন, ব্যবসায় খরচ বৃদ্ধি পাওয়াতে তাঁদের চার্জ বাড়াতে হয়েছে। যারা বড় ট্রানজেকশন করে তাঁরা এটা এফোর্ড করতে পারবে। ৯০% কাস্টমাররা মাসে ৩-৪টি নাম্বারেই ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেন করে থাকে। সেইক্ষেত্রে ৫টি প্রিয় নাম্বারের এমনতেই ফ্রি করা দেওয়াই আছে।(via: TBSNEWS)
অন্যদিকে, বর্তমানে bKash এর অন্যতম প্রতিদ্বন্দ্বী Nagad এ যদি আমরা সেন্ড মানির চার্জ এর লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে তাঁদের অ্যাপের মাধ্যমে সেন্ড মানি করতে কোনো চার্জ লাগে না যেকোনো এমাউন্টের জন্য। অন্যদিকে USSD এর মাধ্যমে ট্রানজেকশানে প্রতিবার ৫টাকা চার্জ করা হবে।