বিসিএস কম্পিউটার সিটি বৈশাখী উৎসব ১৪২৫

গত ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত বিসিএস কম্পিউটার সিটিতে (IDB ভবন) অনুষ্ঠিত হয়ে গেল বর্ষবরণ উৎসব ১৪২৫। বিসিএস কম্পিউটার সিটির নিচতলায় সুসজ্জিত ভাবে এই উৎসবে অংশগ্রহণ করেছিল বিভিন্ন কম্পিউটার ব্র্যান্ড। এখানে তারা মাদারবোর্ড, ল্যাপটপসহ বিভিন্ন ধরণের কম্পিউটার হার্ডওয়্যার প্রদর্শন করেছে।

এখানে উল্লেখ্য বিষয় এম এস আই গত দুই সপ্তাহ আগে ইন্টেলের ৮ম জেন প্রসেসরের নতুন মাদারবোর্ড ও দুটি ল্যাপটপ লঞ্চ করলেও এই উৎসবে তারা আরো দুটি নতুন মডেলের মাদারবোর্ড লঞ্চ করেছে।

এম এস আই ছাড়াও অন্যান্য ব্র্যান্ড তাদের বিভিন্ন ধরণের নতুন হার্ডওয়্যার প্রদর্শন করছে। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের পক্ষ থেকে বৈশাখী উৎসব চলাকালীন সময়ে বিভিন্ন ধরণের অফার প্রদান করা হয়েছে। অফারগুলো আরো কিছুদিন থাকবে!

আরো একটি উল্লেখ্য বিষয় আসুস বাংলাদেশ এখনো অফিসিয়ালি তাদের নতুন মাদারবোর্ড লঞ্চ না করলেও সেগুলোর দাম ইতিমধ্যে এনাউন্স করেছে। আমরা আশা করছি আগামি কিছুদিনের মধ্যেই আমরা আসুসের নতুন মাদারবোর্ড বাংলাদেশের মার্কেটে দেখতে পাওয়া যাবে।

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot