বাংলাদেশে আসুস X570 মাদারবোর্ডের অফিসিয়াল দাম প্রকাশ

অফিসিয়ালি প্রকাশ করা হল বাংলাদেশে আসুস X570 মাদারবোর্ডের এম আর পি অর্থাৎ সরবচ্চ খুচরা মূল্য। আসুস বাংলাদেশ থেকে পাওয়া একটি ইমেইলে পিসি বিল্ডার বাংলাদেশ দামগুলো সম্পর্কে জানতে পেরেছে। আসুস এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড মোট ৫ টি X570 মাদারবোর্ড বাংলাদেশে আনতে যাচ্ছে। যার মধ্যে দুটি মাদারবোর্ড অলরেডি বাংলাদেশে এসে পৌঁছেছে এবং বাকিগুলো কিছুদিনের মধ্যেই আসবে।

বাংলাদেশে আমদানিকৃত মডেলগুলো হচ্ছে:

ASUS Prime X570-Pro

ASUS TUF Gaming X570 Plus (WiFi)

ROG Strix X570-F Gaming

ROG Strix X570-E Gaming

ROG Crosshair VIII Hero (WiFi)

এদের মধ্যে বাংলাদেশে পাওয়া যাচ্ছে ASUS TUF Gaming X570 Plus (WiFi) এবং ROG Strix X570-F Gaming এই দুটি মডেল। দুটি মডেলের নিশ্চিত দাম এবং বাকি মডেলগুলোর সম্ভাব্য অফিসিয়াল দাম নীচে পড়ে নিন।

Model MRP (Taka)
ASUS Prime X570-Pro 24,000 (TBC)
ASUS TUF Gaming X570 Plus (WiFi) 21,800
ROG Strix X570-F Gaming 28,400
ROG Strix X570-E Gaming 32,000 (TBC)
ROG Crosshair VIII Hero (WiFi) 36,500 (TBC)

আশা করা যাচ্ছে, টু বি কনফার্মড ক্যাটাগরিতে থাকা মডেলগুলোর দাম লিস্টে দেয়া দামের আশে আশেই থাকবে। এর সমান বা কম হলে X570 মাদারবোর্ড সিরিজে আসুস বাংলাদেশে অন্যান্য ব্র্যান্ডদের তুমুল প্রতিযোগিতা দিতে সক্ষম হবে। আর প্রতিটি মাদারবোর্ডে আসুসের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো আছেই।

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot