গেমিং এখন শুধুমাত্র ডেক্সটপ পিসিতেই সীমাবদ্ধ নয়। বরং লক্ষ্য করলে দেখা যায় যে ডেক্সটপ বা কনসোল গেমিংয়ের থেকে এখন দেশের মানুষ পোর্টেবল ডিভাইসেই বেশি গেমিং করে থাকে। আর পোর্টেবল আর পাওয়ারফুল এই দুটোরই স্বাদ পাওয়া যায় গেমিং ল্যাপটপগুলোতে। আর তাই আসুস নিয়ে এলো TUF সিরিজের নতুন চারটি পাওয়ারফুল গেমিং ল্যাপটপ। এগুলো হচ্ছে ১৫ ইঞ্চির 1) TUF Gaming A15, 2) TUF Gaming F15 এবং ১৭ ইঞ্চির 3) TUF Gaming A17, 4) TUF Gaming F17 । পাওয়ারফুল বলেই যে এগুলো মোটাসোটা হবে সেটাও নয় বরং বেশ কমপ্যাক্ট সাইজেই মিলবে এই নতুন গেমিং ল্যাপটপগুলো।
এই নতুন TUF Gaming ল্যাপটপগুলোতে রয়েছে Next-Gen পাওয়ারফুল AMD Ryzen 4000 সিরিজের মোবাইল প্রসেসর অথবা 10th Gen Intel প্রসেসর (সর্বোচ্চ স্পেক) ।আর গেমিংয়ের ক্ষেত্রে প্রসেসরের থেকে জিপিইউ এর ভূমিকায় বেশি থাকে তাই ল্যাপটপগুলোতে পাবেন GeForce RTX 2060 (সর্বোচ্চ স্পেক) গ্রাফিক্স কার্ড আর এরই সাথে থাকছে Adaptive Sync টেকনোলজি যেটা আপনাকে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেটের স্মুথ গেমিং স্বাদ উপহার দিতে পারবে। আর এরই সাথে থাকবে বড় সাইজের ব্যাটারি অপশন, আরো বেশি কমপ্যাক্ট চেসিস এবং মিলিটারি গ্রেডের টেকসইয়ের নিশ্চয়তা। এই ল্যাপটপগুলো এ বছরের CES ইভেন্টে উন্মোচিত করা হয়।
AMD এর যুগান্তকারী Zen 2 কোর আর্কিটেকচারটি ল্যাপটপে AMD Ryzen 4000 সিরিজ মোবাইল প্রসেসর নামের লাইনআপে রূপান্তারিত হয়ে আসছে। আর আসুসের নতুন TUF Gaming A15 এবং A17 গেমিং ল্যাপটপেই আপনি পাচ্ছেন এই যুগান্তকারী AMD Ryzen 4000 সিরিজের মোবাইল প্রসেসর; প্রসেসরটিতে রয়েছে ৮টি কোর এবং ১৬টি থ্রেড । আর নতুন এই প্রসেসর সিরিজটি পারফরমেন্স এবং একই সাথে বিদ্যুৎ সাশ্রয়ে বিগত জেনারেশনের থেকে একধাপ এগিয়ে থাকবে। শুধুমাত্র গেমিংই নয় বরং হেভি ডিউটি মাল্টিটাস্কিংও বেশ সহজেই ল্যাপটপগুলো হ্যান্ডেল করতে পারবে।
TUF Gaming A15 এবং A17 ল্যাপটপ দুটিতে রয়েছে পারফরমেন্স ওরিয়েন্টেড DDR4-3200 র্যাম।
এ বছরেই সিরিজের বাকি দুটি মডেল TUF Gaming F15 এবং F17 পাওয়া যাবে সেখানে থাকবে লেটেস্ট 10th Generation Intel Core প্রসেসর। ১৫ ইঞ্চির মডেলে সর্বোচ্চ 144Hz রিফ্রেশ রেট এবং ১৭ ইঞ্চির মডেলে পাবেন সর্বোচ্চ 120Hz রিফ্রেশ রেট। উল্লেখ্য যে AMD Ryzen মডেলগুলোতে পাবেন AMD Radeon ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড আর Intel Core মডেলগুলোতে পাবেন NVIDIA GeForce গ্রাফিক্স কার্ড। নতুন এই TUF Gaming Laptop গুলোতে রয়েছে বড় সাইজের 90Wh ব্যাটারি; তাই ব্যাটারি নিয়ে আলাদা করে কোনো চিন্তা করতে হবে না। TUF Gaming A15 এবং A17 মডেলে আপনি এক চার্জে সর্বোচ্চ যথাক্রমে ৮.৭ ঘন্টার ওয়েব ব্রাউজিং এবং ১২.৩ ঘন্টার ভিডিও প্লেব্যাক করতে পারবেন।
স্পেসিফিকেশন:
ASUS TUF Gaming A15
সিপিইউ | AMD Ryzen™ 4000 Series Mobile Processors |
ডিসপ্লে | 15.6-inch Non-glare Full HD (1920 x 1080), IPS-level panel
up to 144Hz, adaptive sync technology |
অপারেটিং সিস্টেম | Windows 10 Pro (ASUS recommends Windows 10 Pro) |
গ্রাফিক্স | Up to NVIDIA® GeForce RTX™ 2060 |
র্যাম | Up to 32GB 3200MHz DDR4 |
VRAM | Up to 6G GDDR6 |
স্টোরেজ | M.2 NVMe PCIe SSD up to 1TB |
ওয়্যারলেস | Wi-Fi
Intel Wi-Fi 5 (802.11ac) Bluetooth® Bluetooth V5.0 |
ক্যামেরা | HD camera |
I/O পোর্টস | 1 Audio Jack Combo
1 x HDMI 2.0b 2 x USB 3.2 Gen 1 1 x USB 3.2 Gen 2 Type C Display Port 1.4 1 x RJ45 LAN 1 x USB 2.0 1 x Kensington lock |
অডিও | Dual Speakers with DTS:X Ultra
Array microphone with Cortana 2.0 support 3.5mm headphone jack |
ব্যাটারি | 90Wh lithium-polymer battery
230W power adapter Plug Type: ø6 (mm) (Output voltage : 230W) (Input : 100~240V AC, 50/60Hz universal) |
রং | Fortress Gray, Bonfire Black |
ASUS TUF Gaming A17
সিপিইউ | AMD Ryzen™ 4000 Series Mobile Processors |
ডিসপ্লে | 17.3-inch Non-glare Full HD (1920 x 1080), IPS-level panel
up to 120Hz, adaptive sync technology |
অপারেটিং সিস্টেম | Windows 10 Pro (ASUS recommends Windows 10 Pro) |
গ্রাফিক্স | Up to NVIDIA® GeForce® GTX 1660 Ti |
র্যাম | Up to 32GB 3200MHz DDR4 |
VRAM | Up to 6G GDDR6 |
স্টোরেজ | M.2 NVMe PCIe SSD up to 1TB |
ওয়্যারলেস | Wi-Fi
Intel Wi-Fi 5 (802.11ac)
Bluetooth® Bluetooth V5.0 |
ক্যামেরা | HD camera |
I/O পোর্টস | 1 x Audio Jack Combo
1 x HDMI 2.0b 2 x USB 3.2 Gen 1 1 x USB 3.2 Gen 2 Type C Display Port 1.4 1 x RJ45 LAN 1 x USB 2.0 1 x Kensington lock |
অডিও | Dual Speakers with DTS:X Ultra
Array microphone with Cortana 2.0 support 3.5mm headphone jack |
ব্যাটারি | 90Wh lithium-polymer battery
180W power adapter Plug Type: ø6 (mm) (Output voltage : 180W) (Input : 100~240V AC, 50/60Hz universal) |
রং | Fortress Gray, Bonfire Black |