কিছুদিন আগেই রিলিজ হল এনভিডিয়ার আল্টিমেট বাজেট জিপিউ GTX 1660। ইতিমধ্যে বিভিন্ন কোম্পানি তাদের কাস্টম জিপিউ রিলিজ করে ফেলেছে। গেমিং মার্কেটে আসুস সব সময়ই একটি বিশ্বস্ত নাম। তাই মিড রেঞ্জ গেমারদের জন্য আসুস রিলিজ করেছে দুটি GTX 1660 জিপিউ। একটি হচ্ছে ASUS GTX 1660 Phoenix এবং অপরটি হচ্ছে গেমিং মার্কেটে সদ্য প্রবেশ করা সাব ব্র্যান্ড ASUS TUF Gaming GTX 1660 মডেল।
প্রেস রিলিজ
TAIPEI, Taiwan, March 14, 2019 — ASUS today announced the addition of new GeForce® GTX 1660 graphics cards to its TUF Gaming and Phoenix lineups. These new graphics cards follow on the heels of the recently announced GTX 1660 Ti, bringing even more competitive graphics card options for gamers. The GeForce GTX 1660 GPU leverages the impressive raster performance of the Turing™ architecture to provide an ideal foundation for AAA 1080p gaming, or a plug-and-play upgrade for aging systems.
Built TUF
Subjected to a battery of compatibility tests with ASUS TUF Gaming motherboards, as well as a 144-hour validation program involving a variety of in-game and synthetic benchmarking, the ASUS TUF Gaming GeForce GTX 1660 targets gamers that prefer a longer upgrade cycle. To ensure long-term durability, each card is manufactured with ASUS Auto-Extreme technology and reinforced with a backplate. The cooler is also equipped with two 80mm fans that have dual ball-bearings, which can last up to twice as long as sleeved designs.
Never Stop Gaming
The Phoenix GeForce GTX 1660 has one large 100mm fan that’s packed full of technology to increase durability and performance while maintaining a small footprint. Our patented wing-blade fan design incorporates drooped tips to reduce drag, while an IP5X dust-resistant housing protects two sets of ball bearings to ensure a long lifespan. Phoenix cards are also manufactured using Auto-Extreme technology, an automated production process that utilizes robots to enhance reliability.
দাম এবং এভেল্যাবিলিটি
বাংলাদেশে আসুসের সকল পণ্য আমদানি করে থাকে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। আসুস বাংলাদেশকে GTX 1660 এর এভেল্যাবিলিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা অতি শীঘ্রই সম্ভব বাংলাদেশে জিপিউ দুটি আনার চেস্টা করা হচ্ছে বলে জানায়। জিপিউ দুটির দাম ক্রেতাদের হাতের নাগালের মধ্যে রাখা হবে বলেই জানিয়েছে আসুস বাংলাদেশ।