এক বছরের বেশি সময় আগে Announce হওয়ার পর লঞ্চ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না ইন্টেল এর বাজেট জিপিইউ Arc A580 8GB। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে খুবই দ্রুত লঞ্চ হয়ে যাবে কার্ডটি। এমনকি রিভিউয়ারদের কাছে রিভিউ ইউনিট ও পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছিল । অবশেষে গতকাল লঞ্চ হয়েই গেলো Intel Arc A580 8GB গ্রাফিক্স কার্ডটি।
এক নজরে Arc A580 8GB
- থাকবে না কোনো Founders Edition। শুধুমাত্র AIB Partner দের তৈরীকৃত মডেলগুলোই বাজারে পাওয়া যাবে।
- এখন পর্যন্ত Gunnir,Sparkle ও Asrock বাজারে ছেড়েছে Arc A580 GPU।
- GPU টির মুলত 1080p High settings কে Focus করে প্রচারণা চালিয়েছে ইন্টেল।
- GPU টির লঞ্চ প্রাইস ১৮০ ডলার।
- সম্প্রতি যে Rumor এ A580 কে RX 6600 এবং RTX 3050 এর প্রতিদ্বন্দ্বী আখ্যা দেওয়া হয়েছিল তা মুলত সত্য প্রমাণ হয়েছে।
- যেহেতু Arc A750 এর দাম ১৯০-২০০-২১০ ডলারে নেমে এসেছে বিভিন্ন অনলাইন শপে ও এশিয়ার বিভিন্ন অফলাইন মার্কেটে এই দাম আরো কম, সেক্ষেত্রে বলা যায় যে 580 এর প্রাইস পরবর্তীতে আরো কমবে অথবা A750 কে বাজার থেকে আস্তে আস্তে সরিয়ে নেবে ব্রান্ডগুলো।
- বাংলাদেশে হয়তো আমরা প্রাথমিকভাবে ২৩ হাজার থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকায় পাব Arc A580 কে।পরবর্তীতে হয়তো দাম আরো কিছুটা কমে আসবে।
Intel Arc A580 8GB Specifications : vs A750
Arc A580 এর সাথে A750 এর স্পেসিফিকেশন এর খুব বেশি পার্থক্য নেই। বরং মেমোরির ক্লক স্পিড, ব্যান্ডউইডথ ,ইফেক্টিভ স্পিড সবগুলোই সম্পুর্ণ Arc A750 এর মত। 2000 Mhz memory clock, 16GB/s effective speed এর সাথে 512GB/s bandwidth এর 8GB GDDR6 মেমোরি রয়েছে এতে।
পরিবর্তনের জায়গাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো TDP, 225W এর স্থলে A580 এর TDP 175W ও PSU recommendation 450W (যেটা 750 এর ক্ষেত্রে ছিল ১০০ ওয়াট বেশি)। এছাড়া ক্লক স্পিডেও রয়েছে তারতম্য, Arc A580 এর base ও boost clock speed যথাক্রমে 1700 MHz ও 2000 MHz, ৭৫০ থেকে তা যথাক্রমে ৩৫০ ও ৪০০ মেগাহার্জ কম।
আরো একটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এই GPU টির PCIe Interface, PCIe4 এর সম্পুর্ণ 16 টি লেনই ব্যবহার করবে এটি। ২৫৬ বিট এর Memory Bus ও এই বাজেটের GPU এর জন্য অসাধারণ একটি বিষয়।
এছাড়াও Cuda core equivalent Shading Units, TMUs ও ROP তেও অল্প কিছু পরিমাণ কাটছাট করেছে ইন্টেল। A750 তে রয়েছে যথাক্রমে 3584 Shading Units,112 টি ROP তে দুটি করে মোট 224টি TMU ও ২৮টি RT কোর। 580 এর ক্ষেত্রে দেওয়া হয়েছে ৩০৭২টি শেডিং ইউনিট, ৯৬-১৯২টি ROP ও TMU এর সাথে ২৪টি রে ট্রেসিং কোর বা রে এক্সেলেরেটর। ৪৪৮ টি Execution units এর স্থলে 384 টি Execution units দেওয়া হয়েছে।।
Performance
ধারণা করা হয়েছিল যে Intel মুলত এই GPU টিকে RTX 3050 ও RX 6600 এর বিপরীতে লঞ্চ করবে। 3rd party রিভিউ থেকে এই ঘটনার সত্যতাও মিলেছে। Hardware Unboxed এর রিভিউ তে দেখা গিয়েছে যেসব গেমে Intel এর platform গত driver optimization এর সমস্যা রয়েছে সেগুলো ব্যতীত বাকি গেমগুলোতে Arc A580 এর পারফর্মেন্স RX 6600 এর কাছাকাছি, কিছু ক্ষেত্রে সমান, কিছু ক্ষেত্রে সামান্য বেশি।
আর সব ক্ষেত্রেই RTX 3050 থেকে বিশাল ব্যবধানে এগিয়ে আছে Arc A580।Xess দিয়ে 1440p তেও হয়তো মোটামুটি মানের এক্সপেরিয়েন্স পাওয়া যাবে এটা থেকে। আর 1080p তে high refresh rate এক্সপেরিয়েন্স পাওয়া যেতে পারে Xess এর সাহায্যে।
image credit: Hardware unboxed, Intel, Videocardz