Search

Apple লঞ্চ করলো iPhone 14 : লাইনআপের চারটি ফোনের বিস্তারিত জেনে নিন

অবশেষে গত ৭ই সেপ্টেম্বরের Apple event এ Apple reveal করেছে বহুল প্রতীক্ষিত iPhone 14. এবারের লাইনআপেও রয়েছে বরাবরের মত বেশ কিছু নতুনত্ব, বেশ কিছু চমক ও বেশ কিছু হতাশার জায়গা। চলুন দেখে নেওয়া যাক এক নজরে iPhone 14 লাইনআপ।

চারটি ফোন:

এবারের লাইনআপে রয়েছে মোট চারটি ফোন। রিউমার ছিল যে এবার apple বিদায় জানাতে যাচ্ছে iPhone Mini কে। হয়েছেও তাই, iPhone 14 মিনি বলে তাই কোনো ছোট্ট আল্ট্রা কম্প্যাক্ট ডিভাইসের দেখা এবার আর পাওয়া যায়নি। মূলত দুটি ভিন্ন বাজেট সেগমেন্টের ডিভাইসের ছোট ও বড় ডিসপ্লে সাইজের ভিত্তিতে naming করা হয়েছে। iPhone 14 ও 14 Plus লোয়ার বা বেসিক ক্যাটাগরিতে থাকছে, অন্যদিকে ফ্ল্যাগশিপ ,ম্যাক্সিমাম বাজেটে জায়গা হয়েছে iPhone 14 Pro ও 14 Pro Max এর।

iPhone 14 ও 14 Plus

ডিজাইনের কথা যদি বলা হয়,বলতে গেলে একেবারেই চেঞ্জ আনা হয়নি এবারের আইফোন 14 ও  14 plus এ। আগের ডিজাইন দেখতে পাওয়া যাচ্ছে।।পাঁচটি কালারে এভেইলেবল হবে আইফোন 14 ও 14 প্লাস, Midnight, Purple, Starlight, , Blue। সিরামিক শিল্ড এর সাথে ব্যাক সাইডে গ্লাস ও এলুমিনিয়াম এর ফ্রেম।

iphone 14 এর ডিসপ্লে সাইজ 6.1 ইঞ্চি, প্লাস ভ্যারিয়েন্টটির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বেশ বড়, 6.7 ইঞ্চির ডিসপ্লে।। Super Retina XDR OLED ডিসপ্লেটি HDR10,Dolby Vision capable। ডিসপ্লের রেজুলুশন 1170 x 2532 pixels।( 2778 x 1284 for plus)  ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস  800 নিটস, এইচডিআর পিক ব্রাইটনেস 1200 নিটস। দুটি ফোনেরই ডিসপ্লের অন্যান্য ফিচার গুলোর মধ্যে রয়েছে

  • True Tone
  • Wide color (P3)
  • Haptic Touch
  • 2,000,000:1 contrast ratio (typical)

14 এর ওজন 172 গ্রাম, plus এর ওজন সেখানে 203 গ্রাম।

 

Hardware

হার্ডওয়্যার সেকশনে অবশ্য আনা হয়নি কোনো পরিবর্তন পুরাতন A15 bionic চিপসেটটিই ব্যবহার করা হয়েছে। তবে এবার 4 কোরের বদলে দেওয়া হয়েছে 5 কোরের জিপিইউ,যার ফলে গেমিং ও রেন্ডারিং পারফরম্যান্স আরো কিছুটা বৃদ্ধি পাবার কথা। 128 গিগাবাইট, 256 ও 512 গিগাবাইট Storage এর 3টি ভ্যারিয়েন্ট এ আসছে আইফোন 14 ও 14 plus.

ক্যামেরা

দুটি ডিভাইসেই রয়েছে পেছনের দিকে ডুয়াল ক্যামেরা।ক্যামেরার পজিশন ও ক্যামেরা হাউজিং এর ডিজাইন ও আগের মতোই রাখা হয়েছে। 12 মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা (26 mm, ƒ/1.5 aperture, sensor‑shift optical image stabilization) এর পাশাপাশি রয়েছে আরো একটি 12 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা।(120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, 13 mm, ƒ/2.4 aperture) ।

পেছনের ক্যামেরার অন্যান্য ফিচার গুলোর মধ্যে রয়েছে:

  • 2x optical zoom out; digital zoom up to 5x
  • Sapphire crystal lens cover
  • Photonic Engine
  • Deep Fusion
  • Smart HDR 4
  • Portrait mode with advanced bokeh and Depth Control
  • Portrait Lighting with six effects (Natural, Studio, Contour, Stage, Stage Mono, High‑Key Mono)
  • Night mode
  • Panorama (up to 63MP)
  • Photographic Styles
  • Wide color capture for photos and Live Photos
  • Advanced red‑eye correction
  • Auto image stabilization

ভিডিও:

4k তে 24 থেকে 60 এফপিএস এ ভিডিও রেকর্ডিং করা যাবে, 1080p  তেও 25 থেকে 60 এফপিএস এ রেকর্ড করা যাবে। অন্যান্য রেকর্ডিং ফিচার গুলোর মধ্যে রয়েছে:

  • 720p HD video recording at 30 fps
  • Cinematic mode up to 4K HDR at 30 fps
  • Action mode up to 2.8K at 60 fps
  • HDR video recording with Dolby Vision up to 4K at 60 fps
  • Slo‑mo video support for 1080p at 120 fps or 240 fps
  • Time‑lapse video with stabilization
  • Night mode Time-lapse
  • QuickTake video
  • Sensor-shift optical image stabilization for video (Main)
  • 2x optical zoom out,Digital zoom up to 3x
  • Audio zoom
  • Cinematic video stabilization (4K, 1080p, and 720p)
  • Continuous autofocus video
  • Take 8MP still photos while recording 4K video
  • Playback zoom
  • Stereo recording

Front camera 

সামনে রয়েছে 12 মেগাপিক্সেল রেজুলুশনের “Truedepth” সেলফি ক্যামেরা. (1.9 aperture)। ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4k,1080p তে 24 থেকে 60 এফপিএস এ ভিডিও রেকর্ড করা যাবে। 4k HDR60 FPS এ ভিডিও রেকর্ডের সুবিধা থাকছে ফ্রন্ট ক্যামেরাতেও।  এছাড়াও রয়েছে:

  • ƒ/1.9 aperture
  • Six‑element lens
  • Retina Flash
  • Photonic Engine
  • Deep Fusion
  • Smart HDR 4
  • Auto image stabilization
  • 4K video recording at 24 fps, 25 fps, 30 fps, or 60 fps
  • 1080p HD video recording at 25 fps, 30 fps, or 60 fps
  • Cinematic mode up to 4K HDR at 30 fps
  • HDR video recording with Dolby Vision up to 4K at 60 fps
  • Slo-mo video support for 1080p at 120 fps
  • Time‑lapse video with stabilization
  • Night mode Time-lapse
  • Cinematic video stabilization (4K, 1080p, and 720p)

The Photonic Engine:

ক্যামেরা সেকশনে apple আলাদা করে যে নতুন প্রযুক্তির কথা আলোচনা করেছে সেটি হচ্ছে Photonic Engine.  অন্য যেকোনো বারের তুলনায় বেটার লো লাইট ইমেজ ক্যাপচার করতে পারবে আইফোন। মেইন ক্যামেরা তে এই ইমেজ 2.5 গুন ও আল্ট্রা ওয়াইড এর ক্ষেত্রে 2গুন বেটার রেজাল্ট দেবে। সেলফি ক্যামেরার ক্ষেত্রেও একই দাবি করেছে এপল।

নতুন যা যা:

যেকোনো দুর্ঘটনায় iphone 14 নিজে থেকে দুর্ঘটনা বুঝতে পেরে ইমারজেন্সি নাম্বারে ও সেট করা অন্যান্য নাম্বারে কন্টাক্ট করবে।

ওয়াইফাই না থাকলে স্যাটেলাইট এর মাধ্যমেও আপনি যেকোনো সমস্যায় ইমারজেন্সি নাম্বারে কন্টাক্ট করতে পারবেন।

থাকছে না কোনো ফিজিক্যাল সিম ট্রে।তার পরিবর্তে দেওয়া হয়েছে dual e-sim।

ব্যাটারি:

আইফোন 14 এর ব্যাটারি দিয়ে 20 ঘন্টা ও 14 প্লাসের ক্ষেত্রে 24 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা যাবে।

iPhone 14 pro ও 14 Pro Max

14 pro ও 14 pro max এর ডিসপ্লে সাইজ একই। দুটি সাইজে এভেইলেবল হবে এই ফোন দুটি। কালার রয়েছে মোট চারটি Space Black, Silver, Gold, Deep Purple। ডিজাইনেও নেই চোখে পড়ার মত কোনো পরিবর্তন।  প্রো এর ওজন 206 গ্রাম,যেখানে প্রো ম্যাক্সের ওজন 240 গ্রাম। ব্যবহার করা হয়েছে সার্জিক্যাল গ্রেড স্টেইনলেস স্টিল।

গতবারের মত এবারও দেওয়া হয়েছে ভ্যারিয়েবল রিফ্রেশ রেট। টিপিক্যাল ম্যাক্স ব্রাইটনেস 1000 নিটস,এইচডিআর পিক 1600 ও আউটডোর এ সর্বোচ্চ 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়ার সক্ষমতা রয়েছে এই ডিসপ্লের।

হার্ডওয়্যার:

ব্যবহার করা হয়েছে নতুন A16 Bionic chip যার রয়েছে 6টি কোর, এর 2টি পারফরম্যান্স কোর ও 4টি এফিশিয়েন্সি কোর। সাথে থাকছে 6 কোরের গ্রাফিক্স ও 16 কোরের  নিউরাল ইঞ্জিন।

ক্যামেরা:

এবারের লাইনআপে সবথেকে বড় চমক বা পরিবর্তন মূলত এসেছে ক্যামেরা সেকশনে। প্রথমবারের মত 48 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে আইফোনে। iphone 14 pro ও iphone 14 pro max উভয় ডিভাইসেই দেখা মিলবে হায়ার রেজুলুশন এর সেন্সর এর। এর স্পেকস: ƒ/1.78 aperture, second-generation sensor-shift optical image stabilisation, seven‑element lens, 100% Focus Pixels।

এছাড়াও রয়েছে

  • (12MP Ultra Wide: 13 mm, ƒ/2.2 aperture and 120° field of view, six‑element lens, 100% Focus Pixels),
  • 12MP 2x Telephoto (enabled by quad-pixel sensor): 48 mm, ƒ/1.78 aperture, second-generation sensor-shift optical image stabilisation, seven‑element lens, 100% Focus Pixels ও
  • 12MP 3x Telephoto: 77 mm, ƒ/2.8 aperture, optical image stabilisation, six-element lens

ক্যামেরার অন্যান্য ফিচার-

  • 3x optical zoom in, 2x optical zoom out; 6x optical zoom range; digital zoom up to 15x
  • Sapphire crystal lens cover
  • Adaptive True Tone flash
  • Photonic Engine
  • Deep Fusion
  • Smart HDR 4
  • Night mode portraits enabled by LiDAR Scanner
  • Panorama (up to 63MP)
  • Macro photography
  • Apple ProRAW

ব্যাটারি:

14 প্রো এর ব্যাটারি দিয়ে 23 ঘন্টা ও প্রো ম্যাক্সের ব্যাটারিতে 29 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা যাবে।। 20 ওয়াটের এডাপ্টর দিয়ে 30 মিনিটে 50% চার্জ হবে আইফোন।

নতুন যা যা:

আইফোন 14 ও 14 প্লাসে যা যা নতুন ছিল তা এখানেও কমন। অর্থাৎ emergency call through satellite,  ক্রাশ ডিটেকশন এর মত ফিচার এখানেও রয়েছে।

সাথে বড় দুটি নতুন সংযোজন হচ্ছে dynamic island ও always on display .  অলওয়েজ অন ডিসপ্লে আর দশটা এন্ড্রয়েড ফোনে যে কাজ করে,যে উদ্দেশ্যে এটির প্রয়োগ করা হয়,এখানেও একই ধরনের প্রয়োজন ই মেটাবে।।

তবে dynamic island ফিচারটি বেশ মজার ও ইউনিক,হার্ডওয়্যার ও সফটওয়্যার এর সমন্বয়ে তৈরি এই প্রযুক্তি তে আইফোন মূলত একটি movable বা dynamic নচ বানিয়েছে যেটি সিচুয়েশন অনুসারে ,বিভিন্ন app, widget এর একটিভিটি অনুসারে পরিবর্তিত হবে।। এই movable notch এর নামই মূলত dynamic island. ।

Share This Article

Search