APAC Predator League 24′ Qualifier: Bangladesh Region এ চ্যাম্পিয়ন হলো the Council and Excelli Esports

৭ লক্ষাধিক টাকার প্রাইজমানির এই টুর্নামেন্টে দুটি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে দ্যা কাউন্সিল এবং এক্সসেলি ইস্পোর্টস।

প্রতি বছরের মত এবারও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে Acer আয়োজিত Esports Tournament APAC Predator League এর ২০২৪ সালের আসর। বিশাল এই টুর্নামেন্টে দুইটি জনপ্রিয় গেম Valorant ও Dota 2 তে অংশ নিয়েছে মোট ১৬৩টি টিম।

টুর্নামেন্টের প্রাইজমানি ও ছিল বেশ আকর্ষণীয়, সর্বমোট ৭ লক্ষ ৫৫ হাজার টাকার প্রাইজ পুল এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করে ১৬৩ টি টিমের মধ্যে বাংলাদেশ কোয়ালিফায়ারে দুটি দল ভিন্ন দুটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

১১ ও ১২ অক্টোবর অনুষ্ঠিত হওয়া ফাইনালে Valorant গেমে চ্যাম্পিয়ন হয়েছে এক্সসেলি ইস্পোর্টস ও Dota 2 গেমে চ্যাম্পিয়ন হয়েছে দ্যা কাউন্সিল।

চ্যাম্পিয়ন রানার্স আপ সহ মোট ৩৬ টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনলজিস এর পরিচালক মুজাহিদ আল বিরুনি সুজন, এসার বাংলাদেশের বিজনেস ম্যানেজার জনাব সারওয়ার জাহান সোয়েব এবং এসার বাংলাদেশ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, সদ্য বিজয়ী হওয়া এই  দলগুলো আগামী বছর APAC Predator League 2024 এ নিজ নিজ ক্যাটাগরিতে গ্র্যান্ড ফাইনাল এ বাংলাদেশ এর প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করতে ফিলিপিনস যাবে।

Share This Article

Search