গ্রাফিক্স কার্ড এবং মাদারবোর্ড সম্পর্কিত ওয়েবসাইট videocardz.com হাতে পেয়ে গেল এ এম ডির নেক্সট জেনারেশন জিপিউ RX 5000 সিরিজের আপকামিং জিপিউ RX 5700 ও RX 5700 XT এর ফুল স্পেসিফিকেশন। প্রাথমিক স্পেসিফিকেশন দেখে যা ধারণা পাওয়া গেল এই দুটি জিপিউ মূলত RTX 2060 এবং RTX 2070 এর সাথে মোকাবেলা করার জন্য রিলিজ করা হচ্ছে। RX 5700 থেকে XT মডেল আরো বেশি শক্তিশালী এবং তার পাওয়ার ড্রও বেইজ মডেল থেকে অনেক খানি বেশি। তবে দুটি কার্ডেই থাকছে লেটেস্ট ৭ ন্যানোমিটারের প্রসেসর, ৮ জিবি GDDR6 মেমোরি মডিউল, ৬৪ ROPs এবং ২৫৬ টেক্সচার ইউনিট। এছাড়াও এই দুটি জিপিউ হতে যাচ্ছে বিশ্বের প্রথম PCIe 4.0 সাপোর্টেড জিপিউ। উল্লেখ্য, এনভিডিয়ার লেটেস্ট জেনারেশন RTX এবং GTX সিরিজের জিপিউগুলো PCIe 3.0 সাপোর্ট করে।
RX 5700 এবং RX 5700 XT এর ফুল স্পেসিফিকেশন
Model | Radeon RX 5700 XT | Radeon RX 5700 |
---|---|---|
GPU | 7nm FF Navi | 7nm FF Navi |
Stream Processors |
2560
|
2304
|
TMUs |
256
|
256
|
ROPs |
64
|
64
|
Max FP32 Compute |
9.75 TFLOPS
|
7.95 TFLOPS
|
Base Clock |
1605 MHz
|
1465 MHz
|
Game Clock |
1755 MHz
|
1625 MHz
|
Boost Clock |
1905 MHz
|
1725 MHz
|
Memory |
8 GB GDDR6
|
8 GB GDDR6
|
Memory Bus |
256-bit
|
256-bit
|
Memory Clock |
14 Gbps
|
14 Gbps
|
TBP |
225W
|
180W
|
আগের জেনারেশন থেকে যা উন্নতি পাওয়া যাবে
Radeon Multimedia Engine – Seamless Streaming
- Improved Encoding (New HDR/WCG Encode HEVC)
- 8K Encode (HEVC & VP)
- 40% encoder speedups
Navi Stats
- 40 RDNA Compute Units
- 80 Scalar Processors
- 2560 Stream Processors
- 160 64b bilinear filter units
- Multilevel Cache
- 4MB L2, 512Kb L1
- 2x V$L0 Load Bandwidth
- DCC Everywhere
- Streamlined Graphics Engine
- Geometry Engine (4 Prisms Shader Out, 8 Prim Shader In)
- 64 Pixel Units
- 4 Asynchronous Compute Enginers
- Balanced Work Distribution & Redistribution
- Designed for higher frequencies at lower power
New Compute Unit Design
Great Compute Efficiency For Diverse Workloads
- 2x Instruction Rate (enabled by 2x Scalar Units and 2x Schedulers)
- Single Cycle Issue (enabled by Executing Wwave32 on SIMD32)
- Dual Mode Execution (Wave 32 and Wave 64 Modes Adapt for Workloads)
- Resource Pooling (2 CUs Coordinate as a Work Group Processor)
রিলিজ ডেট এবং প্রাইসিং
স্পেসিফিকেশন পাওয়া গেলেও এক্সাক্টলি কবে রিলিজ করা হবে এবং তাদের দামই বা কত হবেএ তা নিয়ে এখনো পর্যন্ত কোন প্রকার তথ্য পাওয়া যায় নি। তবে সংবাদটি লেখার সময়ের দু ঘন্টা পর অর্থাৎ ভোর চারটায় এ এম ডির E3 2019 ইভেন্ট অনুষ্ঠিত হবে। আশা করা যাচ্ছে সেখানে নেক্সট জেনারেশন সিপিউ এবং জিপিউ নিয়ে অনেকখানি তথ্য পাওয়া যাবে।