Search

AMD Launch করলো Ryzen 8000G Series

CES 2024 এ গতকাল AMD Launch করেছে Ryzen 8000G Series এর ডেস্কটপ APU লাইনআপ।লাইনআপের হাই এন্ড প্রসেসরগুলোতে এবার থাকবে শক্তিশালী iGPU ও Neural Processing Unit ।

এক নজরে Ryzen 8000G সিরিজ এর APU Lineup

8000G লাইনআপে এএমডি আপাতত লঞ্চ করেছে একটি Ryzen 3, একটি Ryzen 9 ও দুইটি Ryzen 5 প্রসেসর। প্রসেসরগুলো প্রথম থেকেই OEM এর পাশাপাশি DIY মার্কেট,অর্থাৎ সাধারণ ব্যবহারকারীদের জন্য বাজারে ছাড়া হবে।

Ryzen 5 8600G, 8700G তে আলাদাভাবে AI Processor হিসেবে AMD এর নিজস্ব Neural processing Unit রয়েছে।প্রত্যেকটি প্রসেসরই লো পাওয়ার সিস্টেমে চলবে কেননা এগুলোর TDP 65 ওয়াট। Radeon 700M সিরিজের iGPU থাকছে সবগুলো প্রসেসর এর সাথেই।

AMD এর মতে প্রসেসরগুলো হতে যাচ্ছে  পৃথিবীর সর্বপ্রথম এআই ইঞ্জিন সম্বলিত ডেক্সটপ প্রসেসর।

স্পেসিফিকেশন:

Ryzen 3 8300G:

  • 4 cores-8 Threads. 3.4-4.9 GHz clock speed 12MB Total Cache
  • 4nm Zen4 and Zen4c node (3 E cores,1 P cores)
  • Radeon 740M iGPU with 8 cores, 2.6 GHz clock speed
  • 65W TDP
  • AM5 socket, Maximum 256GB DDR5 RAM Support, PCIe support: Gen4
  • No overclock (locked processor)

Ryzen 5 8500G

  • ৬ টি কোর, ১২টি থ্রেড যার মধ্যে 2টি পি কোর ,চারটি ই কোর। ২২মেগাবাইট ক্যাশ মেমোরি, ৩.৫-৫.০ গিগাহার্জ পর্যন্ত ক্লক স্পিড।
  • Radeon 740M মডেলের ইন্টারনাল গ্রাফিক্স ( চার কোর, ২.৮ গিগাহার্জ ক্লক স্পিড)
  •  8300G এর মতোই একই নোড ও আর্কিটেকচারে প্রস্তুত ও একই সকেট ,RAM ,PCIe Generation এর সাপোর্ট।
  • ওভারক্লকিং করা যাবে না।
  • Ryzen 5 8500G price: ১৮০ ডলার।

AMD Ryzen 5 8600G

  • এটাও ৬ কোর ১২ থ্রেডের প্রসেসর হলেও এতে নেই কোনো এফিশিয়েন্সি কোর বা Zen4C core। সবগুলো কোর ই Zen4 আর্কিটেকচারের। একই পরিমাণ ক্যাশ মেমোরি ও বুস্ট ক্লক থাকলেও বেস ক্লক এখানে 3.5 থেকে বেড়ে হয়েছে 4.3 GHz ।
  • AI সংক্রান্ত টাস্ক,কাজ,প্রসেস গুলোকে সামাল দেওয়ার জন্য রয়েছে আলাদা AI Processor বা NPU।
  • রয়েছে ওভারক্লকিং এর সুবিধা। অর্থাৎ এটি একটি আনলকড প্রসেসর। 65 ওয়াট টিডিপি।
  • Radeon 760M ইন্টারনাল গ্রাফিক্স যাতে আছে ৮ টি কোর,চলবে ২.৮ গিগাহার্জ স্পিডে।
  • সকেট ও মেমোরির স্পেসিফিকেশন পূর্বের প্রসেসরগুলোর অনুরূপ।
  • Ryzen 5 8600G এর দাম ২৩০ ডলার।

AMD Ryzen 7 8700G 

লাইনআপের সবথেকে শক্তিশালী,দামি প্রসেসর এটি। ৮ কোর ১৬ থ্রেড ও ৫.১ গিগাহার্জ বুস্ট ক্লক এর পাশাপাশি আছে ২৪ মেগাবাইট ক্যাশ। আছে ডেডিকেটেড এনপিইউ।  এই প্রসেসরটির মূল আকর্ষণ মূলত এর iGPU, ১২ কোরের Radeon 780M iGPU দেওয়া হয়েছে এতে যার ক্লক স্পিড 2.9 GHz । এটির শক্তিমত্তা ও পারফরম্যান্স নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। Ryzen 7 8700G এর দাম ৩৩০ ডলার।

পারফর্মেন্স কেমন হতে পারে?

AMD কে তাদের প্রসেসর এর পারফরম্যান্স, বিশেষ করে গ্রাফিক্যাল পাওয়ার নিয়ে বেশ আত্মবিশ্বাসী হতে দেখা গিয়েছে। সবথেকে বেশি হাইলাইট হয়েছে 8700G এর পারফরম্যান্স। 780M কে তারা তুলনা করেছে core i5 13400f+GTX 1650 সিস্টেম এর সাথে। 1st party বেঞ্চমার্ক অনুসারে এখানে Ryzen 7 8700G+ 780M কে আই ফাইভ সিস্টেম থেকে 1.1x থেকে 4.6x ফাস্ট পারফরম্যান্স দিতে দেখা যাচ্ছে।। বেঞ্চমার্ক এ বেশ কিছু সিনথেটিক টেস্ট এর পাশাপাশি ফটোশপ,হ্যান্ডব্রেক এর মত এপ্লিকেশন ও ছিল।

গেমিং এও বেশ ভালো পারফরম্যান্স পাওয়া যাবে সেরকম ই আভাস দিচ্ছে 1st party বেঞ্চমার্ক গুলো।1080p low তে Core i7 14700K এর থেকে ৩গুণ পর্যন্ত বেশি পারফরম্যান্স দিতে পারে Ryzen 7 8700G ও 8600G ।

এছাড়া ৮ কোরের প্রসেসরটি আলাদা গ্রাফিক্স কার্ডের সাথে 1080p high তে অনেকগুলো গেমে ১৫০ থেকে ৫০০+ এফপিএস দিতে সক্ষম,এমনটাই দাবি AMD এর।একই সাথে গ্রাফিক্স কার্ড ছাড়া ১০৮০পি লো সেটিংসে ৬০ থেকে ৫০০+ এফপিএস ও পাওয়া যাবে অনেক গেমে।

এবং ফ্রেম জেনারেশন এর মাধ্যমে ফ্রেমরেট আরো কয়েক গুণ বাড়িয়ে নেওয়ার ও সুযোগ রয়েছে।

Share This Article

Search