R5 2400 GE & R3 2200 GE! Less Power, Same Performance!
এ এম ডি লঞ্চ করেছে তাদের নতুন লো পাওয়ার রাইজেন এপিউ R5 2400 GE এবং R3 2200 GE । এই সিরিজের এপিউগুলো প্রধানত হচ্ছে আগের এপিউ সিরিজেরই সংস্করণ ভার্শন। অবশ্য নাম দেখে তা সহজেই বোঝা যায়। এ এম ডির আগের জেনারেশনের প্রসেসরগুলো ৬৫ ওয়াট করে পাওয়ার টানলেও R5 2400 GE এবং R3 2200 GE মাত্র সর্বচ্চো ৩৫ ওয়াট করে পাওয়ার ড্র করবে যা আগের তুলনায় অনেক বেশি এনার্জি সাফিসিয়েন্ট।
চলুন দেখে নেই R5 2400 GE এবং R3 2200 GE এর সাথে তাদের অরিজিনাল পার্টের পার্থক্য
R3 2200 G Vs R3 2200 GE
Model | R3 2200 G | R3 2200 GE |
Core/Thread | 4/4 | 4/4 |
Base Clock | 3.5 | 3.2 |
Boost Clock | 3.7 | 3.6 |
TDP | 65 Watt | 35Watt |
Price | 99 USD | ?? |
R5 2400 G Vs R5 2400 GE
Model | R5 2400 G | R5 2400 GE |
Core/Thread | 4/8 | 4/8 |
Base Clock | 3.6 | 3.2 |
Boost Clock | 3.9 | 3.8 |
TDP | 65 Watt | 35 Watt |
Price | 169 USD | ?? |
উপরের কম্পারিজন থেকে দেখা যাচ্ছে এ এম ডির নতুন এপিউগুলো সত্যিই তাদের আগে আসা এপিউগুলোর মতই তবে জাস্ট পাওয়ার ড্র এবং স্পীডে পার্থক্য রয়েছে। R3 এপিউতে ব্যাবহার করা হবে Vega 8 গ্রাফিক্স আর R5 এপিউতে ব্যাবহার করা হবে Vega 11 গ্রাফিক্স। এ এম ডির অফিসিয়াল সাইট অনুযায়ী আগের এপিউর মতই এখানেও ব্যাবহার করা হবে ১২ ন্যানোমিটার সিপিউ এবং ১৪ ন্যানোমিটার জিপিউ টেকনোলজি।
গেমিং পারফর্মেন্স এ এম ডি ক্লেইম করছে এই এপিউগুলো আগের এপিউর মতই দিতে পারবে তবে আমরা সহ বেশ কিছু ইন্টারন্যাশনাল রিভিউয়ার ও টেক জারনালিস্ট ধারণা করছেন প্রতিটি এপিউতে আমরা ৪/৫ এফপিএসের কমতি দেখতে পেতে পারি। তবে সম্পূর্ণ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবার পর রিভিউ থেকেই সেই ধারনা পরিস্কার হবে।
কিন্তু যেহেতু মাত্র ৩৫ ওয়াট টিডিপির প্রসেসর, সেগুলোকে ওভারক্লক করা যাবে কিনা সেই সম্পর্কে এখনো কোন কনফার্মেশন পাওয়া যায় নি। তবে করা গেলেও খুব বেশি সম্ভব হবে না। আরো একটি চিন্তার বিষয় হচ্ছে ওয়েবসাইটে এ এম ডি কোন থার্মাল সলিউশন অর্থাৎ স্টক কুলিং ফ্যান ইঙ্কলুড করার কথা বলে নি। এর দ্বারা হয়ত এটি ইন্ডিকেট করা হতে পারে এই লো পাওয়ার প্রসেসরগুলো কেবল প্রিবিল্ট কম্পিউটার সিস্টেমের জন্য রিলিজ করা হতে পারে।
এপিউগুলোর দাম কেমন হবে তা নিয়ে এখনো কোন কনফার্মেশন পাওয়া যায় নি তবে হাই পাওয়ারের এপিউগুলো থেকে ১০/১৫ ডলার কম দামে আমরা পেতে পারি যদি কনজ্যুমার লেভেলে এপিউগুলো রিলিজ করা হয়। আর যথারিতি বাংলাদেশে কখন আসবে তা এখন বলা সম্ভব হচ্ছে না।