Search

AMD Launch করলো RX 6750 GRE 12 GB ও 10GB

Rumor গুলোকে বাস্থব প্রমাণ করে AMD Launch করেছে RX 6750 GRE 10 GB ও RX 6750 GRE 12 GB নামের আরো দুটি গ্রাফিক্স কার্ড। কার্ডদুটো ২৭০-৩০০ ডলার প্রাইসরেঞ্জে লঞ্চ করা হয়েছে ও এখনো পর্যন্ত এই দুটি SKU এর প্রাপ্যতা শুধুমাত্র চীনদেশেই সীমাবদ্ধ।

RX 6750 GRE 12GB ও 10GB এর Specs ও RX 6750 XT এর সাথে পার্থক্যঃ

RX 6750 GRE 12 GB ও 10 GB কে প্রাথমিকভাবে একই স্পেসিফিকেশন ও একই GPU এর ভিন্ন মেমোরি ভ্যারিয়েন্ট মনে হতে পারে অনেকের কাছেই। তবে বাস্তবতা হচ্ছে এই যে্‌, এই দুটো গ্রাফিক্স কার্ডের প্রায় সব গুলো perimeter ই ভিন্ন । অর্থাৎ মেমোরি ভ্যারিয়েন্ট এর পাশাপাশি GPU এর অন্যান্য স্পেসিফিকেশনেও রয়েছে পার্থক্য। চলুন দেখে নেওয়া যাক স্পেসিফিকেশনস গুলো-

প্রথমেই আসা যাক CU এর সংখ্যা বা Computing Units এর সংখ্যা নিয়ে। RX 6750 GRE 12GB তে রয়েছে 40 টি CU, অন্যদিকে 10GB ভ্যারিয়েন্টে CU এর সংখ্যা এক হালি কমিয়ে করা হয়েছে ৩৬। একই সাথে Ray Tracing এর জন্য উভয়ক্ষেত্রেই রয়েছে সমান সংখ্যক ,অর্থাৎ ৪০ ও ৩৬টি করে RT Accelerators ।

ক্লক স্পিডের কথা যদি বলতে হয়, RX 6750 GRE 12GB তে game clock ও boost clock পাওয়া যাবে যথাক্রমে 2.439 GHz ও 2.581 GHz। অন্যদিকে 10GB এর ক্ষেত্রে game clock speed দেওয়া হয়েছে 2.189 GHz ও boost clock দেওয়া হয়েছে 2.450 GHz। রয়েছে ২৫৬০ টি স্ট্রিমিং প্রসেসর।

মেমোরির ক্যাপাসিটির পাশাপাশি ইন্টারফেইসেও কাটাছেড়া করা হয়েছে। 12GB তে রয়েছে 192 Bit Memory Bus, আর 10GB তে 160 Bit। মেমোরি স্পিড অবশ্য অভিন্ন রয়েছে দুটি ভ্যারিয়েন্টেই, 16 GB/s। infinity cache এ এসে আবার ঠিকই বৈষম্য করা হয়েছে, দুটি কার্ডে ইনফিনিটি ক্যাশের পরিমাণ যথাক্রমে ৯৬ মেগাবাইট ও ৮০ মেগাবাইট।

GPU দুটোর নামের ব্যাপারে যদি আলোচনা করি, এর আগে China Exclusive RX 7900 GRE লঞ্চ করেছিল AMD।।GRE এর পুর্ণরুপ হচ্ছে Golden Rabbit Edition।

full specs: RX 6750 GRE 12GB, RX 6750 GRE 10GB

একটির TDP 230 W, আরেকটির ক্ষেত্রে তা 170 W।

উল্লেখ্য, দুটি জিপিইউ ই RDNA2 based।

একই সাথে আমরা তুলনার সুবিধার্থে সংক্ষেপে RX 6750 XT এর স্পেসিফিকেশন গুলোও জেনে নিতে পারি।

2495 MHz game clock, 2600 MHz boost clock, 40 RT accelerators, 40 CUs। 18GB/s bandwidth, 192 Bit

প্রাইসিংঃ

দুটি জিপিইউ এরই প্রাইসিং করা হয়েছে ৩০০ ডলারের নিচে। এবং এদের স্পেসিফিকেশন গুলো যেহেতু বেশ কাছাকাছি ও কিছু ক্ষেত্রে অভিন্ন, তাই প্রাইসিং এও এর ছাপ রেখেছে এএমডি। 12GB ভ্যারিয়েন্টটির দাম AMD নির্ধারণ করেছে ২৯০ ডলার ও 10 GB এর দাম নির্ধারণ করেছে ২৭০ ডলার।

6750 GRE নিয়ে AMD এর মার্কেটিং, features ও performance graphs

AMD দুটি গ্রাফিক্স কার্ডকেই 1440p Gaming ফোকাস করে লঞ্চ করেছে তা তাদের মার্কেটিং থেকে বোঝা যাচ্ছে। 1080p তে তারা তাদের বাকি GPU গুলোর মধ্যে RX 7600, RX 6600 ও RX 6650 XT কে রেখেছে ও 1440p তে নতুন দুটি জিপিইউ এর পাশাপাশি এদের উপরে রাখা হয়েছে মাস দেড়েক আগে লঞ্চ হওয়া RX 7700 XT ও RX 7800 XT কে।

1440p তে নিজেদের তৈরী করা পারফর্মেন্স গ্রাফ ও দেখিয়েছে AMD, এখানে স্পেসিফিকেশন যতটা কাছাকাছি, তার থেকেও পারফর্মেন্স অনুসারে কার্ডদুটো অনেক বেশি পাশাপাশি  ও কাছাকাছি অবস্থান করছে দেখা যাচ্ছে। 1440p তে সর্বনিম্ন ৭০ এফপিএস পাওয়া যাবে এরকমভাবেই তাদের গ্রাফ গুলো দেখিয়েছে AMD। যদিও আসল পারফর্মেন্স 3rd party বেঞ্চমার্ক থেকেই স্পষ্ট হবে।

1080P এর দামে 1440P পারফর্মেন্স, AMD এর একটি স্লাইডে তারা তাদের GPU কে এভাবেই প্রচার করেছে।

 

যেহেতু দুটি কার্ডই ২৭০-২৯০ ডলারে ১০-১২ জিবি ভিডিও মেমোরির সাথে আসছে, এজন্য VRAM এর ব্যাপারটা বিশেষ ভাবে হাইলাইট করতে ও অন্য পক্ষকে খোচা দেওয়ার সুযোগ একদমই হাতছাড়া করেনি AMD। প্রোডাক্ট প্রেজেন্টেশনে তাই VRAM সংক্রান্ত দুটো আলাদা স্লাইডই রেখেছে তারা।  জনপ্রিয় ফ্রাঞ্চাইজি গুলোর গেমে গত এক দশকে 1440P Maxed out settings এ কি হারে VRAM Usage বৃদ্ধি পেয়েছে তার একটি গ্রাফ দেখিয়েছে তারা, গ্রাফে Far Cry, Assassin’s Creed, Tomb Raider ও F1 এর মত ফ্রাঞ্চাইজি গুলোর VRAM Usage ছিল।

আরেকটি স্লাইডে অবশ্য কোনো GPU এর নাম উল্লেখ্য না করে 8GB VS 12GB VRAM এর জন্য Image quality,smoothness ও RAY tracing performance এর তুলনা করেছে তারা ও অবধারিত ভাবেই ১২ গিগাবাইটে যে অনেক ভালো গেমিং করা যায়,তুলনামুলক ফাস্ট পারফর্মেন্স ও স্মুদ গেমপ্লে পাওয়া যায় সেটাই দাবি করেছে তারা।

Ray Tracing and Frame gen

Ray Tracing এ AMD এর দুর্বলতা জানা আছে সবারই। এখনো একই প্রাইসের কোনো NVIDIA Counterpart থেকে ভালো Ray Tracing performance দিতে ব্যর্থ তারা। অবশ্য এই লঞ্চে FSR3 এর সাথে Ray Tracing performance নিয়ে বেশ ভালোই গর্ব করেছে তারা, বলা বাহুল্য, এই স্লাইডেও অবশ্য তারা একক পারফর্মেন্স ই দেখিয়েছে, অন্য কোনো NVIDIA, Intel GPU তাদের স্লাইডে উপস্থিত ছিল না।

FSR 3.0 তে Ray Tracing এ প্রায় ১০০% পর্যন্ত পারফর্মেন্স বৃদ্ধি পাবে এরকমটাই দাবী AMD এর।

আরেকটি স্লাইড ছিল বিতর্কিত প্রযুক্তি Frame Generation নিয়ে যা সর্বশেষ সংযোজিত হয়েছে FSR 3.0 এর সাথে।আর সবশেষে, অপেক্ষাকৃত পুরাতন প্রযুক্তি SAM বা Smart Access Memory বা Resizable Bar এর সুবিধাকেও আলাদা ভাবে তুলে ধরেছে AMD।

১৮০ ডলারে লঞ্চ হলো Arc A580 8GB

Share This Article

Search