Advanced AI Event এ AI সম্পর্কিত Productivity কাজের জন্য Ryzen 8040H ও 8045H,HS Mobile Lineup এর মোট ৯টি প্রসেসর এনাউন্স করেছে AMD। ইভেন্ট এ প্রসেসরগুলোর উল্লেখযোগ্য ফিচারস , বেসিক স্পেসিফিকেশন্স ও পারফর্মেন্স সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছে তারা।
এক নজরে Ryzen 8040 Series এর processor গুলোর Key Points:
এই সিরিজটিতে AMD মুলত গুরুত্ব দিয়েছে AI computing, AI Multitasking, Personal AI Workspace এর মত বিষয় গুলোকে ,এজন্য প্রসেসরগুলোতে CPU,GPU এর সাথে রয়েছে AI Processor ও।
ZEN4 Processor এর সাথে iGPU সেকশনে 8040H,8040HS সিরিজের প্রসেসরগুলো RDNA3 GPU এর সাথে আসবে। এগুলোর সাথে সাথে থাকবে AI Acceleration বা AI Processing এর জন্য AMD XDNA NPU বা Neural Processing Unit।
লাইনআপে ৩টি 8045 SKU রয়েছে ও বাকি ৬টি SKU 8040 সিরিজের অন্তর্ভুক্ত। ৯টি প্রসেসরের মধ্যে ৪টি প্রসেসর Ryzen 5, ৩টি প্রসেসর Ryzen 7 Sub Family ও বাকি দুটোর একটি Ryzen 3 ও অন্যটি Ryzen 9 ।
তালিকায় ৩টি U সিরিজের পাওয়ার এফিশিয়েন্ট, লো এন্ড প্রসেসর ও রয়েছে। ৯টি প্রসেসরের ৭টি তেই রয়েছে NPU বা Dedicated Neural Engine। প্রসেসরগুলোর Codename: Hawk Point।
স্পেসিফিকেশনঃ
- একমাত্র 4 cores 8 thread এর প্রসেসর হিসেবে Ryzen 3 8440U তে আছে Radeon 740M iGPU ও 4.7 Ghz boost clock। চলবে ১৫-৩০ ওয়াটে।
- Ryzen 5 8540U ও 8640U এই দুটি প্রসেসর ও চলবে ১৫-৩০ ওয়াটে, প্রত্যেকেরই ৬ কোর,১২ থ্রেড আছে ,বুস্ট ক্লক 4.9 GHz। পার্থক্য হচ্ছে 8640U তে 760M iGPU,8540U তে 740M ও 8640U তে NPU এর উপস্থিতি। ।
- 6C/12T config এ 8640U এরই আরো হাই পারফর্মেন্স ভ্যারিয়েন্ট হিসেবে আছে 8640HS। স্পেসিফিকেশন অভিন্ন থাকলেও Base TDP 15 এর পরিবর্তে 20W।
- 6C/12T এর সর্বশেষ প্রসেসরটি হলো Ryzen 5 8645HS.৫ গিগাহার্জ এর ক্লক স্পিড এর এই প্রসেসরটি চলবে ৩৫-৫৪ ওয়াটে।
- U series এর একমাত্র Ryzen 7 Processor হচ্ছে Ryzen 7 8840U ,আছে Radeon 780M iGPU, 5.1 GHz boost clock 8C/12T ও ১৫-৩০ ওয়াট এর অপারেটিং পাওয়ার।
- একই প্রসেসরের HS Variant এ সবই অভিন্ন থাকবে, 20W এর base Power বাদে।
- তালিকার সবথেকে হাই এন্ড দুটো প্রসেসর হলো Ryzen 7 8845HS ও Ryzen 9 8945HS। দুটোই HS প্রসেসর হওয়ায় চলবে ৩৫-৫৪ ওয়াটে, সর্বোচ্চ ক্লক স্পিড যথাক্রমে 5.1 ও 5.2 GHz । দুটোই অক্টাকোর প্রসেসর,সাথে আছে Radeon 780M iGPU
পারফর্মেন্সঃ
যেহেতু AI সম্পর্কিত কাজকর্ম করার জন্যই এই প্রসেসরগুলোকে লঞ্চ করেছে AMD,তাই তারা পারফর্মেন্স ও দেখিয়েছে AI টুলেরই। Ryzen 7040 সিরিজের তুলনায় Liama 2 ও Vision Model এ ১.৪ গুণ পর্যন্ত বেশি পারফর্মেন্স পাওয়া যাবে এই প্রসেসরগুলো থেকে, এমনটাই দাবী AMD এর।