AMD রিভিল করলো Ryzen 7000 Series Gen4 প্রসেসর লাইনআপ

অবশেষে AMD রিভিল করেছে বহুল আলোচিত ও আকাঙ্খিত Zen4 আর্কিটেকচারে নির্মিত Ryzen 7000 series Desktop Processor লাইনআপ। অফিশিয়াল ইভেন্টে AMD এই লাইনআপের চারটি প্রসেসর এর দাম,স্পেসিফিকেশন ও পারফর্মেন্স গ্রাফ প্রকাশ করেছে। একই সাথে Memory Overclocking Technology EXPO ও Radeon 7000 Series এর সম্পর্কেও আলোচনা হয়েছে।

AMD Zen4 আর্কিটেকচারঃ বিস্তারিত

TSMC এর N5 Core Complex Die বা CCD এ নির্মিত এই আর্কিটেকচারের Codename “Durango”।Die এর সাইজ ১০% ছোট হওয়া সত্বেও বেড়েছে ট্রাঞ্জিস্টরের সংখ্যা। ZEN4 এ   ট্রাঞ্জিস্টরের সংখ্যা ৬.৫৭ বিলিয়ন যা কি না আগের জেনারেশন থেকে ৫৮% বেশি। এর জন্য বেড়েছে core density,Logic Area ও ।

AMD গতকাল রিভিল করেছে zen4 আর্কিটেকচারের চারটি প্রসেসর। Ryzen 5 7600X, Ryzen 7 7700X, Ryzen 9 7900X, Ryzen 9 7950X। Zen3 এর তুলনায় Zen4 ১৩% পর্যন্ত IPC Uplift ও 29% পর্যন্ত better single core performance দিতে সক্ষম বলে দাবি AMD এর। এই লাইনআপে AMD কোনো হাইব্রিড আর্কিটেকচার এর ব্যবহার করেনি। অর্থাৎ Intel এর মত এখানে কোনো E core,P core এর মত দুই রকমের কোর দেখতে পাবো না।

এক নজরে

AMD Ryzen 5 7600X এর কোর সংখ্যা ৬টি ও থ্রেডসংখ্যা ১২টি। ৫.৩ গিগাহার্জ এর বুস্ট ক্লক ও ৩৮ মেগাবাইট ক্যাশ মেমোরি সম্বলিত এই প্রসেসরটির বেজ পাওয়ার কনসাম্পশন বা TDP ১০৫ ওয়াট। এই প্রসেসরটির দাম AMD নির্ধারন করেছে ৩০০ ডলার। একটি লিকে শোনা গিয়েছিল যে এর দাম হবে মাত্র ২০০ ডলার। লিকড যে ভুল ছিল তা এখন প্রমাণিত।

Ryzen 7 7700X এর কোর ৮টি ও থ্রেড ১৬ টি, বুস্ট ক্লক 5.4 Ghz। ৪০ মেগাবাইট ক্যাশ মেমোরি যুক্ত এই প্রসেসরটিও ১০৫ ওয়াট টিডিপিতে চলবে । এই প্রসেসরটির দাম Ryzen 7 7600x থেকে ১০০ ডলার বেশি নির্ধারণ করেছে AMD.

AMD  Ryzen 9 7900X একটি ১২ কোর ও ২৪ থ্রেডের প্রসেসর, 5.6 Ghz পর্যন্ত বুস্ট ক্লকের সাথে সাথে এতে রয়েছে বিশাল ৭৬ মেগাবাইট এর ক্যাশ মেমোরি। এই প্রসেসরটির TDP 170 ওয়াট ও দাম ৫৫০ ডলার।

এই লাইনআপের সবথেকে পাওয়ারফুল প্রসেসর Ryzen 9 7950X এর কোর ১৬ টি ও থ্রেড ৩২ টি। ৮০ মেগাবাইট ক্যাশ ও 5.7 Ghz পর্যন্ত বুস্ট ক্লক দিতে সক্ষম এই প্রসেসরের টিডিপি ১৭০ ওয়াট ও দাম ৭০০ ডলার।

পারফর্মেন্সঃ

আগের জেনারেশন এর Ryzen 9 5950x এর তুলনায় 7950X গেমিং এ ৩৫% পর্যন্ত ফাস্ট ও ক্রিয়েটরস পারফর্মেন্সে ৪৮% পর্যন্ত ফাস্ট দাবি করে বেঞ্চমার্ক দেখিয়েছে AMD. Core i9 12900k এর তুলনায় গেমিং এ Ryzen 7 7600x এভারেজে ৫% ফাস্ট বলেও দাবি করেছে তারা। V-ray তে 7950x 12900K এর তুলনায় ৫৭% বেটার রে ট্রেসিং  ও পারফর্মেন্স পার ওয়াট এর হিসাবে ৪৮% বেটার পারফর্ম করছে।

Radeon 7000 Series এর দেখা ও মিলেছেঃ

ইভেন্টে Lisa Su RDNA3 বেজড জিপিইউ Radeon 7000 সিরিজের সম্পর্কেও আলোচনা করেন। একটি রেফারেন্স GPU মডেল দেখানো হয় ও উল্লেখ্য করা হয় যে RDNA2 থেকে RDNA3 50% বেটার পারফর্মেন্স/ওয়াট অফার করবে। ইভেন্টে দেখানো গ্রাফিক্স কার্ডটি দেখতে অনেকটা 6000 সিরিজের রেফারেন্স মডেলের মতই।

EXPO:

AMD Extended Profiles for Overclocking বা এক্সপো(EXPO) এর অফিশিয়াল রিভিল ও হয়েছে গতকাল। এটি Intel এর XMP 3.0 এর অল্টারনেটিভ। এটিকে AMD royalty free করার সিদ্ধান্ত নিয়েছে। ১৫টি পার্টনার ব্রান্ডের র‍্যামে  6400MT/s স্পিড পাওয়া যাবে এর ফলে।

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot