কয়েক মাসের অপেক্ষা, একের পর এক Leaks এবং Rumor এর পর অপেক্ষার পালা শেষ করে গতকাল এক লঞ্চ ইভেন্টের মাধ্যমে এএমডি অফিশিয়ালি এনাউন্স করলো তাদের Ryzen 5000 সিরিজ প্রসেসর লাইনআপ। এক নজরে দেখে নেওয়া যাক স্পেসিফিকেশন, দাম এবং প্রসেসরগুলো বিশ্ব ও বাংলাদেশের বাজারে বাজারে কোন অবস্থানে থাকতে যাচ্ছে তার একটি ধারণাও আমরা নেওয়ার চেষ্টা করবো।
Short description and specs:
গতকালের ইভেন্টে এএমডি আমাদের সামনে উন্মোচন করেছে চারটি প্রসেসর।(Ryzen 9 5950x,Ryzen 9 5900x,Ryzen 7 5800x,Ryzen 5 5600x) এগুলো লঞ্চের মাধ্যমেই বাজারে আত্মপ্রকাশ করতে যাচ্ছে AMD এর Zen 3 আর্কিটেকচার। প্রসেসরগুলো Zen 2 এর মতই 7nm ভিত্তিক হতে যাচ্ছে। Lithography একই হলেও AMD এর দাবী অনুসারে এই প্রসেসরগুলোতে Higher max boost ,নতুন Layout এর cores ,নতুন Cache topology থাকবে। এবং IPC এর উন্নতির দিক দিয়ে আগের সব রেকর্ড ও AMD ভাঙতে যাচ্ছে Zen 3 এর মাধ্যমে (Up to 19%)
এবারের ইভেন্টে AMD এর ট্যাগলাইন ছিল Gaming । Single Core পারফর্মেন্স এর ক্ষেত্রে এতদিন অপেক্ষাকৃত দুর্বল থাকায় গেমিং এ প্রতিদ্বন্দ্বী ইন্টেল থেকে সবসময়ই একটু পিছিয়ে ছিল তারা। তবে এবার তারা দাবী করছে যে Zen 3 এর প্রসেসরগুলোর Single Core পারফর্মেন্স হবে অনেক ভালো। এবং তাতে গেমিং এও Zen 2 অপেক্ষা অনেক বেশি ভালো পারফর্মেন্স পাওয়া যাবে, তারা আরো উল্লেখ করেছে Low Latency এর ব্যাপারে যা গেমিং এ সহায়ক হবে।
Ryzen 9 5900x:(vs Core i9 10900k)
Ryzen 9 5900x এ থাকছে 12/24টি কোর ও থ্রেড। Boost clock 4.8 Ghz এবং এই প্রসেসরের TDP মাত্র 105 Watt। প্রতিদ্বন্দ্বী 10900k এর কোর এবং থ্রেড সংখ্যা যথাক্রমে 10,20 । Boost clock এ কিন্ত এখনো Core i9 10900k ই এগিয়ে আছে (5.3 Ghz) । তবে Ryzen 9 5900x এর 105 ওয়াট TDP এর বিপরীতে 10900k এর TDP 125Watt ।
Better than i9 10900k?
Cinebench এর Single Core এ 10900k এর 544 স্কোর কে পেছনে ফেলে record breaking 631 স্কোর করেছে Ryzen 9 5900x ।
গেমিং পারফর্মেন্সঃvs 3900XT
AMD এর ইভেন্টের দেখানো তথ্য অনুসারে Ryzen 9 5900x , Zen 2 এর Ryzen 9 3900x থেকে গড়ে 1080p রেজুলুশনে 26% বেটার। ১০টি গেমের এভারেজে সর্বোচ্চ 50% উন্নতি এবং সর্বনিম্ন 5% উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে।
VS 10900k
Intel Core i9 10900k এর থেকেও গেমিং এ ১০টি গেমের গড় থেকে দেখা যাচ্ছে যে ৯টি গেমেই 1% থেকে শুরু করে 21% পর্যন্ত এগিয়ে আছে Ryzen 9 5900x।
Ryzen 7 5800x
Ryzen 7 লাইনআপের একমাত্র প্রসেসর Ryzen 7 5800x । 8টি কোর ও 16টি থ্রেড ,36 মেগাবাইট ক্যাশ মেমোরির সাথে 4.7Ghz বুস্ট ক্লক এবং 65w TDP.
Ryzen 5 5600x
Ryzen 5 3600x/xt এর successor বলা যেতে পারে এটিকে। স্পেসিফিকেশন মোটামুটি একই হলেও যেহেতু architecture এর উন্নতি রয়েছে তাই পারফর্মেন্সেও উন্নতি দেখতে পাওয়া যাবে আশা করা যাচ্ছে।
এছাড়াও Ryzen 9 5950x ও আসছে যেটি এখন পর্যন্ত Zen 3 এর সবথেকে higher ভারিয়েন্ট বলা যায়।। ১6টি কোর ও 32টি থ্রেড থাকবে এতে। যেটি Ryzen 9 3950x থেকে 25% মত ফাস্ট গেমিং এ।
এক নজরে স্পেকসঃ
দামঃ
Ryzen 5 5600x এর দাম 299$ যা এর পুর্বসুরি Ryzen 5 3600 থেকে 100$ বেশি। এবং সম্প্রতি লঞ্চ হওয়া Ryzen 5 3600XT এর থেকে 45$ বেশি।
Ryzen 7 5800x এর দাম 449$ এবং সর্বশেষ Ryzen 9 5800x এর দাম 549$ ।
কবে পাওয়া যাবে?
Ryzen 9 5950x ব্যতীত বাকি ৩টি প্রসেসরই বাজারে available হতে যাচ্ছে November মাসের ৫ তারিখে। অর্থাৎ আমরা আর তার ১/২ সপ্তাহের মধ্যেই দেশের বাজারে পেয়ে যাবো Ryzen এর নতুন Zen 3 ভিত্তিক প্রসেসরগুলো।
দেশের বাজারে Zen 3 এর অবস্থানঃ
Ryzen 5 5600x এর দাম 299$ অর্থাৎ বাংলাদেশ টাকায় তা 25000+ এবং দেশে সম্ভবত মুল্য ৩০ হাজারের আশেপাশে হবে। এই দামে দেশে রয়েছে Ryzen 7 3700x এবং ৩০ হাজারের উপরে রয়েছে Ryzen 7 3800x । পারফর্মেন্স এর দিক দিয়ে এই নতুন প্রসেসর কতটুক এগিয়ে থাকবে বা পিছিয়ে থাকবে তার উপরেই নির্ভর করছে বাজারে কতটুক কতৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে এটি।
গেমিং পারফর্মেন্স এ এখন পর্যন্ত এগিয়ে থাকা Intel core i5 10600k, i7 9700. i7 10700 এর দাম ও যথাক্রমে ২৫ হাজার, ৩০ হাজার, ৩১ হাজার । গেমিং এ 5600x কতটুক এগিয়ে আছে বা পিছিয়ে আছে এই প্রসেসরগুলোর থেকে তার ভিত্তিতেই নির্ধারিত হবে দেশের বাজারে কতটুক প্রভাব ফেলতে পারলো প্রসেসরটি।
Ryzen 7 5800x, Ryzen 9 5900x এর সাথে বক্সে কুলার থাকছে না এটি একটি গুরুত্বপুর্ণ ফ্যাক্ট। Ryzen 7 5800x এর দাম বাংলাদেশে ৪৫ হাজার এর কাছাকাছি যেতে পারে। অর্থাৎ তা প্রতিদ্বন্দ্বিতা করবে Intel core i9 10900,9900,10850k এর সাথে। উপরের কথাগুলো এখানেও সমানভাবেই সত্য।
Big NAVI আসছেঃ
ইভেন্টের শেষের দিকে রিভিল করা হয় AMD এর BIG Navi এর গ্রাফিক্স কার্ড। এবং দেখানো হয় কিছু গেমিং বেঞ্চমার্ক। 4K তে 60fps এর বেশি পারফর্মেন্স দিতে দেখা গিয়েছে বেশ কিছু গেমে।