৯ম জেনারেশন কফিলেক-এস ইন্টেল প্রসেসর স্পেক্স (আপডেটেড)

গতকালই প্রকাশিত হয় ইন্টেল তাদের ৯ম জেনারেশনের কফিলেক-এস প্রসেসর অফিসিয়ালি কনফার্ম করেছে। সেখানে নতুন I5, I3 এবং পেন্টিয়াম ও সেলেরন প্রসেসর সম্পর্কে কনফার্মেশন পাওয়া যায়। আজ আমরা জানতে পারলাম এই প্রসেসর গুলোর স্পেসিফিকেশন। তবে এক কথায় বলতে হয় এই নতুন জেনারেশনের প্রসেসরের স্পেসিফিকেশন সামান্যটুকু ইম্প্রেসিভ নয়।

 

মূল স্পেসিফিকেশন থেকে দেখা যাচ্ছে এই নতুন জেনারেশনের প্রসেসর সিরিজ মডেল ভেদে মাত্র ১০০ থেকে ২০০ মেগাহার্টজ স্পীড বুস্ট পেয়েছে আগের জেনারেশন কফিলেক প্রসেসর থেকে। এরকম সামান্য স্পীড বুস্ট স্কাইলেক থেকে কেবিলেক প্রসেসর জেনারেশন ট্রাঞ্জিশনে দেখে গিয়েছিল। এই সামান্য স্পীড ইম্প্রুভমেন্ট সকল কনজুমারদের কাছে স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য হবে না বলে ধারণা করা হচ্ছে। এছাড়া টিডিপি (পাওয়ার ড্র), মেমোরি সাপোর্ট, কেইশ সাইজ, আইজিপিউ ফ্রিকুয়েন্সি, কোর / থ্রেড কাউন্ট এবং প্রসেসর সকেট টাইপ সব কিছু প্রসেসর ভেদে হুবহু সেইম দেখা যাচ্ছে। তবে, এতে কোন ইম্প্রুভড ইন্টিগ্রেটেড গ্রাফিক্স অর্থাৎ আইজিপিউ থাকবে কিনা তা নিয়ে কোন কনফার্মেশন পাওয়া যায় নি। এছাড়া কফিলেক-এস সিরিজের প্রসেসরগুলো আপকামিং ইন্টেল Z390 মাদারবোর্ডে সাপোর্ট করবে বলে কনফার্মেশন পাওয়া গিয়েছে।

ইন্টেলের নতুন কফিলেক-এস প্রসেসরের স্পেসিফিকেশন:

Processor Cores/Threads Base Clock Boost Clock TDP
I3 9000 4/4 3.7 GHz N/A 65 Watt
I3 9100 4/4 3.7 GHz N/A 65 Watt
I5 9400 6/6 2.9 GHz 4.1 GHz 65 Watt
I5 9500 6/6 3.0 GHz 4.3 GHz 65 Watt
I5 9600 6/6 3.1 GHz 4.5 GHz 65 Watt
I5 9600K 6/6 3.7 GHz 4.5 GHz 95 Watt
I7 9700K 8/8 3.6 GHz 4.6 GHz 95 Watt
I9 9900K 8/16 3.6 GHz 4.7 GHz 95 Watt

 

উপরের স্পেসিফিকেশন থেকে দেখা যাচ্ছে মূলত স্পীড ছাড়া আর কোন কিছুর উন্নতি করা হয় নি ৯ম জেনারেশনের কফিলেক-এস প্রসেসরের মধ্যে। তবে জিপিউ কম্প্যাটিবিলিটি রাখা হবে নতুন জেনারেশনের গ্রাফিক্স কার্ডগুলোকে ফুল ইউটিলাইজ করার জন্য। অর্থাৎ নতুন জেনারেশনের গ্রাফিক্স কার্ডে কোন প্রকার বোটলনেক দেখা যাবে না বলে আশা করা হচ্ছে। এখন এটি নিয়ে ইন্টেল কি ব্যাকলেশের সম্মুখীন হবে নাকি পার পেয়ে যাবে তা বোঝা যাবে সময় পেরুলেই।

Share This Article

Search