ল্যাপটপে আসছে 9th gen ইন্টেল সিপিউ, i9 9980HK তে থাকছে ৮ কোর ১৬ থ্রেড

ইন্টেলের ৯ম জেনারেশনের ডেস্কটপ কোর প্রসেসর মার্কেটে বেশ কয়েক মাস ধরে অবস্থান করলেও ল্যাপটপে আমরা এর ইন্টিগ্রেশন দেখতে পাই নি। ইতিমধ্যেই এ এম ডি ল্যাপটপের মধ্যে তাদের থার্ড জেন রাইজেন এপিউ ইন্টিগ্রেট করার ঘোষণা দিয়েছে এবং কিছুদিনের মধ্যেই বাজেট রেঞ্জের ল্যাপটপে আমরা এর ইন্টিগ্রেশন দেখতে যাচ্ছি। কিন্তু যারা পুরো হাই পারফর্মেন্স ল্যাপটপের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য সুখবর হচ্ছে আগামি কিছুদিনের মধ্যেই আমরা পেতে যাচ্ছি ইন্টেলের 9th gen ল্যাপটপ কোর সিপিউ। এদের মধ্যে ফ্ল্যাগশিপ i9 9980HK এর মধ্যে আপনারা পাবেন ৮ কোর ও ১৬ থ্রেড

i9 9980HK হতে যাচ্ছে প্রথম ৮ কোর ১৬ থ্রেডের ল্যাপটপ সিপিউ

ইন্টেলের এই ৯ম জেনারেশনের মোট ৬ টি প্রসেসর রিলিজ করতে যাচ্ছে ল্যাপটপ কোম্পানির কাছে। এদের মধ্যে থাকবে দুটি i5, দুটি i7 এবং দুটি ফ্ল্যাগশিপ i9 প্রসেসর। এই প্রসেসরগুলো আগের জেনারেশনের মোবাইল প্রসেসর হতে অধিকতর কোর / থ্রেড কাউন্ট এবং স্পীড দিতে সক্ষম। সিপিউগুলোর মধ্যে দুই জেনারেশন আগে থাকা সেইম স্কাইলেক আর্কিটেকচার থাকলেও বেশ কিছু টুইকিং করে এই প্রসেসরগুলো মার্কেটে ছাড়া হচ্ছে।

 

ফ্ল্যাগশিপ i9 9980HK এবং i9 9980H সিপিউ দুটিতে থাকছে আট কোর ও ১৬ থ্রেড যা এর আগে কোন ল্যাপটপ প্রসেসরে দেখা যায় নি। এর আগে অবশ্য এ এম ডির তথাকথিত আট কোরের সিপিউর ল্যাপটপ রিলিজ হলেও টিয়ারডাউনে দেখা গিয়েছে সেখানে ডেস্কটপ রাইজেন প্রসেসরই ব্যবহার করা হচ্ছে। তাই ল্যাপটপের জন্য ডেডিকেটেড আট কোর ও ১৬ থ্রেডের প্রসেসর এই প্রথমবারই আমরা মার্কেটে দেখতে যাচ্ছি।

এছাড়া, i9 9980HK এর সিঙ্গেল কোর বুস্ট ৫.০ গিগাহার্টজ পর্যন্ত যেতে পারে যা আগে কোন ল্যাপটপ প্রসেসরে দেখা যায় নি। অবশ্য ৫.০ গিগাহার্টজ স্পীডে নেয়ার জন্য ল্যাপটপের মধ্যে বেশ ভালো পরিমাণ কুলিং সিস্টেম থাকা প্রয়োজন হবে। তবে আপনি চাইলে প্রসেসর দুটিকে ওভারক্লকও করতে পারবেন। এই সিপিউ দুটি ব্যবহার করা হবে একেবারে প্রিমিয়াম লেভেলের ল্যাপটপ এবং ম্যাকবুক প্রো এর জন্য।

এছাড়া i7 সিপিউ দুটিতে আমরা দেখতে যাচ্ছি আট কোর ও আট থ্রেড যা তাদের ডেস্কটপ কাউন্টার পার্টের সমান। কিন্তু যখন 9th gen i5 ল্যাপটপের সিপিউর কথা আসে তখন এখানে আমরা ভিন্ন চিত্র দেখতে পাই। ৮ম জেনারেশনের সিপিউর মতই আমরা এখানে দেখতে যাচ্ছি চার কোর ও আট থ্রেডের কনফিগারেশন। মূলত ইন্টেল তাদের i7 8750H লাইন আপকে কিল না করার জন্যই এমন লেস কোর কাউন্টের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। নীচে আপনারা সিপিউগুলোর স্পেসিফিকেশন পেয়ে যাবেন।

9th gen ইন্টেল ল্যাপটপ সিপিউ স্পেসিফিকেশন

CPU Name CPU Cores CPU Threads Max Clocks Integrated Graphics L3 Cache
Core i9 9980HK 8 16 5.0 GHz UHD 630 16 MB
Core i9-9880H 8 16 4.8 GHz UHD 630 16 MB
Core i7-9850H 8 8 4.6 GHz UHD 630 12 MB
Core i7-9750H 8 8 4.5 GHz UHD 630 12 MB
Core i5-9400H 4 8 4.3 GHz UHD 630 8 MB
Core i5-9300H 4 8 4.1 GHz UHD 630 8 MB

GTX 1660 ti প্যাকেজিং লিক

Share This Article

Search