Search

কানাডা,ফ্রান্সে চড়া দামে বিক্রি হচ্ছে Ryzen 5000G সিরিজের APU

এবার 5000G সিরিজের APU লাইনআপে বেশ হায়ার এন্ড APU ও এনেছে AMD। Ryzen 7 5800G যেমন ৮ কোর ১৬ থ্রেড বিশিষ্ট। তবে APU নেওয়ার  সাধারণত কম দামে মোটামুটি মানের একটি Processor+GPU কম্বো পাওয়াই হয়ে থাকলেও এবার এই লাইনআপ এর দাম যথেষ্ট চড়া। উপরন্ত কানাডা,ফ্রান্স বা স্পেনে বিক্রি হচ্ছে MSRP এর থেকেও বেশি দামে।

৩০০-৪০০ ডলারে Ryzen এর APU নিবেন কি আপনি?

বাজেট বিল্ডারদের যেন বন্ধু হিসেবে আবির্ভুত হয়েছিল 2000G,3000G সিরিজের APU গুলো। কিন্ত এবারের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। ইতিমধ্যেই কানাডা,ফ্রান্স ও স্পেনের রিটেইলারদের কাছে পাওয়া যাচ্ছে Ryzen 5 5600G, Ryzen 7 5700G APU গুলো। যারা এনাউন্সমেন্ট/রিভিলে দাম দেখে এক ধাপ হতাশ হয়েছিলেন, এবার তাদের হতাশার মাত্রাটা আরেকটু বাড়বে ফ্রান্স,কানাডা ও স্পেনের রিটেইল স্টোর গুলোর প্রাইস দেখার পর।

APU PC Canada DirectDial (Canada) PC Componentes
(Spain)
PC21.FR
(France)
Ryzen 7 5700G $403 $422 $369 $391
Ryzen 5 5600G $292 $303 $272 $285

 

Ryzen 7 5700G APU টি কানাডার PC Canada,Diretdial এর মত শপে বিক্রি হচ্ছে ৪০৩,৪২২ ডলারে যথাক্রমে। স্পেনের PC Componentes এ ৩৬৯ ডলারে ও ফ্রান্সের PC21 শপে ৩৯১ ডলারে লিস্টেড দেখা যাচ্ছে এই APU টিকে।উল্লেখ্য বর্তমানের এই দামের বিপরীতে Ryzen 7 5700G এর প্রকৃত MSRP ৩৬০ ডলার বা ৩০৫০০ টাকা। ‘

একই ভাবে MSRP এর থেকে বেশি দামে বিক্রি হচ্ছে ছয় কোরের Ryzen 5 5600G ও। ২৫০ ডলার MSRP এর বিপরীতে কানাডার PC Canada ও Directdial এ যথাক্রমে ২৯২ ও ৩০৩ ডলারে বিক্রি হচ্ছে এটি। অন্যদিকে ফ্রান্স ও স্পেনে এর দাম ২৮৫ ও ২৭২ ডলার যথাক্রমে।

আমাদের দেশে কেমন দাম হবে?

অর্থাৎ আমাদের দেশে এরকম সোর্স থেকে যদি নিয়ে আসা হয়। তাহলে Ryzen 5 5600G এর দাম ৩০ হাজার এর কাছাকাছি ও Ryzen 7 5700G এর দাম ৩৫ হাজার ছাড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে ৮-১২ হাজার টাকার মাদারবোর্ড, ৪৫০০-৯০০০টাকার র‍্যাম সহ অন্যন্য কম্পোনেন্ট এর খরচ মিলিয়ে পিসি বিল্ডের মোট খরচ চলে যেতে পারে ৬০-৭০ হাজার টাকায়। এরকম হলে বাজেট বিল্ডারদের জন্য এরকম দামে পিসি বিল্ড করা অসম্ভব হয়ে যাবে এক রকম। এবং এত টাকা দিয়ে বিল্ড করার পর তারা খরচ এর তুলনায় কতটুকু গেমিং বা প্রোডাক্টিভিটিতে সুবিধা পাবেন তা নিয়েও রয়েছে সন্দেহ। কারণ অনলাইন ব্লগ সাইট ও ইউটিউবে ইতিমধ্যেই 5000G সিরিজ APU এর বেঞ্চমার্ক প্রকাশিত হয়েছে ও সেগুলোও আশাব্যঞ্জক নয় একেবারেই।

শীঘ্রই আসছে IGI Origins: নতুন IGI গেম

ইমেইলে ভেরিফায়েড ব্যাজ লাগাবেন যেভাবে

লিক হলো ইন্টেলের 12th gen প্রসেসরের স্পেকস

গেমপ্যাড বায়িং গাইড

Share This Article

Search