থার্ড জেনারেশন রাইজেন সিপিউ ও এপিউর অফিসিয়াল দাম প্রকাশ

এ এম ডির সকল প্রকারের সিপিউর বাংলাদেশ অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ইউনাইটেড কম্পিউটার সেন্টার (ইউসিসি) প্রকাশ করল বাংলাদেশে থার্ড জেনারেশন রাইজেন সিপিউ এবং এপিউর অফিসিয়াল এমআরপি বা ম্যক্সিমাম রিটেইল প্রাইস। এর আগে অভ্যন্তরীণ সূত্র হতে আমরা থার্ড জেনারেশন রাইজেন প্রাইস লিকের তথ্য পাই। লিক করা দামের সাথে অফিসিয়াল প্রাইসের তুলনা করে দেখা যায়, আমাদের দেয়া দামগুলোর সাথে অফিসিয়াল দামের প্রায় সম্পূর্ণই মিল রয়েছে। আজ সকালে ইউসিসি হতে প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তি হতে অফিসিয়াল দামের এই তথ্য পাওয়া গিয়েছে।

তবে অফিসিয়ালি এমআরপিগুলো রাখা হলেও প্রি অর্ডারকারীদের জন্য সিপিউ এবং এপিউগুলোতে থাকছে ডিস্কাউন্ট। প্রি অর্ডার করলে প্রতিটি সিপিউতে পাবেন ৪০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট।

Model Core/Thread Count Maximum Retail Price Pre Order Price
Ryzen 3 3200G 4/4 9,100 BDT 8,700 BDT
Ryzen 5 3400G 4/8 14,200 BDT 13,700 BDT
Ryzen 5 3600 6/12 18,500 BDT 18,000 BDT
Ryzen 5 3600X 6/12 22,500 BDT 21,900 BDT
Ryzen 7 3700X 8/16 31,000 BDT 30,400 BDT
Ryzen 7 3800X 8/16 36,000 BDT 35,300 BDT
Ryzen 9 3900X 12/24 47,000 BDT 46,000 BDT

রাইজেন সিপিউগুলো অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাবে ২৮ জুলাই হতে। তবে সুখবর হচ্ছে যারা বাজেট বিল্ডার আছেন তারা রাইজেন এপিউগুলো এখনি বাংলাদেশে কিনতে পারবেন। ইতিমধ্যে বেশ কয়েকটি দোকান তাদের সোশ্যাল মিডিয়া পেইজে রাইজেন এপিউর স্টক সম্পর্কে জানান দিয়ে দিয়েছে। রাইজেন এপিউ কিনতে চাইলে যোগাযোগ করুন ইউসিসি, টেক ল্যান্ড অথবা স্টার টেকের মত দোকানের সাথে।

Share This Article

Search