Search

বাংলাদেশে থার্ড জেন রাইজেনের সম্ভাব্য দাম লিক!

বিশ্বস্ত গোপন সূত্রের মাধ্যমে পিসি বিল্ডার বাংলাদেশের হাতে এসে পৌঁছেছে বাংলাদেশে থার্ড জেনারেশন রাইজেন প্রসেসরের সম্ভাব্য দামের খবর। পূর্বে জানানো হয়েছে জুলাইয়ের ৭ তারিখ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হলেও বাংলাদেশে আসতে আসতে জুলাই মাসের শেষ সপ্তাহ লেগে যাবে। কিন্তু বাংলাদেশে থার্ড জেন রাইজেন সিপিউগুলোর দাম কত হবে সেই সম্পর্কে অফিসিয়ালি কিছু না জানানো হলেও আমাদের সোর্সের মাধ্যমে জানতে পারলাম থার্ড জেনারেশন রাইজেন সিরিজের প্রসেসর গুলোর দাম কেমন হতে পারে।

Model Core/Thread Count Base Clock Speed Boost Clock Speed Cache Memory Estimated Price
Ryzen 5 3600 6/12 3.6 GHz 4.2 GHz 35 MB 19,000 BDT
Ryzen 5 3600X 6/12 3.8 GHz 4.4 GHz 35 MB 23,500 BDT
Ryzen 7 3700X 8/16 3.6 GHz 4.4 GHz 36 MB 31,000 BDT
Ryzen 7 3800X 8/16 3.9 GHz 4.5 GHz 36 MB 37,500 BDT
Ryzen 9 3900X 12/24 3.8 GHz 4.6 GHz 70 MB 47,000 BDT

উল্লেখ্য উপরে উল্লেখিত দাম এখনো অফিসিয়াল করা হয় নি। ট্যাক্স, প্রোফিট এবং বিভিন্ন আনুসাঙ্গিকের পরিপ্রেক্ষিতে প্রসেসরের দামগুলো চেঞ্জ হতে পারে। তবে ফাইনাল রিলিজের দামগুলো এই দামের আশেপাশেই হবে বলে কনফার্ম করা গিয়েছে। জুলাই মাসের শেষ সপ্তাহে শুধুমাত্র ইউসিসিতে থার্ড জেন রাইজেন পাওয়া গেলেও সারা দেশে ডিস্ট্রিবিউট করতে করতে আগস্ট মাসের মাঝখান অর্থাৎ ঈদ উল আযহার সময় পর্যন্ত চলে যেতে পারে।

এই পর্যন্ত শুধু মাত্র MSI এর X570 সিরিজের মাদারবোর্ডগুলোর এরাইভাল ডেট কনফার্ম হওয়া গেলেও অফিসিয়াল দাম সম্পর্কে কোন কনফার্মেশন পাওয়া যায় নি। অপরদিকে আসুস এবং এ এস রক X570 মাদারবোর্ড নিয়ে আমরা কোন কনফার্মেশন পাইনি। তবে, গুজব মতে বাংলাদেশে Colorful এর X570 মাদারবোর্ডও বাংলাদেশে ঢুকতে পারে বলে শোনা যাচ্ছে। এসব বিষয়ে খবর পাওয়া মাত্রই আপনাদের জানানো হবে।

Share This Article

Search