এ এম ডির রাইজেন থ্রেডরিপার! ওয়ার্কস্টেশন, ইন্থুজিয়াস্ট ও প্রফেশনাল ক্যাটাগরির ক্রেতাদের জন্য এক হাজার ডলারের নীচে আপ টু ১৬ কোর ও ৩২ থ্রেডের প্রসেসর এনে মার্কেটে অনেকটা ধামাকা এনেছিল এ এম ডি। এবার সেই ধামাকার থেকেও বড় ধামাকা দিতে যাচ্ছে এই কোম্পানি। আগামি কিছুদিনের মধ্যে সেকেন্ড জেনারেশন রাইজেন থ্রেডরিপার লঞ্চ করতে যাচ্ছে এ এম ডি। ২ হাজার ডলারের নীচে এবার তারা অফার করছে ম্যাসিভ ৩২ কোর ও ৬৪ থ্রেডের পাওয়ার হর্স প্রসেসর যেখানে ইন্টেলের এই প্রাইস রেঞ্জে অফারিং হচ্ছে ১৮ কোর ও ৩৬ থ্রেড। এছাড়াও এই সেকেন্ড জেনারেশন থ্রেডরিপারের জন্য আলাদা করে কোন নতুন মাদারবোর্ড ঘোষণা করা হয় নি। বরং আগের জেনারেশনের X399 TR4 সকেটের মাদারবোর্ডকে সামান্য বায়োস আপডেট করিয়ে নিলেই তা হয়ে যাবে সেকেন্ড জেনারেশন রাইজেন থ্রেডরিপার রেডি।
এই সেকেন্ড জেনারেশন রাইজেন থ্রেডরিপার সিরিজে রিলিজ হচ্ছে মোট চারটি প্রসেসর। যাদের দুটি নামের শেষে থাকছে WX এবং বাকি দুটির নামের শেষে আগের জেনারেশনের মত X। ফ্ল্যাগশিপ 2990WX মডেলে পাবেন ৩২ কোর ও ৬৪ থ্রেড, 2970WX মডেলের পাবেন ২৪ কোর ও ৪৮ থ্রেড, 2950X প্রসেসরে পাবেন ১৬ কোর ও ৩২ থ্রেড এবং 2920X সিপিউতে পাবেন ১২ কোর ও ২৪ থ্রেড।
Model | Core/Thread Count | Base Clock | Boost Clock | TDP | Price |
Threadripper 2990WX | 32C/64T | 3.0 GHz | 4.2 GHz | 250 Watt | 1799 USD |
Threadripper 2970WX | 24C/48T | 3.0 GHz | 4.2 GHz | 250 Watt | 1299 USD |
Threadripper 2950X | 16C/32T | 3.5 GHz | 4.4 GHz | 180 Watt | 899 USD |
Threadripper 2920X | 12C/24T | 3.5 GHz | 4.3 GHz | 180 Watt | 649 USD |

লঞ্চের সময় শুধুমাত্র ফ্ল্যাগশিপ 2990WX প্রসেসর এভেল্যাবল থাকবে। এরপর ধীরে ধীরে বাকি প্রসেসর মার্কেটে আসা শুরু করবে।
সোর্সঃ videocardz.com