[Rumor] 14th Gen এর Non-K processor গুলোর সম্ভাব্য স্পেকস দেখে নিন

অক্টোবরে লঞ্চ হতে যাওয়া 14th Gen এর unlocked প্রসেসরগুলোর সম্ভাব্য বা Rumored স্পেসিফিকেশন তো বেশ আগেই বের হয়েছে। এবার Non-k প্রসেসর বা Locked প্রসেসরগুলোর স্পেকস ও অনুমান করেছে Insider রা বা Leaker রা। দুই ধাপে এগুলোর বেস ক্লক স্পিড,বুস্ট ক্লক স্পিড ,কোর থ্রেডের পাশাপাশি ক্যাশ মেমোরির পরিমাণ ও জানা গিয়েছে।।

 

বাড়ছে না Core i3, i5  এর কোর-থ্রেড এর সংখ্যা??

আগে অন্যন্য সোর্স থেকে দুই একবার শোনা গিয়েছিল যে Core i3 এর কোর সংখ্যা এবার বাড়তে যাচ্ছে, একটা হেক্সা কোর কোর আই থ্রি প্রসেসর আমরা দেখতে পাবো বলে আশা করেছিলাম। তবে chi11eddog (@g01d3nm4ng0 দাবি করছে যে চার কোরেই সীমাবদ্ধ থাকবে । একই সাথে Core i5 xx400,xx500 ও xx600 এর কোর থ্রেড ও আগের মতই থাকবে বলে দাবি করছে সে।

Core i3 14100/ এ চার কোর ও আটটি থ্রেড থাকবে, ১২ মেগাবাইট এর লেভেল থ্রি  ক্যাশ মেমোরির সাথে থাকবে 4.7 Ghz এর বুস্ট ক্লক ,অর্থাৎ আগের জেনারেশন থেকে ২০০ মেগাহার্জ বাড়ানো হতে পারে বুস্ট ক্লক।

Core i5 14400/f এও থাকবে আগের মতই ১০টি কোর ও ১৬টি থ্রেড, অর্থাৎ ৬টি পারফর্মেন্স কোরের সাথে চারটি এফিশিয়েন্সি কোর থাকবে। 13th Gen এর  4.8 Ghz বুস্ট ক্লক কে ২০০ মেগাহার্জ বাড়ানো হয়েছে। বেস ক্লক 2.5 Ghz ও Boost clock 4.7 Ghz। লেভেল থ্রি ক্যাশ মেমোরি থাকতে পারে ২০ মেগাবাইট।

একই কথা i5 এর বাকি দুটো প্রসেসর 14500, 14600 এর জন্য ও প্রযোজ্য। ১৪টি কোর ও ২০ টি থ্রেড থাকতে পারে দুটো প্রসেসরেই। এর মধ্যে ৮ টি এফিশিয়েন্সি কোর ও বাকি ৬টি পারফর্মেন্স কোর। 14400 এর বুস্ট ক্লক ৫ গিগাহার্জ ও 14600 এর ক্ষেত্রে তা আরো ২০০ মেগাহার্জ বেশি হতে পারে। ২টি প্রসেসরেই ২৪ মেগাবাইট এর লেভেল ৩ ক্যাশ থাকবে। Base clock 2.6 Ghz ও 2.7 Ghz যথাক্রমে।

i7 non-k এর কোর থ্রেড বাড়লেও সমান থাকবে i9 এর কোর থ্রেড সংখ্যা?

chi11eddog (@g01d3nm4ng0 এর মতে 13700 এর ১৬ কোর ২৪ থ্রেড থেকে 14700 এর কোর থ্রেড আরো ৪টি করে বেশি হবে। আগের বারের ৮+৮ কোর কনফিগারেশনে এফিশিয়েন্সি কোর যুক্ত হবে আরো ৪টি। অর্থাৎ ২০ কোর ২৮ থ্রেড দেখা যাবে Core i7 14700 এ। 5.2 Ghz এর বুস্ট ক্লকেও থাকবে ২০০ মেগাহার্জের আপগ্রেড। ৩৩ মেগাবাইট লেভেল থ্রি ক্যাশ ও 2.1 Ghz এর বেস ক্লক সম্পর্কেও জানা গিয়েছে।

i9 14900 এও ২০০ মেগাহার্জের বুস্ট ক্লক আপগ্রেড দেখা যাবে, তবে ২৪ কোর ৩২ থ্রেড এর কনফিগারেশন আগের মতই অপরিবর্তিত রাখা হয়েছে। সাথে থাকবে ২ গিগাহার্জ বেস ক্লক ও ৩৬ মেগাবাইট এর লেভেল থ্রি ক্যাশ।

 

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot