আসছে 12GB মেমোরির RX 6700XT

RX 6700XT নিয়ে বেশ কিছু তথ্য ঘোরাফেরা করছে অনলাইনে বেশ অনেকদিন ধরেই। এবার মোটামুটি কার্ডটির অস্তিত্ব সম্পর্কে একপ্রকার নিশ্চিত হওয়া গিয়েছে গিগাবাইটের মাধ্যম দিয়ে। আলোচনার ব্যাপার হচ্ছে RTX 3060 এর মত এই কার্ডটির ও থাকতে পারে 12GB Memory।

Gigabyte সাবমিট করেছে বেশ কিছু প্রোডাক্ট কোডঃ

Eurasian Economic Commission (EEC) তে গিগাবাইট রেজিস্টার বা সাবমিট করেছে RX 6700XT। বিষয়টি সবার আগে নজরে আসে 遠坂小町@Komachi এর এবং তার টুইটের মাধ্যমেই চাউর হয় খবরটি। লিকটি কনফার্ম করছে যে RX 6700XT তে থাকবে ১২ জিবি GDDR6 মেমোরি(192-bit memory Bus) গ্রাফিক্স কার্ডটি Navi 22 GPU ফিচার করতে পারে, যেটিতে 2560 টি stream processors এবং সাথে 40টি পর্যন্ত Ray Tracing কোর থাকতে পারে। পুর্বের কিছু লিক থেকে ধারণা করা যাচ্ছে যে 6700 এর Non XT মডেল ও থাকবে তবে তা সম্ভবত একসাথে লঞ্চ করবে না AMD।

আপনাদের সুবিধার্থে Tweet এবং মুল সোর্স এর অনুবাদ দিয়ে দেওয়া হলোঃ

https://twitter.com/KOMACHI_ENSAKA/status/1356912035716497409

লিক থেকে গিগাবাইট এর ৬টি RX 6700XT এর মডেল এর উল্লেখ পাওয়া যায়।

SKU Product Code
Gigabyte  RX 6700 XT AORUS GV-R67XTAORUS E-12GD
Gigabyte  RX 6700 XT Gaming OC GV-R67XTGAMING OC-12GD
Gigabyte  RX 6700 XT Gaming GV-R67XTGAMING-12GD
Gigabyte  RX 6700 XT Eagle OC GV-R67XTEAGLE OC-12GD
Gigabyte  RX 6700 XT Eagle GV-R67XTEAGLE-12GD
Gigabyte  RX 6700 XT (Reference) GV-R67XT-12GD-B

 

লিস্ট থেকে একটা বিষয় পরিষ্কার যে 3rd Party Partners গুলো এই কার্ডটিকে যথেষ্ট গুরুত্ব সহকারেই নিয়েছে যার প্রমাণ Gigabyte এর ছয় ছয়টি মডেল। এখানে আমরা রেফারেন্স মডেল এর সাথে  Eagle, Gaming,Gaming OC এর উল্লেখ দেখতে পাচ্ছি।

সম্ভবত RTX 3060Ti এবং 3060 এর সাথে Compete করবে RX 6700XT। যেহেতু এর মধ্যে RTX 3060 ও ১২ জিবি মেমোরির সাথে আসছে, এদের পারফর্মেন্স এবং দাম ও কাছাকাছি হতে পারে ধারণা করা হচ্ছে।যদিও পারফর্মেন্স সম্পর্কিত কোনো লিক এখনো মিডিয়াতে আসেনি।

কবে নাগাদ আমরা বাজারে পেতে পারি এই গ্রাফিক্স কার্ডগুলো তা এখন পর্যন্ত exact date না পাওয়া গেলেও AMD নিশ্চিত করেছে যে নতুন BIG NAVI এর কার্ডগুলো ২০২১ এর প্রথম অর্ধের মধ্যেই বাজারে প্রবেশ করবে।

আন্দাজ করা যাচ্ছে ফেব্রুয়ারি অথবা মার্চেই AMD RX 6700XT (অথবা 6700; নাকি উভয়ই) লঞ্চ করবে AMD।

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot