Search

১৫ই মার্চ আসছে 11th Gen Intel Processors

অনেক জল্পনা কল্পনা, একের পর Rumours,Leaks এর পর জানা যাচ্ছে যে সামনে মাসের ১৫ তারিখে ইন্টেল Launch করতে যাচ্ছে তাদের 11th Gen Rocket Lake Processors লাইনআপ। সাথে এও hint পাওয়া যাচ্ছে যে এই বছরেই আসতে পারে 12th Gen প্রসেসর লাইনআপ। সাথে উল্লেখ রয়েছে 11th Gen সংক্রান্ত অন্যন্য সকল খবর।

আমরা এতদিন জেনে আসছিলাম যে 2021 এর প্রথম quarter এ আসবে 11th gen। তবে  HKEPC এর রিপোর্ট অনুসারে 15th মার্চ আসতে যাচ্ছে Intel 11th Gen । এর মাধ্যমে প্রসেসর মার্কেটে, গেমার ও কন্টেন্ট ক্রিয়েটর দের মাঝে এবং অবশ্যই Enthusiast এবং সমগ্র টেক জগতেই নতুন করে প্রাণের সঞ্চার হবে তা বলা বাহুল্য। ইতিমধ্যেই বিভিন্ন ব্রান্ড তাদের 11th gen এর জন্য মাদারবোর্ড এর বিভিন্ন মডেল লঞ্চ করেছে। সম্প্রতি আমরা MSI এর B560, H510 সহ মাদারবোর্ড লাইনআপ এর দাম সম্পর্কেও জানতে পেরেছি। আমাদের ওয়েবসাইটে 11th gen সম্পর্কে বিভিন্ন সময়ে আসা বিভিন্ন Leaks Rumours তুলে ধরা হয়েছে।

Rumored Specs of 11th Gen processors (via Videocardz)

Rumors and leaks:

ntel 11th Gen core i5 11500 and 11400 listed on Geekbench

Latest 11th Gen Leaks 

 

এই বছরেই 12Th Gen? 

পুর্বে ইন্টেল জানিয়েছিল যে ২১ সালের দ্বিতীয়ভাগেই আত্মপ্রকাশ করবে 12th Gen।  একই রিপোর্ট এটাও দাবী করছে যে সেপ্টেম্বরেই Announced হবে 12th Gen এর প্রসেসর। তবে তা বাজারে প্রবেশ করবে আরো কিছুদিন পর। HKEPC এর তথ্য অনুসারে Alder Lake এ ইন্টেল তাদের 10nm SuperFin architecture এর enhanced edition ব্যবহার করবে। Alder Lake এ 20% পর্যন্ত IPC Gain দেখা যেতে পারে বলে Rumor রয়েছে।

H410.B460 বোর্ডে চলবে না 11th Gen Processors: 

আমরা বেশ অনেকদিন ধরেই জেনে আসছিলাম যে পুর্ববর্তী জেনারেশন অর্থাৎ 10th gen এর চিপসেট H410 বা B460 মাদারবোর্ডেই চালানো যাবে আসন্ন 11th Gen প্রসেসরগুলো। কিন্ত কিছুদিন আগে ইন্টেল নিশ্চিত করে যে এই মাদারবোর্ডগুলো support করবে না 11Th Gen প্রসেসরগুলো। অর্থাৎ যারা এই বোর্ড দিয়ে পরবর্তী জেনারেশন এ আপগ্রেড করতে চেয়েছিলেন তাদের জন্য দুঃসংবাদ। তবে যারা H470 বা Z490 মাদারবোর্ড এর মালিক তারা অবশ্য বায়োস আপগ্রেড করে ঠিকই 11th Gen এর প্রসেসরগুলো চালাতে পারবেন।

উল্লেখ্য যে একের পর এক বিভিন্ন Leak এবং Rumor এর পর গত জানুয়ারির CES এ Core i9 11900k এর বেশ কিছু Specs ,Benchmark Score Presentation এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে 11Th Gen এর ঘোষণা দেয় ইন্টেল।

MSI’s B560, H510 এর মাদারবোর্ড এর দামঃ 

MSI আসন্ন 11Th Gen প্রসেসর এর জন্য B560 এবং H510 মাদারবোর্ড লাইনআপ এর দাম প্রকাশ করেছে।H510 এর মাত্র দুটি মাদারবোর্ড থাকলেও সেই লিস্টে B560 এর বিশাল বহর দেখতে পাওয়া যাচ্ছে। এন্ট্রি লেভেলের বোর্ড H510MA-Pro, H510M Pro এর MSRP উল্লেখ করা হয়েছে ৮৯ ডলার। অন্যদিকে B560 বোর্ডগুলোর মধ্যে সবথেকে কমদামের বোর্ডটির দাম 109 ডলার। নিচের টেবিল থেকে দেখে নিন সম্পুর্ণ লাইনআপ এর দাম।

Motherboard MSRP in $
MPG B560I Gaming Edge WiFi 159
MAG B560 Tomahawk WiFi 189
MAG B560 Torpedo 169
MAG B560M Mortar WiFi 179
MAG B560M Mortar 159
MAG B560M Bazooka 139
B560M Pro-VDH WiFi 149
B560M Pro-VDH 129
B560M Pro WiFi 129
B560M Pro 109
B560M-A Pro 99
H510M Pro 95
H510M-A Pro 89

 

MSI B560 & H510 Motherboards: Ready for Liftoff! – YouTube

 

Share This Article

Search