Search

Intel 11th Gen Processors : জেনে নিন দাম,স্পেকস

অবশেষে ইন্টেল অফিশিয়ালি Reveal করলো তাদের 11th Gen Rocket Lake-S Desktop Processors লাইনআপ। আজকের আর্টিকেলে আলোচনা করা হয়েছে দাম,কবে থেকে কিনতে পাওয়া যাবে, স্পেসিফিকেশন,উল্লেখযোগ্য ফিচারস, 10th gen এর সাথে পার্থক্য, দেশের বাজারে দাম কত হতে পারে ইত্যাদি সম্পর্কে।

Highlights:

 

এবারের 11th gen desktop lineup PCIe Gen 4 সাপোর্ট করবে। রয়েছে Higher Bus Speed এর র‍্যাম সাপোর্ট (up to 3200Mhz by default)। প্রসেসরগুলো আগের মতই 14nm আর্কিটেকচারে তৈরী। নতুন core architecture এ তৈরী এবারের core গুলো যার নাম Cypress cove এবং এই ডেক্সটপ প্রসেসর গুলো LGA 1200 সকেটের মাদাববোর্ডে চলবে তবে ইন্টেল জানিয়েছে যে আগের জেনারেশনের H410 এবং B460 চিপসেটে চালানো যাবে না প্রসেসরগুলো। এবার ইন্টেলের এই প্রসেসরগুলোর ক্ষেত্রে মেমোরি ওভারক্লকিং ও করা যাবে সহজেই, bios এ না প্রবেশ করেই। ইন্টেলের নিজস্ব ইউটিলিটিতেই ইন্টেল memory OC করার সুবিধা যোগ করেছে।

 

ইন্টেলের দাবি এবারের লাইনআপ 19% পর্যন্ত IPC বা instructions per cycle deliver করতে সক্ষম। ইন্টেলের মতে এবারের integrated গ্রাফিক্স 50% পর্যন্ত বেটার পারফর্মেন্স দেবে। রয়েছে নতুন AI Integration।

গেমিং ও multitasking এও আগের থেকে বেটার পারফর্মেন্স পাওয়া যাবে 11th gen এর প্রসেসরগুলোতে। ইন্টেল এর approach দেখে মনে হচ্ছে gaming এ আবার ও হারানো crown ফিরে পাওয়ার ব্যাপারে তারা যথেষ্ট আশাবাদী ও আত্মবিশ্বাসী। সাথে productivity তেও শীর্ষস্থানটা দখল করতে চায় তারা। তবে 3rd party reviewer দের থেকে রিভিউ এর আগ পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কিছুই। এবারে ইন্টেলের Tagline হচ্ছে ‘gaming happens with intel’

Intel 11th Gen Desktop Processor Specs:

একের পর এক লিক এর মাধ্যমে announcement এর আগের দিন পর্যন্ত ও আমরা বিভিন্ন তথ্য আগে থেকেই জানতে পেরেছি। গত কয়েক মাসে আমাদের ওয়েবসাইটেও আমরা বেশ কিছু ছোট ছোট ব্রেকিং নিউজ, বড় থ্রেড (ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই) এর মাধ্যমে মেজর সব নিউজ কভার করেছি আপনারা জানেন। এগুলোর মাধ্যমে একপ্রকার সবই reveal হয়ে গিয়েছিল 11th Gen সম্পর্কে। কতগুলো প্রসেসর, বুস্ট ক্লক,TDP,base clock, cores threads সবই। তবুও সংক্ষিপ্ত আকারে আরেকবার নিচে তুলে ধরছি।

Intel 11th Gen Core i7 and Core i9 lineup:

Core i7 এবং i9  এর মোট ১০টি ভ্যারিয়েন্ট রয়েছে। যেগুলোর মধ্যে IGPU সহ, unlocked, 35W TDP থেকে শুরু করে 125W পর্যন্ত TDP এর প্রসেসর রয়েছে। প্রতিটি  প্রসেসরই 8 টি কোর এবং 16টি thread এর সাথে আসছে।

Intel Core i9 11th Gen price: 

  • i9-11900K—up to 3.5 GHz base / 5.3 GHz boost ($539)
  • i9-11900KF—up to 3.5 GHz base / 5.3 GHz boost ($513)
  • i9-11900—up to 2.5 GHz base / 5.2 GHz boost ($439)
  • i9-11900F—up to 3.5 GHz base / 5.2 GHz boost ($422)

Intel core i7 11th Gen Price:

  • i7-11700K—up to 3.6 GHz base / 5.0 GHz boost ($399)
  • i7-11700KF—up to 3.6 GHz base / 5.0 GHz boost ($374)
  • i7-11700—up to 2.5 GHz base / 4.9 GHz boost ($323)
  • i7-11700F—up to 2.5 GHz base / 4.9 GHz boost ($298)

comparison vs 10th gen: 

উপরের চার্ট এর সাথে, দাম এর সাথে ছবির তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি 11900k,11900kf এর দাম আগের জেনারেশন অপেক্ষা ৪০ ডলার মত বেশি। clock speed, base clock সহ অন্যন্য বেশিরভাগ specs এই নেই কোনো পরিবর্তন। বরং boost clock 10th gen এর ক্ষেত্রে ছিল 4.8Ghz ,তা নতুন জেনারেশনে 100mhz কম।

তবে 10900,10900f, অর্থাৎ non-k বা locked প্রসেসর এর দাম কিন্ত 10th gen এর সমানই রাখা হয়েছে।

এবার core i7 লাইনআপ এর দিকে তাকানো যাক। সবথেকে 11700,11700f অর্থাৎ locked দুটি ভ্যারিয়েন্ট এর দাম আগের মতই রয়েছে যেটি বেশ ভালো ব্যাপার।  তবে k variant দুটির দাম ২৫ ডলার করে বেশি নির্ধারণ করেছে ইন্টেল।

Intel 11th gen Core i5  Lineup: 

 

আই ফাইভের ক্ষেত্রেও বিশেষ কোনো পরিবর্তন চোখে পড়ছে না। ৬টি করে কোর এবং ১২ টি করে থ্রেড রয়েছে প্রসেসরগুলোতে। 12MB L3 Cache memory এর সাথে গ্রাফিক্স ইউনিট হিসেবে intel HD 730 দেওয়া হয়েছে। আগের জেনারেশনের সাথে 200/100 Mhz কম বেশি পার্থক্য দেখা যাচ্ছে base-boost clock এর ক্ষেত্রে।

Intel 11th gen core i5 price:

  • i5-11600K—up to 3.9 GHz base / 4.9 GHz boost ($262)
  • i5-11600KF—up to 3.9 GHz base / 4.9 GHz boost ($237)
  • i5-11600—up to 2.8 GHz base / 4.8 GHz boost ($213)
  • i5-11600T—up to 1.7 GHz base / 4.1 GHz boost ($213)
  • i5-11500—up to 2.7 GHz base / 4.6 GHz boost ($192)
  • i5-11500T—up to 1.5 GHz base / 3.9 GHz boost ($192)
  • i5-11400—up to 2.6 GHz base / 4.4 GHz boost ($182)
  • i5-11400F—up to 2.7 GHz base / 4.4 GHz boost ($157)
  • i5-11400T—up to 1.3 GHz base / 3.7 GHz boost ($182)

দামের দিকে লক্ষ করলে দেখা যাচ্ছে সর্বনিম্ন ভ্যারিয়েন্টটি ১৫৭ ডলারে পাওয়া যাবে। সেম মডেলের জিপিইউ সহ ভ্যারিয়েন্টটির ক্ষেত্রে গুনতে হবে ১৮২ ডলার। 11600kf এর দাম নির্ধারণ করা হয়েছে 237 ডলার। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে i5 lineup এর মধ্যে সবথেকে efficient মডেল দুটি হচ্ছে 11600KF এবং 11400F।

কবে থেকে পাওয়া যাবে? Intel 11th gen launch date

প্রসেসরগুলো মার্চের ৩০ তারিখ থেকে বাজারে এভেলেবল হবে। বাংলাদেশের বাজারে আশা করা যায় লঞ্চের সাথে সাথেই আমরা পেয়ে যাব প্রসেসরগুলোকে। দাম দেশের বাজারে কত হতে পারে?

দেশের বাজারে এই প্রসেসরগুলোর দাম 10th gen এর মতই অর্থাৎ original price থেকে সামান্য বেশি দামে পাওয়া যেতে পারে। অর্থাৎ আমরা আগের বার official price থেকে দেশের বাজারে দামের যে পার্থক্য দেখেছিলাম এবার ও সেরকমই দেখতে পাওয়া যাবে। প্রথম দিকে প্রাইস সামান্য বেশি হলেও কিছু দিন পর তা আমরা আরো কম দামে কিনতে পারবো আশা করা যাচ্ছে।

 

Share This Article

Search