আগামি CES 2019 ইভেন্টে এ এম ডি এর একটি বড় কি নোট সেশন রয়েছে। যেখানে ধারণা করা হচ্ছে এ এম ডি অফিসিয়ালি তাদের তৃতীয় জেনারেশনের মেইনস্ট্রিম রাইজেন প্রসেসর এবং ডেস্কটপ কম্পিউটারের জন্য ‘Navi’ জিপিউ এনাউন্স করবে! কিন্তু দিন যতই ঘনিয়ে আসছে তৃতীয় জেনারেশনের রাইজেন এবং নেক্সট জেন এ এম ডি জিপিউ নিয়ে বিভিন্ন ধরণের লিক এবং গুজব বের হচ্ছে। ইতিমধ্যে ইউটিউব চ্যানেল ‘Adored TV‘ নেক্সট জেনারেশনের সিপিউ ও জিপিউ নিয়ে অনেক তথ্য লিক করে দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নেক্সট জেনারেশন প্রসেসরের স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম। আর টাইটেল দেখেই বুঝতে পারছেন সব কিছু ঠিক থাকলে মাত্র ৫০০ ডলারের নীচেই পেয়ে যাব ১৬ কোর ৩২ থ্রেডের প্রসেসর।
চলুন এক নজরে দেখে নেয়া যাক তার লিক করা থার্ড জেন রাইজেন প্রসেসরের সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।
Model | Core/Thread Count | Base/Boost Clock | TDP | Price | Release |
Ryzen 3 3300 | 6C/12T | 3.2/4.0 GHz | 50 Watt | 99 USD | CES 2019 |
Ryzen 3 3300X | 6C/12T | 3.5/4.3 GHz | 65 Watt | 129 USD | CES 2019 |
Ryzen 3 3300G (APU) | 6C/12T | 3.0/3.8 GHz | 65 Watt | 129 USD | H2 2019 |
Ryzen 5 3600 | 8C/16T | 3.6/4.4 GHz | 65 Watt | 178 USD | CES 2019 |
Ryzen 5 3600X | 8C/16T | 4.0/4.8 GHz | 95 Watt | 229 USD | CES 2019 |
Ryzen 5 3600G (APU) | 8C/16T | 3.2/4.0 GHz | 65 Watt | 199 USD | H2 2019 |
Ryzen 7 3700 | 12C/24T | 3.8/4.6 GHz | 95 Watt | 299 USD | CES 2019 |
Ryzen 7 3700X | 12C/24T | 4.2/5.0 GHz | 105 Watt | 329 USD | CES 2019 |
Ryzen 9 3800 | 16C/32T | 3.9/4.7 GHz | 125 Watt | 449 USD | CES 2019 |
Ryzen 9 3800X | 16C/32T | 4.3/5.1 GHz | 135 Watt | 499 USD | CES 2019 |
এই লিস্ট দেখে যা বোঝা যাচ্ছে ইন্টেলকে টেক্কা দেয়ার জন্য এ এম ডি খুব ভালোভাবেই প্রিপারেশন নিয়ে ফেলেছে। উল্লেখ্য সকল লিস্টে থাকা প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড তৈরি করা হবে ৭ ন্যানোমিটার আর্কিটেকচার দিয়ে যাতে স্পীড এবং কম্প্যাটিবিলিটি অনেকটাই বেড়ে যাবে। অপরদিকে ইন্টেল এখনো তাদের ১০ ন্যানোমিটারের প্রসেসর বাজারে আনতে পারে নি। যার কারণে ধীরে ধীরে মার্কেট শেয়ার হারাচ্ছে ইন্টেল।
এছাড়াও আরো বেশ কিছু জিনিস লক্ষ্য করলে দেখা যায় প্রথম বারের মত আমরা পেতে যাচ্ছে Ryzen 9 সিরিজ প্রসেসর যেখানে আগের জেনারেশনে Ryzen 7 এর উপরে উঠতে দেখা যায় নি। তবে এই নেমিং স্কিম কোথা থেকে নেয়া হয়েছে তা আলাদা করে বলা লাগবে না নিশ্চয়ই। এছাড়াও, তাদের ১৬ কোর ও ৩২ থ্রেডের Ryzen 9 প্রসেসরের দাম শুরু হচ্ছে মাত্র ৪৫০ ডলার থেকে যেখানে ইন্টেলের ১৬ কোর এর প্রসেসরের জন্য আপনাকে বর্তমানে প্রায় ১৮০০ ডলার খরচ করতে হবে।
আরো একটি কনফার্মেশন পাওয়া গিয়েছে যে পুরাতন প্রথম ও দ্বিতীয় জেনারেশনের জন্য আসা সকল A320, B350, B450, X370 এবং X470 মাদারবোর্ড সামান্য বায়োস আপডেট করে এই জেনারেশন প্রসেসরের সাথে ব্যবহার করা যাবে। অবশ্য আগামি কম্পিউটেক্স ২০১৯ এ এই তৃতীয় জেনারেশনের জন্য X570 মাদারবোর্ড বের হবে যার খবর আপনারা পড়ে নিতে পারেন এখানে ক্লিক করে।