ওয়েস্টার্ন ডিজিটালের নতুন গেমিং এসএসডি
এখন আমরা প্রায় সব কিছুতেই গেমিং নাম দেখতে পাচ্ছি। মাদারবোর্ড, জিপিউ থেকে শুরু করে হাতের ব্রেসলেটের মধ্যেও আসছে গেমিং ট্যাগ। কিন্তু প্র্যাক্টিকালিটির কথা বিবেচনা করলে সামান্য জিনিসই গেমিং ও প্রোডাক্টিভিটির কাজে এডভান্টেজ অফার করে। স্টোরেজ কম্পোনেন্ট জায়ান্ট ওয়েস্টার্ন ডিজিটাল রিলিজ করল তাদের নতুন গেমিং এসএসডি স্টোরেজ। টেকনিক্যালি এর মধ্যে গেমিং নাম না থাকলেও এতে আপনারা পাবেন গেমিং মোড যা এই মডেলকে অনেকটা গেমিং এস এস ডি হিসেবেই আখ্যায়িত করে।
নব্য রিলিজ করা এই গেমিং এসএসডি এর মডেলের নাম দেয়া হয়েছে WD Black SN750। এটি হচ্ছে একটি M.2 NVMe SSD যাকে মূলত ডিজাইন করা হয়েছে Samsung 970 EVO কে চ্যালেঞ্জ করার জন্য। এই গেমিং এসএসডি এর মেমোরি চিপের জন্য ব্যবহার করা হয়েছে BiCS3 3D TLC NAND মডিউল। এছাড়া এই গেমিং এসএসডি তে দেয়া হয়েছে তাদের নিজস্ব Sandisk 64-layer NAND যা হচ্ছে মূলত Sandisk 20-82-007011 কন্ট্রোলার এবং SK Hynix DDR4 মেমোরি কেইশ।
এই গেমিং এসএসডি বাজারে এভেল্যাবল হবে আগামি মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে, কিন্তু বাংলাদেশে কবে নাগাদ আসতে পারে তা নিশ্চিত করে বলা যাচ্ছে। এটি এভেল্যাবল হবে ২৫০ জিবিম ৫০০ জিবি, এক টেরাবাইট এবং দুই টেরাবাইট ভার্শনে। নীচে ফুল স্পেসিফিকেশন এবং আন্তর্জাতিক এম এস আরপি দেয়া হল।
WD Black SN750 | 250GB | 500GB | 1TB | 2TB |
Sequential Read (Q32T1) |
3,100 MB/s | 3,470 MB/s | 3,470 MB/s | 3,400 MB/s |
Sequential Write (Q32T1) |
1,600 MB/s | 2,600 MB/s | 3,000 MB/s | 2,900 MB/s |
Random Read 4K IOPS (Q32T1) |
220,000 | 420,000 | 515,000 | 480,000 |
Random Write 4K IOPS (Q32T8) |
180,000 | 380,000 | 560,000 | 550,000 |
Endurance (TBW) | 200 | 300 | 600 | 1,200 |
Peak Power (10µs) | 9.24W | |||
PS3 (Power State 3) Idle Power |
70mW | 100mW | ||
PS4 (Power State 4) Idle Power |
2.5mW | |||
Warranty | 5 Years | |||
MSRP (USD) | $79.99 | $129.99 | $249.99 | $499.99 |
এছাড়া শুরুর দিকের মডেলগুলো কোন প্রকার হিটসিংক ছাড়া রিলিজ হলেও পরবর্তীতে এই মডেলগুলো প্রিমিয়াম EKWB হিটসিংকসহ পাওয়া যাবে। তবে সেই ক্ষেত্রে আপনাকে এই স্পেসিফিক মডেলের জন্য বেশ কিছুটা প্রিমিয়াম গুণতে হতে পারে।
ওয়েস্টার্ন ডিজিটালের নতুন গেম মোড
WD Black SN750 মডেলের জন্য স্পেসিফিকলি রিলিজ করা হয়েছে নতুন এবং ইউনিক একটি সফটওয়্যার যাকে কোম্পানি বলছে গেম মোড। এই গেম মোড স্পেসিফিক্যালি এসএসডির পাওয়ার ড্র লিমিট রিমুভ করে ড্রাইভ ল্যাটেন্সি কমিয়ে দেবে। এতে করে আপনাদের গেম লোড হবে অনেক তাড়াতাড়ি।
কিন্তু এই মোডের একটি নেগেটিভ দিক হচ্ছে মডেলের হিট প্রোডাকশন। যেহেতু পাওয়ার ড্র লিমিট সরিয়ে ফেলা হবে, তাই গেমিং এসএসডি মাদারবোর্ড থেকে বেশ খানিকটাই পাওয়ার ড্র করবে। যার ফলে মডেলটি হয়ে উঠবে অনেকটাই গরম। যাদের কেসিঙ্গে ভালো এয়ার ফ্লো আছে তাদের তেমন কোন চিন্তা না করতে হলেও যারা মিনি আইটিএক্স কেসিং ব্যবহার করছেন বা তেমন ভালো এয়ার ফ্লো এর কেসিং ব্যবহার করছেন না, তাদের জন্য এই মোড রেকমেন্ডেড নয়।
মূল সোর্সঃ OC3D