থার্ড জেনারেশন রাইজেন রিভিল! ১২ কোরের গেমিং সিপিউ ৫০০ ডলারে

অতঃপর অসংখ্য জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অফিসিয়ালি এনাউন্স করা হল থার্ড জেনারেশন রাইজেন 3000 সিরিজের প্রসেসর। বাংলাদেশের প্রথম কোন মিডিয়া গ্রুপ হিসেবে পিসি বিল্ডার বাংলাদেশ কভারেজ দিতে যাচ্ছে কম্পিউটেক্সের মেজর কোন ব্র্যান্ডের কি নোট সেশন (ভিডিও আসছে)। তাইপে সময় সকাল ১০ টায় শুরু হওয়া কম্পিউটেক্সের উদ্ভোধনি অনুষ্ঠান এবং এ এম ডি কি নোট সেশন শুরু হয় তাইপে ইন্টারন্যশনাল কনভেনশন সেন্টারে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ এম ডির প্রেসিডেন্ট ও সিইও লিসা সু। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এ এম ডির প্রভাব এবং আধিপত্য বিস্তার নিয়ে কথা বলার পরেই এনাউন্স করা হয় অফিসিয়াল থার্ড জেন রাইজেন প্রসেসরের।

এই ইভেন্টে অবশ্য থার্ড জেনারেশন রাইজেনের ফুল লাইন আপ পাওয়া না গেলেও এনাউন্স করা হয় টপ অফ দা লাইন তিনটি প্রসেসরের। যদিও অনেককে আশাহত করে ১৬ কোরের মেইনস্ট্রিম রাইজেন প্রসেসর এনাউন্স না করা হলেও আমরা পেতে যাচ্ছি দুনিয়ার প্রথম ১২ কোরের গেমিং সিপিউ। প্রথমবারের মত রাইজেন পরিবার ঢুকতে যাচ্ছে Ryzen 9 ক্যাটাগরিতে আর এই ১২ কোরের মডেলের নাম হচ্ছে Ryzen 9 3900X। সকল ১২ কোর ও ২৪ থ্রেডের বেইজ ক্লক হবে ৩.৮ গিগাহার্টজ এবং যথাযথ কুলিঙ্গে তা বুস্ট করবে ৪.৬ গিগাহার্টজ স্পীডে যা ইন্টেলের X সিরিজের কাউন্টারপার্ট এখনো করে উঠতে পারে নি। এছাড়াও এনাউন্স করা হয় আট কোরের দুটি প্রসেসর যাদের মধ্যে একটি হচ্ছে এন্ট্রি লেভেলের Ryzen 7 3700X এবং অপরটি হচ্ছে ভালো মানের ওভারক্লকিং সাপোর্টযুক্ত Ryzen 7 3800X সিপিউ।

বেসিক স্পেসিফিকেশনের পাশপাশি এনাউন্স করা হয় তাদের এম এস আর পি বা রিটেইল প্রাইসও। এন্ট্রি লেভেল রাইজেন 3700X এর দাম নির্ধারণ করা হয়েছে ৩২৯ ডলার, 3800X এর দাম ৩২৯ ডলার এবং ১২ কোরের 3900X এর দাম ৪৯৯ ডলার যার বিপরীতে আছে ইন্টেলের আট কোরের i9 9900K প্রসেসর। সম্পূর্ণ এই সাত ন্যানোমিটার আর্কিটেকচারের বিপরীতে আগামিকাল ইন্টেল কি এনাউন্স করতে পারে তা দেখার বিষয় হবে।

Model Core / Thread Count Base Clock Speed (All Cores) Boost Clock Speed (All Cores) TDP MSRP (USD)
Ryzen 7 3700X 8/16 3.6 GHz 4.4 GHz 65W 329$
Ryzen 7 3800X 8/16 3.9 GHz 4.5 GHz 105W 399$
Ryzen 9 3900X 12/24 3.8 GHz 4.6 GHz 105W 499$

 

Share This Article

Search