এএমডির 4000 সিরিজের ডেস্কটপ প্রসেসর আসবে ২০২০ এ এটা আমরা মোটামুটি সবাই জানি। প্রসেসরগুলোর স্পেসিফিকেশনস, প্রাইস ,লঞ্চ ডেট অফিশিয়ালি কিছুই জানা যায়নি তবে বিভিন্ন সময় বিভিন্ন লিকসের মাধ্যমে চাঞ্চল্যকর তথ্য ও স্পেসিফিকেশনস এসেছে।
4000 সিরিজ! আগের সিরিজ থেকে ৯০% ফাস্ট?
Twitter tipster _rogame এর শেয়ার করা 3Dmark স্কোর থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে 4000 সিরিজ এর প্রসেসরগুলো 90% ফাস্ট হতে পারে 3000 সিরিজ থেকে। তার দেওয়া একটি টুইটার পোস্টে 3dmark এর স্কোর দেখানো হয়েছে এবং ryzen 7 PRO 4700G এর সাথে 3400G এর সরাসরি তুলনা করা যাচ্ছে স্ক্রিনশটটি থেকে।
বায়োস্টার প্রকাশ করলো AMD Ryzen 4000 Renoir APU এর স্পেসিফিকেশনস?
বায়োস্টার ইতিমধ্যেই রিভিল করেছে তাদের 550 মাদারবোর্ড ও সেখানথেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে PCIe 4.0 সাপোর্ট থাকছে না 4000 Renoir প্রসেসরগুলোতে।
এবার তাদের কাছ থেকে বের হয়ে এসেছে 4000 সিরিজ এর সম্পুর্ণ লাইনআপ এর স্পেসিফিকেশনস!
রাইজেন ৩ থেকে ৭ পর্যন্ত থাকছে এবারের লাইনআপ। পুরা লাইনআপটিই জেন ২, ৭ ন্যানোমিটার আর্কিটেকচারের উপর হবে বলে জানা যাচ্ছে। এবং থ্রেড ও কোর কাউন্টে ৬/১২, ৮/১৬ এরকম জোড়ায় আসবে উপরের দিকের ভ্যারিয়েন্ট গুলো।
বায়োস্টারের লিকটি খুবই সামান্য তথ্য প্রকাশ করছে ও ৭টি প্রসেসর দেখা যাচ্ছে অন্যদিকে নিচের একটি লিক থেকে যদিও আরো বেশি প্রসেসরের তথ্য পাওয়া যাচ্ছে। বায়োস্টারের লিকে রয়েছে ৩টি রাইজেন ৭ , ২টি করে আরো ৪টি রাইজেন ৫ ও ৩ প্রসেসর।
নিচে দেওয়া হলো বায়োস্টার এর লিক হতে প্রাপ্ত স্পেসিফিকেশনঃ
স্পেসিফিকেশনস প্রকাশ করেছে Igor’s Lab(not 100% confirmed)
জার্মান পাবলিকেশন Igor’s Lab দাবি করেছে তাদের কাছে স্পেসিফিকেশনের ডকুমেন্ট রয়েছে । তাদের স্পেসিফিকেশনের লিস্টে রয়েছে ১২টি 4000 সিরিজের APU. ছয়টি প্রসেসর ধারণা করা হচ্ছে G প্রসেসর হিসেবে যেগুলোর 65 ওয়াট টিডিপি থাকবে ও বাকি ছয়টিকে ভাবা হচ্ছে GE প্রসেসর যেগুলোর ৩৫ ওয়াট টিডিপি থাকবে। বায়োস্টারের স্পেসিফিকেশনের মত এখানেও প্রথমবারের মত রাইজেন ৭ দেখা যাচ্ছে এপিইউ লাইনআপে। চারটি কোর আটটি থ্রেড, ছয়টি কোর বারোটি থ্রেড ও আটটি কোর ষোলটি থ্রেড এই ৩ রকম কম্বিনেশনে আসবে প্রসেসরগুলো। এবং যথাক্রমে রাইজেন ৩, ৫,৭ নামধারী হবে বলে ধরে নেওয়া যায়।
দেখা মিললো Ryzen 5 4400G?
Twitter tipster @TUM_APISAK এর লিক থেকে দেখা যাচ্ছে একটি Ryzen 5 4400G এর ডিটেইলস। এখান থেকে স্পষ্ট যে এপিইউটির ৬টি কোর ১২ টি থ্রেড থাকছে, 3.3-3.7ghz পর্যন্ত ক্লক স্পিড থাকছে।
ryzen 7 4700G এর ছবি লিক?
4700G এর সাথে 5600Mhz স্পিডের র্যাম???
wccftech থেকে আমরা একটি CPUZ এবং AIDA64 এর স্ক্রিনশট পেয়েছি যেখানে Ryzen 7 কে দেখা যাচ্ছে একটি অতিমানবীয় স্পিড 5600 Mhz এর র্যামের সাথে।
Asrock Deskmini SFF PCতে রাইজেন 4700G APU:
একটি বেঞ্চমার্ক সাবমিশন অনুসারে জানা যাচ্ছে যে Asrock এর DeskMini A300 এর পরবর্তী এডিশনে AMD এর 4000 সিরিজ APU থাকবে। কেননা প্রসেসরের কোডনেমের প্রথম অংশটি 4700G (4000 সিরিজের একটি APU) এর OPN(ordering port number) এর সাথে মিলে যায় ।
উল্লেখ্য যে 4700G কে আশা করা হচ্ছে রাইজেনের 4000 APU সিরিজের ফ্লাগশিপ হিসেবে। ৭ ন্যানোমিটার আর্কিটেকচারের এপিইউটিতে থাকছে ৮টি কোর ও ১৬টি থ্রেড । এবং বায়োস্টারের লিক অনুসারে থাকছে 3.6 Ghz বেস ক্লক ও ৬৫ ওয়াট টিডিপি। গুজব অনুসারে এপিইউটির বুস্ট ক্লক হতে পারে 4.45 Ghz এবং গ্রাফিক্সের দিকে তাকালে থাকছে ৮টি গ্রাফিক্স কোর যার স্পিড 2100Mhz পর্যন্ত।
এসরকের এই মিনি পিসির মাদারবোর্ড হিসেবে লিক অনুসারে দেখা যাচ্ছে ASROCK X300-STX মডেলটি।
রিলিজ ডেট?
Chinatimes এর তথ্য অনুসারে ২০২০ এর শেষ কোয়ার্টারের প্রথমদিকে অর্থাৎ রিলিজ হবে RDNA 2 গ্রাফিক্স কার্ড ও 4000 সিরিজ এর প্রসেসর।
4000 সিরিজ ল্যাপটপ স্পেসিফিকেশনসঃ
ডেস্কটপ প্রসেসর রিলিজ না হলেও বাজারে কিন্ত ল্যাপটপ এসে গেছে 4000 সিরিজের ।দেখে নিন স্পেসিফিকেশনস।
- AMD Ryzen 7 4800U: 8 cores, 16 threads | 1.8GHz base, 4.2GHz boost | 12MB cache
- AMD Ryzen 7 4700U: 8 cores, 8 threads | 2.0GHz base, 4.1GHz boost | 12MB cache
- AMD Ryzen 5 4600U: 6 cores, 12 threads | 2.1GHz base, 4.0GHz boost | 11MB cache
- AMD Ryzen 5 4500U: 6 cores, 6 threads | 2.3GHz base, 4.0GHz boost | 11MB cache
- AMD Ryzen 3 4300U: 4 cores, 4 threads | 2.7GHz base, 3.7GHz boost | 6MB cache
- AMD Ryzen 7 4800H: 8 cores, 16 threads | 2.9GHz base, 4.2GHz boost | 12MB cache
- AMD Ryzen 5 4600H: 6 cores, 12 threads | 3.0GHz base, 4.0GHz boost | 11MB cache