দেখা মিললো Zotac এর RTX 3090 Trinity এর।

অনেকদিন ধরেই বিভিন্ন লিক এর মাধ্যমে আমরা দেখা পেয়েছি RTX 30 সিরিজের কার্ড এর।সেগুলো সবই ছিল একদম বেসিক founders edition, কিন্ত সম্ভবত এই প্রথমবারের মত কোনো কাস্টম RTX 30 কার্ড দেখা গেলো। সম্প্রতি Zotac এর কিছু 30 সিরিজের কার্ড এর ছবি বের হয়ে এসেছে।

 

Trinity HoLo একটি বিশাল দৈত্যাকার ট্রিপল ফ্যান বিশিষ্ট কার্ড। দৈর্ঘ্য আনুমানিক প্রায় ৩০ সেন্টিমিটার। ছবি থেকে দেখা যাচ্ছে যে কার্ডটিতে RGB Shroud এর সাথে LED Backplate রয়েছে।

কার্ডটিতে Dual 8 Pin connectors এর সাথে NVLink সাপোর্ট রয়েছে , কার্ডটির আরো একটি ভ্যারিয়েন্ট রয়েছে যেটিতে HoLo ব্রান্ডিং এবং RGB অনুপস্থিত ।

 

এই লিক টিতে মোট ৩টি কার্ডের দেখা পাওয়া যায়। RTX 3090, RTX 3080 and RTX 3070. প্রথম দুটি ডিজাইনের দিক দিয়ে একই, তাদের বোর্ড এবং ডিজাইন ও সেম।

এবং 2070 কার্ডটি তুলনা মুলক ছোট ,টুইন ফ্যান বিশিষ্ট।

তবে ছবিগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে অবশ্যই বলতে হবে যে কার্ডগুলোর ডিজাইন অত্যন্ত সুন্দর। বিশেষ করে RGB, LED এর কারণে কার্ডগুলোর লুক অন্য একটি পর্যায় এ গিয়েছে।। নিঃসন্দেহে এই কার্ডগুলো সম্পুর্ণ RTX লাইনআপের মধ্যেই অন্যতম সুন্দর কার্ডগুলোর তালিকায় প্রথমে থাকতে যাচ্ছে।

the bring down the mercury tagline

 

যে কয়েকটি রেন্ডার বের হয়ে এসেছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে cooling এর বিষয়টি বেশ হাইলাইট করা হয়েছে। বিশেষ করে ১১ ব্লেড ফ্যান এর air in, air out এর ব্যাপারটি দেখানো হয়েছে।।

design
Advanced cooling system
zotac highlights their ‘all new cooling features’

 

আর বোনাস হিসেবে Zotac এর Firestorm utility এর স্ক্রিনশটে জিপিইউ টির বেশি উল্লেখযোগ্য কিছু স্পেসিফিকেশন দেখা যাচ্ছে।

firestorm utility app tells us some important things

 

ভিডিওকার্ডজ এর মতে জোট্যাক অন্তত ৮টি RTX 30 কার্ড লঞ্চ করবে-

  • GeForce RTX 3090 AMP Extreme
  • GeForce RTX 3090 Trinity HoLo
  • GeForce RTX 3090 Trinity
  • GeForce RTX 3080 AMP Extreme
  • GeForce RTX 3080 Trinity HoLo
  • GeForce RTX 3080 Trinity
  • GeForce RTX 3070 Twin Edge HoLo
  • GeForce RTX 3070 Twin Edge

উল্লেখ্য যে NVIDIA অফিশিয়ালি তাদের RTX 30 সিরিজ লঞ্চ করবে সেপ্টেম্বরের ১ তারিখে।

ছবি ও তথ্য কৃতজ্ঞতায়ঃvideocardz

Share This Article

Search