এনভিডিয়া অফিশিয়ালি টিজ করলো RTX 3000 সিরিজের গ্রাফিক্স কার্ড

NVIDIA এর RTX 3000 সিরিজ নিয়ে আমরা কয়েকমাস ক্রমাগত বিভিন্ন leak এর মাধ্যমে নানান তথ্য ও গুজব শুনে আসছি। এবার এনভিডিয়ার পক্ষ থেকে অফিশিয়ালি Tease করা হয়েছে 3000 সিরিজ এর গ্রাফিক্স কার্ড। সাথে রয়েছে আরো কিছু খবর।

 

screenshot from the video

গত দুই একদিন আগে “The Remarkable Art & Science of Modern Graphics Card Design” শিরোনামে একটি ভিডিও তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ছাড়ে NVIDIA । RTX প্রযুক্তি বিষয়ক ৮+মিনিটের এই ভিডিওর একদম শেষের দিকে একটি ফ্রেমে দেখতে পাওয়া যায় একটি ডিজাইন যা গত কয়েক মাস ধরে আমরা যতগুলো leaked ছবি দেখেছি RTX 3000 GPU এর , তার ডিজাইনের সাথে সেই ফ্রেমটি মিলে যায়।। এ থেকেই বোঝা যাচ্ছে যে খুব শিঘ্রই আমরা অফিশিয়ালি এনাউন্সমেন্ট পেতে চলেছি RTX 3000 সিরিজের গ্রাফিক্স কার্ডের। এবং লিকড ছবি গুলোর সবগুলো যে ফেক ছিল না তাও অনেকটাই পরিষ্কার।

MSI এর 29 টি RTX Card?

Eurasian Economic Commission এ ২৯টি প্রোডাক্ট কোড রেজিস্টার করেছে MSI । সেগুলো দেখে বোঝা গিয়েছে যে জিপিইউ কোড। এবং ধারণা করা হচ্ছে এই 29টি কোড এনভিডিয়ার আসন্ন RTX 3000 সিরিজের কার্ড এর হতে যাচ্ছে। সরাসরি নামকরণ করার পরিবর্তে শুধু কোডিং এর ভিত্তিতেই রেজিস্টার করেছে MSI.

Leaked picture

ডেটাবেজের লিস্টিং এর ডিটেইলস থেকে মনে হচ্ছে যে ৩টি মডেলের বিভিন্ন ভ্যারিয়েশনের কার্ড  আসতে চলেছে। 602-V388, 602-V389, and 602-V390 ভার্সন রয়েছে (602-3889,  ভার্সন ও রয়েছে কিন্ত সেটি typo হওয়ার ও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না) । এবং এগুলো যদি MSI এর পুর্বের জিপিইউ এর নামকরণ এর ট্রাডিশনের সাথে মিলে যায় তাহলে এখান থেকে বলা যায় যে lower Number এর কোডগুলো হতে যাচ্ছে হায়ার tier এর কার্ড।

Another leaked picture

মডেলের সংখ্যাঃ

14 x V388 models, 11 x V389 models, and 4 x V390 models (videocardz,tweaktown,pcgamer)

12-pin power connector and V-shaped PCB for GeForce RTX 30 series

screenshot from the video

প্রকাশিত ভিডিওতে এটাও কনফার্ম করা হয়েছে যে RTX 3000 সিরিজ কার্ডে ১২ পিন এর পাওয়ার কানেক্টর থাকবে। যেটি PCIe 8-PIN-Cable এর সাথেও কমপ্যাটিবল।

ভিডিও থেকে এটাও স্পষ্ট যে GPU গুলোতে V-Shaped PCB দেখতে পাওয়া যাবে।

RTX 3090 এর ২৪ জিবি মেমোরি?

ভিডিওকার্ডজ এর সুত্র থেকে নিশ্চিত করা হয়েছে যে RTX Series এর কার্ডের মেমোরি ক্যাপাসিটি ২৪ জিবি পর্যন্ত হতে পারে। এখন পর্যন্ত তারা প্রোডাক্টের কোডনেমের সুত্র ধরে নিশ্চিত হয়েছে যে RTX 3090 এর ২৪ জিবি GDDR6X মেমোরি থাকবে এবং RTX 3080 এর ক্ষেত্রে তা হবে ১০ জিবি।  এটিও আগেই নিশ্চিত করেছে Videocardz যে কোন RTX 3080ti থাকছে না এইবার।

credit:videocardz

তাদের মতে RTX 3080 এর অন্য কোনো ভ্যারিয়েন্ট না থাকায় একটি RTX 3080 Super কার্ড পরবর্তীতে আসার সম্ভাবনা রয়েছে।

একই সাথে কিছু বেসিক মেমোরি সম্পর্কিত স্পেসিফিকেশন ও বের হয়ে এসেছে Videocardz এর মাধ্যম দিয়ে।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসের ১ তারিখের ইভেন্টে রিভিল হতে যাচ্ছে RTX 3000 সিরিজ।

সেরা ক্রিকেট গেম এর রিভিউঃ

ক্রিকেট ১৯, সেরা ক্রিকেট গেম? মেগা রিভিউ

ইনডোর,আউটডোর এর সেরা স্পোর্টস গেম সম্পর্কে জানতে পড়ুনঃ

সেরা স্পোর্টস গেমস

মোস্তফা/কন্ট্রার মত ক্লাসিক গেমের মত গেম খুজছেন ? তাহলে এরকম গেম সম্পর্কে জেনে নিন এখান থেকেঃ

সেরা সাইড স্ক্রলিং গেমস পর্ব ১ 

পর্ব ২

ক্রোমের ভালো বিকল্প হতে পারে নতুন এজ ব্রাউজার, দেখে নিন ফিচার্সঃ

best features of microsoft chromium edge

স্ক্রিনশট,ভিডিও,ওভারক্লক ফ্যান স্পিড চেঞ্জ, দেখে নিন MSI Afterburner এর Complete guide

বটলনেক নিয়ে ডিটেইলস জানতে পড়তে পারেনঃ

বটলনেকের আদ্যপান্তঃall about bottleneck

Share This Article

Search