RTX 3000 সিরিজের কার্ড নিতে যারা ইচ্ছুক কিন্ত এখন পর্যন্ত রিভিল হওয়া ৩টি কার্ডের একটিও যাদের বাজেটের মধ্যে প্রাইসিং হয়নি তারা হয়তো আরেকটি লোয়ার ভ্যারিয়েন্ট এর আশায় ছিলেন।। জানা গিয়েছে অক্টোবরে বাজারে আসতে পারে RTX 3060ti কার্ডটি। একই সাথে কনফার্ম হয়েছে RTX 3070 এর রিলিজ ডেট। একই সাথে কনফার্ম হয়েছে AMD এর 4000 সিরিজ প্রসেসর ও 6000 সিরিজ এর গ্রাফিক্স কার্ড এর এনাউন্সমেন্ট ডেট ও ।
RTX 3060ti
অক্টোবরে বাজারে আসবে অফিশিয়াল লঞ্চ ইভেন্টে রিভিল হওয়া সবথেকে লোয়ার ভ্যারিয়েন্ট এর কার্ড RTX 3070, কিন্ত এর সাথে জানা গিয়েছে আসতে চলেছে আরেকটি কার্ড ,RTX 3060Ti.
RTX 3080,90 দুটি কার্ডই GA102 এর। এবং RTX 3070 GA104 এর। জানা গিয়েছে RTX 3060ti ও GA 104 ভিত্তিক ই হতে চলেছে। RTX 3060Super এর গুজব শোনা গিয়েছিল, সম্ভবত তার স্থলেই এই কার্ডটি আসতে চলেছে।
RTX 3060Ti এর প্রাথমিক কিছু specifications ও বের হয়ে এসেছে।। থাকবে 4864 টি Cuda Core। মেমোরি কনফিগারেশনে থাকছে 8GB ক্যাপাসিটির GDDR6 মেমোরি (যার ক্লক স্পিড 14gb/s এবং সর্বোচ্চ ব্যান্ডউইথ 448GB/s। 3070 এর থেকে সামান্য কম পাওয়ার কনজিউম করবে কার্ডটি।(videocardz)
স্পেসিফিকেশনসঃ
RTX 3070 এর রিলিজ ডেটঃ
কনফার্ম হয়েছে RTX 3070 এর রিলিজ ডেট, আমরা জানতাম অক্টোবরে আসবে কার্ডটি কিন্ত নির্দিষ্ট কোনো দিন উল্লেখ করা হয়েছিল না।। এবার জানা গিয়েছে যে অক্টোবরের ১৫ তারিখ বাজারে আসতে চলেছে কার্ডটি।
অবশেষে আসছে Ryzen 4000 সিরিজ এবং RX 6XXX সিরিজের গ্রাফিক্স কার্ডঃ
অনেক জল্পনা কল্পনার পর আমরা অফিশিয়ালি জানতে পেরেছি যে কবে আসতে চলেছে AMD এর 4000 সিরিজ এর প্রসেসর এবং RX 6XXX সিরিজের গ্রাফিক্স কার্ড।
অক্টোবরের ৮ তারিখে একটি ইভেন্টের মাধ্যমে Gen 3 CPU সম্পর্কে আমরা সকল কিছু জানতে পারবো এবং একই মাসের ২৮ তারিখে RDNA2 ভিত্তিক গ্রাফিক্স কার্ড এর ও এনাউন্সমেন্ট হবে বলে নিশ্চিত করেছে AMD ।