নিজেই তৈরী করুন রাউটারের পাওয়ার ব্যাকআপ

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই, বর্তমানে আমাদের অনেকের বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইন্টারনেট ছাড়া কাজ বা সময় কাটানো বেশ কষ্টের। গরমে বা বৃষ্টির সময় মাঝে মাঝেই বিদ্যুৎ চলে যায়, ফলে রাউটার অফ হয়ে যায় এবং মোবাইল বা ল্যাপটপে WIFI ব্যবহার করা সম্ভব হয় না। যাদের বাসায় optical fiber দিয়ে নেট সংযোগ রয়েছে তারা Router, ONU/OMC তে পাওয়ার দিতে পারলেই WIFI ব্যবহার করা সম্ভব। অনেকে IPS দিয়ে পাওয়ার দিয়ে থাকে তবে সবার বাসায় তো আর IPS থাকে না তাই বর্তমানে অনেকেই Router চালু রাখতে একটি মিনি ডিসি পাওয়ার ব্যাকআপ কিনে লাগিয়ে থাকে। তবে এর প্রাপ্যতা ও দামের কারনে অনেকেই এটি কিনতে পারে না। তাই রাউটারের জন্য নিজেই কিভাবে মিনি ডিসি পাওয়ার ব্যাকআপ বানাতে পারবেন তা দেখানো হবে। যা খুব কম খরচেই বানানো সম্ভব। তবে এটি বানাতে আপনাকে ইলেকট্রনিক সর্ম্পকে ধারনা ও যন্ত্রপাতির প্রয়োজন হবে।

Components:

  1. DC Input socket (1)
  2. LED indicator (1)
  3. 1k resistor (1)
  4. Diode (1)
  5. 3 Way dip switch (1)
  6. XL6009 DC-DC BOOSTER (2)
  7. 2S (HX-2S-JH20) BMS for 18650 Li-ion Battery (1)
  8. 3000MAH 18650 Rechargeable Li-ion Battery (2)
  9. DC Output jack (2)
  10. Plastic box (1)

Components গুলো যুক্ত করতে soldering iron ও volt পরিমাপ করতে Voltmeter দরকার হবে।

প্রস্তুত প্রক্রিয়াঃ

Components গুলো কেনার পর Diagram অনুসারে সঠিক ভাবে soldering করে সব কিছু যুক্ত করে প্লাষ্টিক বক্সে রাখতে হবে।

১. প্রথমেই DC input (9v-12v) দিতে হবে, DC input হলে LED indicator টি জ্বলে উঠবে।

২. পাওয়ার পেলে BMS (battery management system) এর মাধ্যমে Li-ion Battery দুটি চার্জ হতে থাকবে । BMS এ Overcharge, over discharge, short circuit Protection থাকায় battery থাকবে নিরাপদে। যেহেতু Full Charging Indicator BMS বোর্ড এ নেই তাই কখন চার্জ শেষ হয়েছে তা দেখা যাবে না। Power adapter & Battery ভেদে ১-১.৫ ঘন্টায় Battery চার্জ হয়ে যায়।

৩. এবার DC Booster টি adjust করার পালা, এর জন্য দরকার হবে একটি DC voltmeter. যেহেতু Router/OMC/ONU সাধারণত 5 / 9 / 12 v হয়ে থাকে তাই আগে দেখে নিতে হবে আপনার টি কত V এর। যদি হয় 9 , 12 তাহলে 3 Way dip switch টি অন করে Booster এর Output এ DC voltmeter টি যুক্ত করে, ছবিতে মার্ক করা Potentiometer ঘুরিয়ে ভোল্ট ঠিক করে নিয়ে jack টিতে মার্ক করে রাখতে হবে।

৪. 3 Way dip switch ব্যবহার করা হয়েছে
বামে দিলে Battery backup সহ Output পাওয়া যাবে।
ডনে দিলে Battery backup বাদে Output পাওয়া যাবে।
মাঝে দিলে Output বন্ধ থাকবে।

সাবধানতাঃ

১. ইলেকট্রনিক সর্ম্পকে ধারনা থকলেই শুধু এটি তৈরী করতে যাবেন না।
২. প্রথমবার ব্যবহারের আগে ভাল করে চার্জ করে নিবেন।
৩. যেহেতু Booster টি 30v পর্যন্ত Output দিতে পারে তাই লোড দেবার আগে voltmeter দিয়ে সঠিক ভাবে পরিমাপ করেই তারপর সংযোগ দিবেন। অতিরিক্ত ভোল্ট আপনার রাউটার টি নষ্ট করে দিতে পারে।
৪. লোডে Booster টি কিছুটা গরম হয় তাই চাইলে heatsink লাগাতে পারেন।
৫. অতিরিক্ত নিরাপত্তার জন্য Battery +- এ ২টি Fuse লাগাতে পারেন।
৬. Backup সময় বেশি পেতে আরো ২টি ব্যাটারি প্যারালাল সংযোগ করা যেতে পারে।
৭. DC input socket, DC output jack এর সাইজ সাধারণত ৩ রকম হয় কেনার সময় দেখে নিবেন।

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot