সম্প্রতি Intel তাদের Processor এর Management Engine (ME) এ একটি সমস্যা খুজে পেয়েছে যা লুকিয়ে আছে বিপুল পরিমান Processor এ । নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে তা হুমকির কারন হতে পারে।
সহজ এবং সংক্ষেপে বলতে গেলে, এটি একটি firmware-level সমস্যা যা ব্যবহার করে হ্যাকাররা অতি সহজে পিসির নিয়ন্ত্রন নিতে এবং তথ্য চুরি করতে সক্ষম হবে। network administrators হিসাবে সিস্টেম এর দায়িত্ব নিয়ে দূর থেকে সিস্টেম কে আক্রান্ত করে invisible rootkits প্রবেশ করাতে ও সক্ষম। ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য passwords এবং cryptographic keys ও চুরি করতে সক্ষম এই সমস্যাটি কে ব্যবহার করে।
এখন পর্যন্ত যে সকল Processor এ সমস্যা পাওয়া গেছে তা হলঃ
- 6th, 7th and 8th Generation Intel Core processors
- Intel Xeon E3-1200 v5 and v6 processors
- Intel Xeon Scalable processors
- Intel Xeon W processors
- Intel Atom C3000 processors
- Apollo Lake Intel Atom E3900 series
- Apollo Lake Intel Pentiums
- Celeron N and J series processors
একবার চিন্তা করে দেখুন কি পরমাণ কম্পিউটার এই ঝুকির মধ্যে রয়েছে। তবে আসার কথা হচ্ছে এই সমস্যা সমাধান এ ইতিমধ্যেই কাজ সুরু হয়ে গেছে। server administrator তাদের সিস্টেম আপডেট করতে শুরু করে দিয়েছে। তবে আপনার কম্পিউটারের Processor যদি এই লিস্ট এর সাথে মিলে যায় তবে আপনাকেই তা ঠিক করার ব্যবস্থা নিতে হবে । ASUS তাদের Website এ সমস্যার সমাধানে নতুন BIOS ver. প্রকাশ করেছে, যা ব্যবহার করে অতি সহজে আপনার কম্পিউটার টি এই ঝুকি থেকে রক্ষা করতে পারেন।
আপনাদের পিসির আপডেট প্রক্রিয়া সহজ করতে প্রক্রিয়াটি দেখে নিন
Intel core i5 6th generation এবং ASUS B150M PRO GAMING motherboard দিয়ে প্রক্রিয়াটি দেখানো হচ্ছে,
প্রথমেই আপনার motherboard অনুসারে Support > Driver & Utility > OS ver. > BIOS এ যান, এরপর ফাইল টি download এবং extract করে desktop এ রাখুন।
আপনার পিসিতে Management Engine Interface যদি install করা না থাকে তবে Chipset থেকে latest ver. Download করে আগে install করুন।
এবার MEUpdateTool এ ক্লিক করে YES করে অপেক্ষা করুন, Update শেষ হলে পিসি একবার Restart হলেই কাজ শেষ।