বাজারে আসুস এর Prime, STRIX এবং TUF সিরিজের নতুন মাদারবোর্ড

ASUS এর Prime, STRIX এবং TUF সিরিজের নতুন মাদারবোর্ডের আগমন
বাংলাদেশে ASUS এর Prime, STRIX এবং TUF সিরিজের বেশ কয়টি নতুন মাদারবোর্ডের আগমন ঘটেছে। উল্লেখ্য যে কিছু দিন আগে ইন্টেলের ৯ম প্রজন্মের কফিলেইক-এস প্রসেসরের আনুষ্ঠানিক ঘোষণার প্রায় সমসাময়িক সময়ে ASUS তাদের Z390 চিপসেট বিশিষ্ট মাদারবোর্ডের ঘোষণা দেয়। বাংলাদেশের কম্পিউটার মার্কেটে ASUS জনপ্রিয়তা ধরে রাখার পাশাপাশি ভোক্তাদেরকে বিভিন্ন প্রাইস রেইঞ্জে তাদের প্রয়োজনীয় ফিচার বিশিষ্ট পছন্দের মাদারবোর্ডটি বেছে নেয়ার সুযোগ করে দিতে তাদের বিদ্যমান মাদারবোর্ড লাইন আপে বেশ কয়টি নতুন মডেল যোগ করেছে। সিরিজ এবং প্রসেসরের ব্র্যান্ড অনুযায়ী এই নতুন মাদারবোর্ডগুলোর তালিকা নিন্মরুপঃ

  • ROG STRIX B360-I GAMING
  • ROG STRIX B360-H GAMING
  • ROG STRIX B450-F GAMING
  • TUF H310M-PLUS GAMING
  • TUF H370-PRO GAMING (WI-FI)
  • PRIME H310I-PLUS

চলুন এই মাদারবোর্ডগুলোর উল্লেখযোগ্য ফিচারগুলো দেখে নেইঃ

ROG STRIX B360-I GAMING

আসুস এর Republic Of Gamer [ROG] STRIX সিরিজের নতুন একটি মাদারবোর্ড হল ROG STRIX B360-I GAMING। ইন্টেল এর ৮ম জেনারেশন এর প্রসেসরগুলির জন্য এই মাদারবোর্ডটি তৈরি করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে Intel B360 চিপসেট। এই মাদারবোর্ডটি ব্লুটুথ ৫ এনেবলড। এই মাদারবোর্ডটিতে ROG এর স্পেশাল ফিচার এর একটি হিসেবে Pre-mounted I/O Shield পাওয়া যাবে। STRIX সিরিজের নতুন মাদারবোর্ড এর ভেতর এর দামটা কম। ROG STRIX B360-I GAMING মাদারবোর্ডটির দাম ১৩,৮০০ টাকা। এই মাদারবোর্ডটির কিছু ফিচারস এখানে তুলে ধরা হলঃ

  • Socket 1151 Mini-ITX motherboard with Intel B360 chipset
  • Supports Intel 8th Generation CPUs only
  • 2 x DDR4 DIMM sockets (max. 32 GB)
  • Displayport and HDMI outputs
  • 1x PCIe 3.0 x16
  • 2x SATA 6Gb/s, 2x M.2, Intel Optane Memory
  • 4x USB3.1 (1x Type-C), 2x USB2.0, ROG SupremeFX audio, LAN and Wi-Fi

M.2 SSD এর জন্য এই মাদারবোর্ডটিতে রয়েছে অত্যাধুনিক ডাবল-ডেকার প্রযুক্তির হিটসিঙ্ক,যা এসএসডি ড্রাইভকে আরও বেশি ঠাণ্ডা রাখতে এবং এর পারফরমেন্স ঠিকঠাক রাখতে সহায়তা করবে। এই মাদারবোর্ডটিতে আসুস এর আউরা-আরজিবি লাইটিং লক্ষ্য করা যাবে।

ROG STRIX B360-H GAMING

আসুস এর Republic Of Gamer [ROG] STRIX সিরিজের আরেকটি গেমিং মাদারবোর্ড হল ROG STRIX B360-H। ইন্টেল এর ৮ম জেনারেশন এর প্রসেসরগুলির জন্য এই মাদারবোর্ডটি তৈরি করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে Intel B360 চিপসেট। এতে অপরের মাদারবোর্ড এর মত Pre-mounted I/O Shield পাওয়া যাবে না। এর দাম ১১,৬০০ টাকা। 

  • Socket 1151 Mini-ITX motherboard with Intel B360 chipset
  • Supports Intel 8th Generation CPUs only
  • 4 x DDR4 DIMM sockets (max. ৬৪ GB)
  • Displayport and HDMI outputs
  • 1x PCIe 3.0 x16
  • 6x SATA 6Gb/s, 2x M.2, Intel Optane Memory
  • 4x USB3.1 (1x Type-C), 2x USB2.0, ROG SupremeFX audio, LAN and Wi-Fi

এতেও M.2 SSD এর জন্য এই মাদারবোর্ডটিতে রয়েছে অত্যাধুনিক ডাবল-ডেকার প্রযুক্তির হিটসিঙ্ক,যা এসএসডি ড্রাইভকে আরও বেশি ঠাণ্ডা রাখতে এবং এর পারফরমেন্স ঠিকঠাক রাখতে সহায়তা করবে। এই মাদারবোর্ডটিতে আসুস এর আউরা-আরজিবি লাইটিং লক্ষ্য করা যাবে।

ROG STRIX B450-F GAMING

AMD Ryzen™ 2nd Generation/Ryzen™ with Radeon™ Vega Graphics/Ryzen™ 1st Generation এর জন্য আসুস এর Republic Of Gamer [ROG] STRIX সিরিজের আরেকটি গেমিং মাদারবোর্ড হল ROG STRIX B450-F GAMING। এতেও ROG এর স্পেশাল ফিচার এর একটি হিসেবে Pre-mounted I/O Shield পাওয়া যাবে। মাদারবোর্ডটির দাম ১৩৫০০ টাকা।

  • AMD AM4 with Intel H310 chipset
  • Supports AMD Ryzen™ 2nd Generation/Ryzen™ with Radeon™ Vega Graphics/Ryzen™ 1st Generation Prossesors
  • 4 x DIMM, Max. 64GB
  • Displayport and HDMI outputs
  • AMD Ryzen™ 2nd Generation/ Ryzen™ 1st Generation Processors –
    2 x PCIe 3.0/2.0 x16 (x16 or x8/x4)
    AMD Ryzen™ with Radeon™ Vega Graphics Processor –
    1 x PCIe 3.0/2.0 x16 (x8 mode)
    AMD B450 chipset –
    1 x PCIe 2.0 x16 (max at x4 mode) *1
    3 x PCIe 2.0 x1TUF H310M-PLUS GAMING

মাল্টি জিপিইউ সেটাপ এর ক্ষেত্রে এই মাদারবোর্ড AMD 3-Way CrossFireX Technology সাপোর্ট করে থাকে।

TUF H310M-PLUS

ROG এর বাহিরে আসুস এর আরেকটি নতুন গেমিং সিরিজের মাদারবোর্ড TUF H310M-PLUS। TUF GAMING এই দামে অন্যান্য মাদারবোর্ড যেখানে অনেক কষ্ট করবে ঠিক সেখানে এটি খুবই স্মুথ পারফরমেন্স দেখাতে পারবে । এই মাদারবোর্ডটির দাম মাত্র ৭৫০০ টাকা।  এই মাদারবোর্ডটির কিছু ফিচারস এখানে তুলে ধরা হলঃ

  • Socket 1151 with Intel H310 chipset
  • Supports Intel 8th Generation CPUs
  • ২ x DDR4 DIMM sockets (max. ৩২ GB)
  • Displayport and HDMI outputs
  • 1x PCIe 3.0 x16
  • 4x SATA 6Gb/s, 2x M.2
  • 4x USB3.1 (1x Type-C), 6 x USB 2.0/1.1 port, Realtek® ALC887 7.1-Channel High Definition Audio CODEC *2, LAN and Wi-Fi

মাদারবোর্ডটিতে ব্যবহার করা হয়েছে TUF LANGuard যা কিনা বজ্রপাত থেকে মাদারবোর্ডকে রক্ষা করার কাজ করবে,পাশাপাশি ল্যান এর কার্যকারিতা আরও বৃদ্ধি করবে। এই মাদারবোর্ডটিও ইন্টেল এর ৮ম জেনারেশন এর প্রসেসরগুলির জন্য প্রস্তুত।

TUF H370-PRO GAMING (WI-FI)

আসুস এর TUF Gaming Alliance এর সদস্য আরেকটি নতুন গেমিং মাদারবোর্ড হল TUF H370-PRO। এটি ওয়াইফাই এনেবলড একটি গেমিং মাদারবোর্ড, যার দাম ১৩৬০০ টাকা। এই মাদারবোর্ডটি Bluetooth® 5.0 সাপোর্টেড। এই মাদারবোর্ডটির কিছু ফিচারস এখানে তুলে ধরা হলঃ

  • Socket 1151 with Intel H370 chipset
  • Supports Intel 8th Generation CPUs
  • 4 x DDR4 DIMM sockets (max. 64 GB)
  • Displayport and HDMI outputs
  • 1x PCIe 3.0 x16
  • 6 x SATA 6Gb/s port(s), gray
    Support Raid 0, 1, 5, 10
    Intel® Rapid Storage Technology supports
    Intel® Optane™ Memory Ready
  • 2x USB3.1 Gen 2, 5x USB3.1 Gen 1, 6 x USB 2.0 port, Realtek® ALC887 8-Channel High Definition Audio CODEC, LAN and Wi-Fi

মাল্টি জিপিইউ সেটাপ এর ক্ষেত্রে এই মাদারবোর্ড AMD 2-Way CrossFireX Technology সাপোর্ট করে থাকে।

PRIME H310I-PLUS

গেমিং সিরিজের বাহিরে আসুস এর নতুন এই মাদারবোর্ড হল PRIME H310I-PLUS । সাধারনত গেমিং এর বাহিরে অফিসিয়াল কাজ-কর্ম এর জন্য এই মাদারবোর্ডটি ভালো এবং এটি একটি বাজেট সাশ্রয়ী মাদারবোর্ডও বটে! মাদারবোর্ডটির বাজার মূল্য ৭০০০ টাকা। এই মাদারবোর্ডটির কিছু ফিচারস এখানে তুলে ধরা হলঃ

  • Socket 1151 with Intel H310 chipset
  • Supports Intel 8th Generation CPUs
  • 2 x DDR4 DIMM sockets (max. 32 GB)
  • Displayport and HDMI outputs
  • 1x PCIe 3.0 x16
  • 1 x M.2 Socket 3, , with M Key, type 2260/2280 storage devices support (both SATA & PCIE mode)*1,4 x SATA 6Gb/s port(s)
  • 4 x USB 3.1 Gen 1 up to 5Gbps ports,4 x USB 2.0/1.1 ports, Realtek® ALC887 8-Channel High Definition Audio CODEC
  • Realtek® RTL8111H, 1 x Gigabit LAN

মাদারবোর্ডগুলো ৯ সেপ্টেম্বর ২০১৮ থেকে পাওয়া যাচ্ছে আসুস বাংলাদেশ এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর সকল রিটেইল আউটলেটে।

 

Share This Article

Search