3000 ও আপকামিং 4000 সিরিজের প্রসেসরের জন্য AMD অফিশিয়ালি announce করেছে তাদের লো বাজেট এন্ট্রি লেভেল নতুন চিপসেট A520। এই চিপসেট মুলত এক্সট্রিম লো বাজেট পিসি বিল্ডারদের জন্য।। দেখে নেওয়া যাক স্পেসিফিকেশনস এবং এখন পর্যন্ত এনাউন্স হওয়া A520 এর সকল মাদারবোর্ড এর লিস্ট।
কোন কোন সিরিজের প্রসেসর সাপোর্ট করবে?
এখানে দুঃখজনক হলেও সত্যি যে 1000,2000 সিরিজের প্রসেসরগুলোকে এই চিপসেটে চালানো যাবে না।। নতুন এই চিপসেট শুধুই 4000 ও 3000 সিরিজ এর প্রসেসরই সাপোর্ট করবে।
CPU Graphics Support:
Predecessor A320 এর মত এখানেও জিপিইউ সাপোর্ট থাকছে x16 PCIe 3.0. যা 500 সিরিজের Higher ভ্যারিয়েন্টের চিপসেট 550,570 এর ক্ষেত্রে PCIe 4.0
CPU Storage Support:
A320 এর মত 520 তেও স্টোরেজ টাইপ PCIe 3.0 । এক্ষেত্রে অপেক্ষাকৃত নতুন PCIe 4.0 এসএসডির অভিজ্ঞতা নেওয়া সম্ভব হবে না। যথারীতি হায়ার ভ্যারিয়েন্টগুলো 4.0 সাপোর্ট করবে।
General Purpose Lanes:
PCIe 2.0 এর বদলে general purpose lanes দেওয়া হয়েছে PCIe 3.0 standard।
Dual Graphics?
বাজেট চিপসেট হওয়ায় এখানে একই সাথে দুটি গ্রাফিক্স কার্ড করার সুযোগ থাকছে না।
ওভারক্লকিং?
একই কারণে ওভারক্লকিং এর সাপোর্ট ও থাকছে না 520 চিপসেটের মাদারবোর্ডগুলোতে।
CPU USB Ports:
ইউএসবি 3.2 gen 2 পোর্ট রয়েছে সর্বোচ্চ ৫টি. Native USB 3.2 পোর্ট রয়েছে ২টি পর্যন্ত এবং USB 2.0 পোর্ট রয়েছে সর্বোচ্চ ৬টি।
A520 চিপসেট ভিত্তিক মাদারবোর্ড এর লিস্টঃ
এএমডির অফিশিয়াল এনাউন্সমেন্টের সাথে সাথে মাদারবোর্ড ভেন্ডরগুলোও একে একে তাদের 520 ভিত্তিক মাদারবোর্ডগুলো ছাড়তে শুরু করেছে। বাজেট ফ্রেন্ডলি চিপসেট হওয়ায় গিগাবাইট ও এসরকের ২টি মডেল ছাড়া মুলত Micro-ATX ফর্ম ফ্যাক্টরেই আসবে মাদারবোর্ডগুলো। এমনকি গিগাবাইটের একটি ATX মাদারবোর্ড ও রয়েছে 520 ভিত্তিক (Aorus Elite)।
সবথেকে বেশি ফিচার প্যাকড মডেলের কথা বলতে গেলেও Aorus Elite এর কথাই বলতে হয় , চার স্লটে 4400 বাস স্পিডের ১২৮ জিবি পর্যন্ত টোটাল মেমোরি সাপোর্ট ,৩টি PCIe স্লট, চারটি SATA এর সাথে একটি gen 3×4 এনভিএমই পোর্ট সহ অন্যন্য ফিচারও বেশ আকর্ষণীয়।
anandtech এর লিস্ট অনুযায়ী Asrock এর দুটি, আসুস এর প্রাইম সিরিজের ২টি, টাফ গেমিং ১টি। বায়োস্টারের একটি, ও গিগাবাইটের DS,Aorus সহ ৭টি ও MSI এর ৪টি মাদারবোর্ড আসতে যাচ্ছে 520 চিপসেটের।
প্রাথমিকভাবে খালি মডেলগুলোই জানা গিয়েছে, এখন পর্যন্ত দাম সম্পর্কে সেরকম কিছু জানা যায়নি। তবে যেহেতু বাজেট ফ্রেন্ডলি মডেল, সেজন্য দাম যথেষ্ট নাগালের মধ্যেই থাকবে বলেই আশা করা যায়।
Gallery:Asrock Pro4, Asus TUF Gaming A520-PLUS,Biostar 520MH,Gigabyte Aorus Elite,MSI MAG Vector Wifi
ক্রিকেট টেনিস কিংবা পুল,উনো এর মত ইনডোর,আউটডোর স্পোর্টস গেম খুজছেন, তাহলে এই আর্টিকেলটি পড়ুনঃ
মোস্তফা/কন্ট্রার মত ক্লাসিক গেমের মত গেম খুজছেন ? তাহলে এরকম গেম সম্পর্কে জেনে নিন এখান থেকেঃ
সেরা সাইড স্ক্রলিং গেমস পর্ব ১
হাই স্পিডের র্যাম লাগাবেন কি না কনফিউশনে আছেন? পড়ে নিতে পারেন এই লেখাটিঃ
হায়ার বাস স্পিডের র্যামঃসত্যিই জরুরি?
ক্রোমের ভালো বিকল্প হতে পারে নতুন এজ ব্রাউজার, দেখে নিন ফিচার্সঃ
best features of microsoft chromium edge
স্ক্রিনশট,ভিডিও,ওভারক্লক ফ্যান স্পিড চেঞ্জ, দেখে নিন MSI Afterburner এর Complete guide
বটলনেক নিয়ে ডিটেইলস জানতে পড়তে পারেনঃ