মানুষ যখন কম্পিউটার কেনে তখন তার সাথে সবাই কম বেশি মনিটর কিনে থাকে। আর মনিটর ছাড়া অন্য কোন ডিসপ্লে আউটপুট ডিভাইসে (উদা. টেলিভিশন) তেমন কেউ কম্পিউটার কানেক্ট করে না। এছাড়া কনসোল গেমিঙের জন্যও আজকাল টিভির পরিবর্তে মনিটর বেশ জনপ্রিয়তা পাচ্ছে। তাই গেমিং ও সাধারণ কম্পিউটিং সম্পর্কিত যে কোন কাজের জন্য একটি মনিটর সবার জন্যই আবশ্যক। আজ আমরা আপনাদের জানাবো বাংলাদেশে বেশ কিছুদিন ধরে থাকা মনিটর ব্র্যান্ড ‘Viewsonic’ এর এভেল্যাবল মনিটরের দাম সম্পর্কে।”
মেইন মনিটরের দাম জানানোর আগে আপনাদের Viewsonic এর মনিটরের সিরিজগুলোর সাথে পরিচয় করিয়ে দেই। Viewsonic মনিটরের মোট পাঁচটি বিভাগ রয়েছে। এই পাঁচটি বিভাগই হচ্ছে সম্পূর্ণ পাঁচ ধরণের বাজেট রেঞ্জে। এতে করে আপনার যে ধরণের মনিটর প্রয়োজন ঠিক সেই ধরণের মনিটর খুঁজে পাবেন।
- VA (Value Series)
- VX (Entertainment Series)
- TD (Touch Display)
- VP (Professional Series)
- XG (Gaming Series)
চলুন দেখে নেয়া যাক এই পাঁচটি ভিন্ন ভিন্ন বাজেট রেঞ্জে Viewsonic আপনাদেরকে তাদের কি কি মনিটর অফার করছে।
টাচ ডিসপ্লে (TD Series)
নাম শুনেই বুঝতে পারছেন এই সিরিজের মনিটরে আপনারা পাচ্ছেন টাচ কন্ট্রোল। যে উইন্ডোজই ব্যবহার করুন না কেন, আঙ্গুল দিয়ে টাচ করে নিয়ন্ত্রণ করতে পারবেন কম্পিউটারের সকল অপারেশন।
Model | Price | Size, Resolution, Refresh Rate & Response Time | Input | Special Feature |
TD2220-2 | 22,800 Taka | 21.5 inch
1920 X 1080 76 Hz, 5ms |
VGA, DVI | Full Touch Control |
প্রফেশনাল মনিটর (VP Series)
এই সিরিজের মনিটর হচ্ছে মূলত কন্টেন্ট ক্রিয়েটর ও হাই প্রোফাইল গ্রাফিক্স ডিজাইনারদের জন্য। আপনার যদি কালার একুরেসি পয়েন্ট টু পয়েন্ট দরকার হয় আর কোন কিছু সেক্রিফাইস করতে রাজি নন, তাহলে এই প্রফেশনাল সিরিজের মনিটরগুলো আপনাদের জন্য বেস্ট হবে।
Model | Price | Size, Resolution, Refresh Rate & Response Time | Input | Special Feature |
VP2768 | 79,000 Taka | 27.0 inch
2560 X 1440 60 Hz |
HDMI, Display Port, Mini DP | 8 bit panel
Eye Care Auto Pivot |
বাজেট মনিটর (VA Series)
এই সিরিজের মনিটর হচ্ছে একদম বাজেট ক্রেতাদের জন্য যাদের মূলত কিছুটা দুর্বল বা পুরোন কম্পিউটার সিস্টেম রয়েছে। এই সিরিজের মনিটরগুলো মডেল ভেদে আপনারা ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকার ভেতরে পেয়ে যাবেন।
Model | Price | Size, Resolution, Refresh Rate & Response Time | Input |
VA1903A | 5,900 Taka | 18.5 ninch
1366 X 768 60 Hz, 5ms |
VGA |
VX2039-SA | 7,100 Taka | 19.5 inch
1440 X 900 60 Hz, 5ms |
VGA |
VA2259-SH | 9,400 Taka | 21.5 inch
1920 X 1080 60 Hz, 5ms |
VGA, HDMI |
নরমাল মনিটর (VX Series)
এই সিরিজের মনিটরগুলোর বেশিরভাগ মডেলই হচ্ছে ক্যাজুয়াল ইউজার ও কনসোল গেমারদের জন্য। যারা কোন প্রকার সেটিংস টুইক না করে সুন্দর কালার ও কন্ট্রাস্ট পেতে চান, তাদের জন্য Viewsonic এর VX সিরিজের মনিটর। এই সিরিজের মনিটরের সবচেয়ে ভালো দিক হচ্ছে প্রতিটি মনিটরেই ডিফল্ট রিফ্রেশ রেট পাচ্ছেন ৭৫ হার্টজ যা বেশির ভাগ ব্র্যান্ড ৬০ দিয়ে থাকে।
Model | Price | Size, Resolution, Refresh Rate & Response Time | Input |
VX2257-MHD | 16,500 Taka | 21.5 inch
1920 X 1080 75 Hz, 1ms |
VGA
HDMI (AMD Freesynch Support) Display Port |
VX2476-SMHD | 21,500 Taka | 24.0 inch
1920 X 1080 75 Hz, 4ms |
VGA
HDMI Display Port |
VX2776-SMHD | 28,000 Taka | 27.0 inch
1920 X 1080 75 Hz, 7ms |
VGA
HDMI Display Port |
VX3209-2K | 36,600 Taka | 32.0 inch
2560 X 1440 75 Hz, 8ms |
HDMI
Display Port |
VX3276-2K-MHD | 37,000 Taka | 32.0 inch
2560 X 1440 60 Hz, 4ms |
2X HDMI
Display Port Mini DP |
VX3211-4K-MHD | Upcoming | 32.0 inch
3840 X 2160 60 Hz, 5ms |
2X HDMI
Display Port |
VX4380-4K | 92,000 Taka | 43.0 inch
3840 X 2160 75 Hz, 5ms |
2X HDMI
2X Display Port |
গেমিং মনিটর (XG Series)
XG বা Xtreme Gaming সিরিজের মনিটরগুলো হচ্ছে আপনারা যেটা ভাবছেন সেটা অর্থাৎ প্রো গেমারদের জন্য। বিশেষ করে যারা এফপিএস যেমন পাবজি, কাউন্টার স্ট্রাইক, ওভারওয়াচের মত কম্পিটিটিভ শুটিং গেম খেলে থাকেন। এই সিরিজের মনিটরে ব্যবহার করা হয় TN বা VA প্যানেল যাতে রেস্পন্স টাইম থাকে অনেক কম কিন্তু রিফ্রেশ রেট থাকে অনেক বেশি। বাংলাদেশে এভেল্যাবল মডেলের রিফ্রেশ রেট 144 Hz থেকে শুরু।
Model | Price | Size, Resolution, Refresh Rate & Response Time | Input | Special Feature |
XG2530 | 56,600 Taka | 24.5 inch
1920 X 1080 240 Hz, 1ms |
2X HDMI, Display Port | AMD Freesynch |
XG2401 | 28,350 Taka | 24.0 inch
1920 X 1080 144 Hz, 1ms |
2X HDMI, Display port | AMD Freesynch |
XG2402 | 34,500 Taka | 27.0 inch
1920 X 1080 144 Hz, 1ms |
2X HDMI, Display Port | AMD Freesynch, ColorX Game Mode |
XG2703-GS | Upcoming | 27.0 inch
2560 X 1440 165 Hz, 4ms |
HDMI, Display Port | Nvidia G-Synch |
XG3202-C | 55,500 Taka | 32.0 inch
1920 X 1080 144 Hz, 6ms (less in game mode) |
VGA, DVI-I, HDMI, Display Port | Curved, AMD Freesynch |
মনিটরগুলোর ফুল স্পেসিফিকেশন জানতে ক্লিক করুন
তো এই ছিল বাংলাদেশে এভেল্যাবল থাকা Viewsonic মনিটরের দাম। দাম অনুযায়ী Viewsonic এর বেশ কিছু মডেল অনেক ভ্যালু ফর দা মানি অফার করছে। আপনারা স্পেসিফিকেশন দেখেই আশা করি তার সম্পর্কে বুঝে নিতে পেরেছেন।